১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২

26. কোন বানানটি শুদ্ধ?

  • ক. রূপায়ন
  • খ. রূপায়ণ
  • গ. রুপায়ন
  • ঘ. রুপায়ণ

27. চলিত রীতির প্রবর্তক কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

28. যারে দেখতে নারি তার চলন বাঁকা।

  • ক. Faults are unfair where love is fair.
  • খ. Faults are thick where love is thin.
  • গ. Faults are counted where there is no love.
  • ঘ. Faults are many where love is little.

29. 'পার হইয়া'-এর চলিতরূপ কোনটি?

  • ক. পার হয়ে
  • খ. পার হইয়ে
  • গ. পারি হয়ে
  • ঘ. পারিয়া

30. Early rising is beneficial to health—এর সঠিকঅনুবাদ কোনটি?

  • ক. যারা সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে
  • খ. সকালে ওঠা স্বাস্থ্যবান ও প্রফুল্লতা দেয়।
  • গ. সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো।
  • ঘ. সকালে জাগলে চমৎকার স্বাস্থ্য হয়

31. Ad-hoc এর অর্থ কি?

  • ক. তদর্থক
  • খ. অস্থায়ী
  • গ. শপথপত্র
  • ঘ. ক ও খ উভয়ই

32. সন্ধির প্রধান সুবিধা?

  • ক. পড়ার সুবিধা
  • খ. লেখার সুবিধা
  • গ. উচ্চারণের সুবিধা
  • ঘ. শোনার সুবিধা

34. "ব্যর্থ" শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  • ক. ব্য + অর্থ
  • খ. বি + অর্থ
  • গ. ব্যা + অর্থ
  • ঘ. ব + অর্থ

35. সমাস শব্দের অর্থ কী?

  • ক. সংক্ষেপণ
  • খ. সমন্বয়
  • গ. দুর্বোধ্য
  • ঘ. ভাষান্তরকরণ

36. 'চির অশান্তি' অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত?

  • ক. ভরাডুবি
  • খ. রাবণের চিতা
  • গ. জগদ্দল পাথর
  • ঘ. ঢাকের ভায়া

37. ‘গদাই লস্করি চাল' বাগধারাটির অর্থ কী?

  • ক. তুচ্ছ পদার্থ
  • খ. আলসেমি
  • গ. অন্ধ অনুকরণ
  • ঘ. তুমুল কাণ্ড

38. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে সপ্তমী
  • খ. কর্তৃকারকে সপ্তমী
  • গ. অপাদানে সপ্তমী
  • ঘ. অধিকরণে সপ্তমী

39. 'অহঙ্কার পতনের মূল' বাক্যে 'অহঙ্কার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

40. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুমূর্ষু
  • খ. মুমুষু
  • গ. মুমূর্ষু
  • ঘ. মুমুর্ষূ

42. তুমি কি জানো সে কোথায় থাকে?

  • ক. Do you know where does he live?
  • খ. Do you know where does he lives?
  • গ. Do you know where he lives?
  • ঘ. Do you know where he live?

43. আজ বৃষ্টি হতে পারে?

  • ক. Today will rain.
  • খ. It should be raining today.
  • গ. It may rain today.
  • ঘ. Today is raining.

44. What is the antonym of ‘transparent’? 

  • ক. Transform
  • খ. Lubricant
  • গ. Pure
  • ঘ. Hazy

45. The synonym of 'Prestige' is- 

  • ক. status
  • খ. state
  • গ. prestigious
  • ঘ. static

46. What is the antonym of ‘antagonistic’?   

  • ক. Unfriendly
  • খ. Hostile
  • গ. Friendly
  • ঘ. Trivial

47. What is the adjective of 'Laud'?   

  • ক. Laudable
  • খ. Laudful
  • গ. Laudy
  • ঘ. Lauded

48. What is the verb form of 'Popularity'?   

  • ক. Popular
  • খ. Popularly
  • গ. Population
  • ঘ. Popularize

49. The noun form of 'blind' is-

  • ক. blind
  • খ. blindness
  • গ. blindly
  • ঘ. blindy

50. I will not go out if it-- 

  • ক. rain
  • খ. is raining
  • গ. would be raining
  • ঘ. rains


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics