অধাতু
- ক. নরম পদার্থ বলে
- খ. কঠিনতম পদার্থ বলে
- গ. ভঙ্গুর পদার্থ বলে
- ঘ. তরল পদার্থ বলে
উত্তরঃ কঠিনতম পদার্থ বলে
9. সোডিয়াম ধাতুর নিষ্কাশনে কিসের অ্যানোড ব্যবহৃত হয়?
- ক. গ্রাফাইট
- খ. কপার
- গ. ক্লোরিন
- ঘ. সোডিয়াম
উত্তরঃ গ্রাফাইট
- ক. কার্বন ডাই অক্সাইড
- খ. কার্বন মনোক্সাইড
- গ. নাইট্রোজেন
- ঘ. হাইড্রোজেন
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
- ক. হিমায়িত অক্সিজেনকে
- খ. হিমায়িত কার্বন মনোস্কাইডকে
- গ. ক্যালসিয়াম অক্সাইডকে
- ঘ. হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে
উত্তরঃ হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে
12. ‘ড্রাই আইস’ (Dry Ice) হলো-
- ক. কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড
- খ. কঠিন অবস্থায় সালফার ডাই অক্সাইড
- গ. শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
- ঘ. হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা
উত্তরঃ কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড
14. শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়?
- ক. অ্যামোনিয়া
- খ. কার্বন ডাই অক্সাইড
- গ. মিথেন
- ঘ. নাইট্রোজেন
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
15. কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়-
- ক. আগুন নেভাতে
- খ. রকেটে জ্বালানি হিসাবে
- গ. রেফ্রিজারেটরে
- ঘ. অ্যামোনিয়া তৈরিতে
উত্তরঃ আগুন নেভাতে
16. অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে-
- ক. তরল অ্যামোনিয়া
- খ. অক্সিজেন তরল আকারে
- গ. তরল নাইট্রোজেন
- ঘ. তরল কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ তরল কার্বন ডাই অক্সাইড
17. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে, অগ্নিতে-
- ক. নাইট্রোজেন সরবরাহ করে
- খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
- গ. হাইড্রোজেন সরবরাহ করে
- ঘ. প্রচুর পরিমান অক্সিজেন সরবরাহ করে
উত্তরঃ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
18. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
- ক. অক্সিজেন
- খ. হাইড্রোজেন
- গ. নাইট্রোজেন
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ হাইড্রোজেন
19. সমআয়তন হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইডের মিশ্রণকে কি বলা হয়?
- ক. থারমিট
- খ. ওয়াটার গ্যাস
- গ. নেসলার দ্রবণ
- ঘ. রাজাম্ল
উত্তরঃ ওয়াটার গ্যাস
20. ওয়াটার গ্যাসের উপাদানগুলো কি কি?
- ক. হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড
- খ. হাইড্রোজেন ও অক্সিজেন
- গ. হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইডের
- ঘ. হাইড্রোজেন ও নাইট্রোজেন
উত্তরঃ হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড
21. পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণ কে বলা হয়----
- ক. সোডা ওয়াটার
- খ. মিল্ক অব লাইম
- গ. ওয়াটার গ্যাস
- ঘ. মার্ক পারহাইড্রল
উত্তরঃ সোডা ওয়াটার
22. একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়,কারণ-
- ক. কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
- খ. পাত্রের ভিতর বায়ুশূণ্য হয়ে যায়
- গ. গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
- ঘ. গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
উত্তরঃ গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
23. দিয়াশলাইয়ের কাটির মাথায় কোনটি থাকে?
- ক. লোহিত ফসফরাস
- খ. শ্বেত ফসফরাস
- গ. কয়লা
- ঘ. ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ লোহিত ফসফরাস
24. দিয়ারশললাইয়ের বক্সের দু-ধারে কাগজের উপর যে বারুদ থাকে তা আসলে-
- ক. কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস
- খ. গ্রাফাইট
- গ. গন্ধক
- ঘ. হীরক
উত্তরঃ কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস
25. গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো-
- ক. কার্বন
- খ. কাঠ কয়লা
- গ. ফসফরাস পেন্টাক্সাইড
- ঘ. পিট কয়লা
উত্তরঃ ফসফরাস পেন্টাক্সাইড