অধাতু
26. কোয়ার্টস ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোনটি?
- ক. সিলিকা
- খ. সিলিকন
- গ. সিলিকেট
- ঘ. কার্বন
উত্তরঃ সিলিকা
29. ইটের মৌলিক উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটি বেশি পাওয়া যায়?/ ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে
- ক. চুন
- খ. সিলিকা
- গ. অ্যালুমিনা
- ঘ. আয়রন অক্সাইড
উত্তরঃ সিলিকা
30. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে
- ক. সোডিয়াম ও ম্যাগনেশিয়াম
- খ. আয়রন ও সিলিকা
- গ. সিলিকা ও অ্যালুমিনা
- ঘ. সোডিয়াম ও আয়রন
উত্তরঃ সিলিকা ও অ্যালুমিনা
31. সিমেন্টের মৌলিক উপাদানগুলোর মধ্যে কোন উপাদানটি বেশি পাওয়া যায়?
- ক. চুন
- খ. সিলিকা
- গ. অ্যালুমিনা
- ঘ. SiO3
উত্তরঃ চুন
32. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
- ক. ঘনত্ব বাড়ানোর জন্য
- খ. দ্রুত জমাট রোধ করার জন্য
- গ. ওজন বাড়ানোর জন্য
- ঘ. দ্রুত জমাট বৃদ্ধি করার জন্য
উত্তরঃ দ্রুত জমাট রোধ করার জন্য
- ক. একটি লবণ
- খ. একটি ক্ষার
- গ. একটি মিশ্রণ
- ঘ. একটি এসিড
উত্তরঃ একটি লবণ
- ক. কার্বন ডাই অক্সাইডের আধিক্যে
- খ. সালভার ডাই অক্সাইডের আধিক্যে
- গ. নাইট্রাস অক্সাইডের আধিক্যে
- ঘ. খ ও গ উভয়ই ঠিক
উত্তরঃ সালভার ডাই অক্সাইডের আধিক্যে
35. এসিড/অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি?
- ক. কার্বন ডাই অক্সাইড (Co2)
- খ. সালফার ডাই অক্সাইড (SO2)
- গ. নাইট্রোজেন মনোক্সাইড (NO)
- ঘ. নাইট্রাস অক্সাইড (N2O)
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
36. ওলিয়াম কাকে বলে?
- ক. গাঢ় সালফিউরিক এসিডকে
- খ. ধূমায়মান সালফিউরিক এসিডকে
- গ. মধ্যম গাঢ় সালফিউরিক এসিডকে
- ঘ. লঘু সালফিউরিক এসিডকে
উত্তরঃ ধূমায়মান সালফিউরিক এসিডকে
37. পচা ডিমের গন্ধের জন্য দায়ী
- ক. কার্বন মনোক্সাইড
- খ. কার্বন ডাই অক্সাইড
- গ. ক্যালসিয়াম সালফেট
- ঘ. হাইড্রোজেন সালফাইড
উত্তরঃ হাইড্রোজেন সালফাইড
38. কোন গ্যাসের রঙ লালচে বাদামী?
- ক. ক্লোরিন
- খ. ফ্লোরিন
- গ. সালফার ডাই অক্সাইড
- ঘ. নাইট্রোজেন ডাই অক্সাইড
উত্তরঃ নাইট্রোজেন ডাই অক্সাইড
40. স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
- ক. সাইট্রিক এসিড
- খ. নাইট্রিক এসিড
- গ. হাইড্রোক্লোরিক এসিড
- ঘ. টারটারিক এসিড
উত্তরঃ নাইট্রিক এসিড
41. ‘আকোয়া রেজিয়া’ বলতে বুঝায়---
- ক. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
- খ. কনসেনট্রেটেড নইট্রিক এসিড
- গ. কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এডিসের মিশ্রণ
- ঘ. কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
উত্তরঃ কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
42. জলজ শামুক, ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?
- ক. কার্বনেট
- খ. সালফেট
- গ. ফসফেট
- ঘ. নাইট্রেট
উত্তরঃ কার্বনেট
43. কোন এসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয়?
- ক. NHO3,HCL
- খ. H2SO4,HCL
- গ. H2SO4,NHO3
- ঘ. H2CO3,CH3COOH
উত্তরঃ NHO3,HCL
45. পানীয় জলে সচরাচর সবচেয়ে বেশী disinfectant (জীবাণু ধ্বংসকারক) ব্যবহার করা হয়-
- ক. ফিটকিরি
- খ. নাইট্রোজেন
- গ. চুন
- ঘ. ক্লোরিন
উত্তরঃ ক্লোরিন
46. পানিকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা যায়
- ক. ব্লিচিং পাউডার মিশিয়ে
- খ. অঙ্গার ও বালি স্তরের মধ্য দিয়ে
- গ. ফিটকিরি দ্বারা থিতিয়ে
- ঘ. পানিকে পরিস্রুত করে প্রবাহিত করে, ক্লোরিন মিশিয়ে
উত্তরঃ পানিকে পরিস্রুত করে প্রবাহিত করে, ক্লোরিন মিশিয়ে
47. পান করার পানির সাথে ক্লোরিন মেশানো হয়-
- ক. পানির পুষ্টি গুণ বৃদ্ধির জন্য
- খ. পানিকে সুস্বাদু করার জন্য
- গ. পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য
- ঘ. ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
উত্তরঃ ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
48. কলের পানিতে সাধারণত কোন রাসয়নিক উপাদান থাকে?
- ক. আয়োডিন
- খ. ক্লোরিন
- গ. ব্রোমিন
- ঘ. নাইট্রোজেন
উত্তরঃ ক্লোরিন