১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২
1. বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে?
- ক. মোগলয়েড
- খ. অস্ট্রালয়েড
- গ. ককেশয়েড
- ঘ. নিগ্রয়েড
2. . প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?
- ক. কনিষ্ক
- খ. শশাঙ্ক
- গ. ধর্মপাল
- ঘ. গোপাল
3. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. নুরুল আমিন
- খ. লিয়াকত আলী খান
- গ. মোহাম্মদ আলী
- ঘ. খাজা নাজীমউদ্দীন
4. বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে?
- ক. ৪টি
- খ. ৫টি
- গ. ৬টি
- ঘ. ৭টি
5. ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?
- ক. মওলানা আবদুল হামি সানী
- খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
- গ. হোসেন শহীদ্হসোরাওয়ার্দী
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
6. বাংলাদেশে VAT চালু হয় কত সালে?
- ক. ১লা জুলাই ১৯৮৯
- খ. ১লা জুলাই ১৯৯০
- গ. ১লা জুলাই ১৯৯১
- ঘ. ১লা জুলাই ১৯৯২
7. ভাষা শহিদদের স্মরণে 'জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটির ভাস্কর কে?
- ক. মৃণাল হক
- খ. শামীম শিকদার
- গ. হামিদুজ্জামান খান
- ঘ. নভেরা আহিমেদ
8. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান কত তারিখে শুরু হয়?
- ক. ১৭ই মার্চ ২০২০
- খ. ১৭ই মার্চ ২০১৯
- গ. ১৭ই মার্চ ২০২১
- ঘ. ১৭ই মার্চ ২০২২
9. বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ করেন। কোন দেশের প্রবাসীরা?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. সৌদি আরব
- ঘ. আরব আমিরাত
10. প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায়?
- ক. চীনের উহানে
- খ. চীনের সাংহাইতে
- গ. ইতালির লোম্বার্জিতে
- ঘ. চীনের বেহি
11. বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি?
- ক. ৫২টি
- খ. ৫৪টি
- গ. ৫৭টি
- ঘ. ৫৮টি
- ক. ১৯৪৭
- খ. ১৯৪৯
- গ. ১৯৫০
- ঘ. ১৯৪৮
13. পাটের জিনোম কে আবিষ্কার করেন?
- ক. জগদীশ চন্দ্র বসু
- খ. ড. কুদরত-ই-খুদা
- গ. লিউয়েন হুক
- ঘ. ড. মাকসুদুল আলম
14. বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় কত সালে?
- ক. ২০১০ সালে
- খ. ২০১৩ সালে
- গ. ২০১৫ সালে
- ঘ. ২০১৭ সালে
15. 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন আন্দোলনের স্লোগান?
- ক. ভাষা আন্দোলন
- খ. শিক্ষা আন্দোলন
- গ. গণনাট্য আন্দোলন
- ঘ. বুদ্ধির মুক্তি আন্দোলন
- ক. Successful Development Goals
- খ. Successive Developmental Goals
- গ. Sustainable Development Goals
- ঘ. Sustantial Developmental Goals
17. ২০২১ সালে অস্কার পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো-
- ক. প্যারাসাইট
- খ. নোমাডল্যান্ড
- গ. মিনারি
- ঘ. ম্যারেজ স্টোরি
18. কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়?
- ক. মরক্কো
- খ. লিবিয়া
- গ. তিউনিসিয়া
- ঘ. ইয়েমেন
19. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি কার?
- ক. সাকিব আল হাসান
- খ. তামিম ইকবাল
- গ. মোহাম্মদ আশরাফুল
- ঘ. লিটন দাস
20. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ৮ মার্চ
- খ. ১০ এপ্রিল
- গ. ৫ জুন
- ঘ. ১০ ডিসেম্বর
22. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
- ক. সংক্ষেপণ
- খ. ভাবের বিনিময়
- গ. বিশেষভাবে বিশ্লেষণ
- ঘ. মিলন
23. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
- ক. বচন
- খ. লিঙ্গ
- গ. বাক্য
- ঘ. বাগর্থ
25. 'লোকটি ধনী কিন্তু কৃপণ'—কোন ধরনের বাক্য?
- ক. জটিল
- খ. যৌগিক
- গ. সরল
- ঘ. মিশ্র