রেলপথ মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী

1. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

  • ক. পরমাণু শক্তি
  • খ. প্রাকৃতিক গ্যাস
  • গ. পেট্রোল
  • ঘ. কয়লা

2. ‘বড়ায়ি’ কোন কাব্যের চরিত্র?

  • ক. মনসামঙ্গল
  • খ. চণ্ডীমঙ্গল
  • গ. শ্রীকৃষ্ণকীর্তন
  • ঘ. পদ্মাবতী

3. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

  • ক. মিথিলা
  • খ. নাটোর
  • গ. রোসাঙ্গ
  • ঘ. ত্রিপুরা

4. কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়?

  • ক. চণ্ডীদাস
  • খ. জ্ঞানদাস
  • গ. গোবিন্দদাস
  • ঘ. কৃষ্ণদাস

6. বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?

  • ক. সমাচার দর্পণ
  • খ. সম্বাদ প্রভাকর
  • গ. জ্ঞানান্বেষণ
  • ঘ. তত্ত্ববোধিনী

7. ‘মহাশ্মশান’ মহাকাব্যের রচয়িতার নাম -

  • ক. মাইকেল মধুসূদন দত্ত
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. কায়কোবাদ

8. কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্য কাকে উৎসর্গ করেন?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. চিত্তরঞ্জন দাশ
  • গ. সুভাষচন্দ্র বসু
  • ঘ. বারীন্দ্রকুমার ঘোষ

9. কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়?

  • ক. একরাত্রি
  • খ. দুরাশা
  • গ. দুরবস্থা
  • ঘ. মাস্টারমশাই

10. কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস?

  • ক. দুই সৈনিক
  • খ. ক্ষুধা ও আশা
  • গ. বীরাঙ্গনা সখিনা
  • ঘ. নির্জন মেঘ

11. ‘ভিখু’ ও ‘পাঁচী’ চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. আলাউদ্দিন আল আজাদ

12. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?

  • ক. অগ্নিবীণা
  • খ. বিষের বাঁশি
  • গ. ব্যথার দান
  • ঘ. ছায়ানট

13. পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?

  • ক. যুদ্ধ
  • খ. বিদ্রোহী পদ্মা
  • গ. রক্তাক্ত প্রান্তর
  • ঘ. পরাক্রম

16. ‘খদ্যোত’ শব্দের অর্থ -

  • ক. পাখি
  • খ. জোনাকি
  • গ. ক্রেতা
  • ঘ. চতুর

17. ‘রাইফেল রোটি আওরাত’ কোন ধরনের রচনা?

  • ক. ছোটগল্প
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

18. কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ?

  • ক. নিবর্তক
  • খ. এন্তেজার
  • গ. বিলম্বন
  • ঘ. সমাপন্ন

19. ‘সে সকাল থেকেই খাই খাই করছে।’ এ বাক্যে ‘খাই খাই’ কোন ধরনের পদ?

  • ক. ক্রিয়াপদ
  • খ. ক্রিয়া বিশেষ্য
  • গ. দ্বিত্ব বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ

20. ‘বাবা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  • ক. সংস্কৃত
  • খ. অহমিয়া
  • গ. হিন্দি
  • ঘ. তুর্কি

22. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের রচয়িতা কে?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. সৈয়দ শামসুল হক
  • ঘ. মুনীর চৌধুরী

23. Which of these words is not correctly spelt?

  • ক. auspicious
  • খ. intellegent
  • গ. committee
  • ঘ. psychology

24. A word which can be interpreted in more than one way is -

  • ক. anachronistic
  • খ. confusing
  • গ. ambiguous
  • ঘ. foolish

25. 'To stick to one's gun' means -

  • ক. to be brave
  • খ. to be arrogant
  • গ. to stand near a gun
  • ঘ. to refuse to change one's position


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics