রেলপথ মন্ত্রণালয়ের উপ সহকারী প্রকৌশলী
52. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত?
- ক. ১৬০০
- খ. ১৬৫০
- গ. ১৬৪০
- ঘ. ১৬৮০
53. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৬০ হলে অপর কোণটি কত?
- ক. ৩০
- খ. ১২০
- গ. ৬০
- ঘ. কোনোটিই নয়
56. দুটি সংখ্যার গুণফল ২১৬ এবং তাদের ল. সা. গু. ৩৬, সংখ্যা দুটির গ. সা. গু. কত?
- ক. ৬
- খ. ৯
- গ. ১৮
- ঘ. ১২
57. চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত?
- ক. ৪০
- খ. ৪৮
- গ. ৬০
- ঘ. ৮৪
58. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
- ক. ৪৯৫০
- খ. ৫০৫০
- গ. ৫০০০
- ঘ. ৫০.৫০
- ক. ৫০ টাকা
- খ. ১০০ টাকা
- গ. ২০০ টাকা
- ঘ. ১০০০ টাকা
60. কোন বৃত্তের ব্যাসার্ধে যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে?
- ক. ১০%
- খ. ৩৬%
- গ. ২০%
- ঘ. ৪০%
62. ১ নটিক্যাল মাইল = কত কিমি?
- ক. ০.৬২১
- খ. ১.৪৭২
- গ. ১.৮৫২
- ঘ. ২.২৫৪
- ক. ০.২ গ্রাম
- খ. ১৮ গ্রাম
- গ. ২ গ্রাম
- ঘ. ৫ গ্রাম
- ক. ১০০ জন
- খ. ১৫০ জন
- গ. ২০০ জন
- ঘ. ৩০০ জন
65. একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ ৮০ হলে অপর দুটি কোণের পরিমাণ কত?
- ক. ৫০ ও ৫০
- খ. ৫৫ ও ৪৫
- গ. ৪০ ও ৬০
- ঘ. ৬০ ও ৬০
66. আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?
- ক. ইলেকট্রন
- খ. প্রোটন
- গ. নিউট্রন
- ঘ. কারণ অনাবিস্কৃত
67. রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়?
- ক. স্ফুটন
- খ. বাষ্পীভবন
- গ. উধ্র্বপাতন
- ঘ. ঘনীভবন
68. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো -
- ক. এ রোগে মানবদেহে কিডনী নষ্ট হয়
- খ. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
- গ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
- ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
69. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ?
- ক. ২৬ মার্চ
- খ. ০৭ মার্চ
- গ. ১০ এপ্রিল
- ঘ. ১৭ এপ্রিল
70. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?
- ক. উপগ্রহের
- খ. নৌজাহাজের
- গ. মহাকাশ যানের
- ঘ. যুদ্ধ জাহাজের
- ক. একটি জীবনীগ্রন্থ
- খ. একটি উপন্যাস
- গ. একটি চলচ্চিত্র
- ঘ. একটি নাটক
72. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?
- ক. ৯ নং
- খ. ৪ নং
- গ. ৮ নং
- ঘ. ১১ নং
73. ১৭ এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস?
- ক. জাতীয় শিশু দিবস
- খ. বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তন দিবস
- গ. মুজিবনগর দিবস
- ঘ. ভোক্তা অধিকার দিবস
74. রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?
- ক. স্পিকার
- খ. প্রধানমন্ত্রী
- গ. এটর্নি জেনারেল
- ঘ. প্রধান বিচারপতি
75. বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত?
- ক. ধামরাই
- খ. সাভার
- গ. আশুলিয়া
- ঘ. কামরাঙ্গীর চর