কারক
1. ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ -এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. কর্ম কারকে শূণ্য
 - খ. সম্প্রদানে সপ্তমী
 - গ. অধিকরণে শূণ্য
 - ঘ. কর্তৃ কারকে শূণ্য
 
উত্তরঃ কর্ম কারকে শূণ্য
2. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস।- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক. কর্তৃকারকে সপ্তমী
 - খ. কর্মকারকে সপ্তমী
 - গ. অপাদানে সপ্তমী
 - ঘ. অধিকরণে সপ্তমী
 
উত্তরঃ অধিকরণে সপ্তমী
3. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক. ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
 - খ. কাজের পরিচয় ফলে বোঝা যায়
 - গ. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
 - ঘ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
 
উত্তরঃ আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
4. ‘কলসটি কানায় কানায় পূর্ণ’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে সপ্তমী
 - খ. স্থানাধিকরণে সপ্তমী
 - গ. ভাবাধিকরণে সপ্তমী
 - ঘ. কালাধিকরণে সপ্তমী
 
উত্তরঃ ভাবাধিকরণে সপ্তমী
5. ‘তিলে তৈল হয়’ -‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মকারকে ৭মী
 - খ. অপাদান কারকে ৭মী
 - গ. করণ কারকে ৭মী
 - ঘ. অধিকরণ কারকে ৭মী
 
উত্তরঃ অপাদান কারকে ৭মী
6. বেলা ডে পড়ে এলা জলকেচল। কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৭মী
 - খ. নিমিত্তার্থে ৪র্থী
 - গ. কর্মে ২য়া
 - ঘ. সম্প্রদানে ৪র্থী
 
উত্তরঃ নিমিত্তার্থে ৪র্থী
7. ‘পাপে বিরত থাকো’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণ কারকে ৭মী
 - খ. অপাদান কারকে ৭মী
 - গ. অধিকরণ কারকে ৭মী
 - ঘ. কর্ম কারকে ৭মী
 
উত্তরঃ অপাদান কারকে ৭মী
8. ‘পড়ায় আমার মন বসে না’ এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্ম কারকে ৭মী
 - খ. অধিকরন কারকে ৭মী
 - গ. অপাদান কারকে ৭মী
 - ঘ. করণ কারকে ৭মী
 
উত্তরঃ কর্ম কারকে ৭মী
10. ‘আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে’? - ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
 - খ. কর্মে ৭মী
 - গ. করণে ৭মী
 - ঘ. অপাদানে ৭মী
 
উত্তরঃ অপাদানে ৭মী
11. উদ্যম বিহনে কার পুরে মনোরথ - এখানে ‘উদ্যম বিহনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ৭মী
 - খ. অধিকরণে ৭মী
 - গ. অপাদানে ৭মী
 - ঘ. কর্মে ৭মী
 
উত্তরঃ অধিকরণে ৭মী
12. ‘বুলবুলিতে ধান খেয়েছি’ - এই বাক্যে ‘বুলবুলিত ‘ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
 - খ. করণে সপ্তমী
 - গ. অধিকরণে সপ্তমী
 - ঘ. কর্তায় সপ্তমী
 
উত্তরঃ কর্তায় সপ্তমী
13. ‘পাপে বিরত থাকো’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
 - খ. করণ কারকে সপ্তমী বিভক্তি
 - গ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
 - ঘ. কর্ম কারকে সপ্তমী বিভক্তি
 
উত্তরঃ অপাদান কারকে সপ্তমী বিভক্তি
14. ‘ডাক্তার ডাক’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি
 - খ. কর্ম কারকে শূন্য বিভক্তি
 - গ. করণ কারকে শূন্য বিভক্তি
 - ঘ. কর্তৃকারকে শূন্য বিভক্তি
 
উত্তরঃ কর্ম কারকে শূন্য বিভক্তি
15. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৭মী
 - খ. করণে ৭মী
 - গ. অপাদানে ৭মী
 - ঘ. অধিকরণে ৭মী
 
উত্তরঃ করণে ৭মী
16. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ - এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
 - খ. কর্তৃকারকে ৭মী
 - গ. অপাদানে ৭মী
 - ঘ. কর্মে ৭মী
 
উত্তরঃ অপাদানে ৭মী
17. ‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?
- ক. ভাবাধিকরণ
 - খ. ঐকদেশিক অধিকরণ
 - গ. কালাধিরণ
 - ঘ. বৈষয়িক
 
উত্তরঃ ঐকদেশিক অধিকরণ
18. ‘জিজ্ঞাসিব জনে জনে’ - এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ৭মী
 - খ. কর্মে ৭মী
 - গ. অপাদানে ৭মী
 - ঘ. অধিকরণে ৭মী
 
উত্তরঃ কর্মে ৭মী
19. ‘ভিখারিকে ভিক্ষা দাও’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৪র্থী
 - খ. করণে ৪র্থী
 - গ. সম্প্রদানে ৪র্থী
 - ঘ. অপাদানে ৪র্থী
 
উত্তরঃ সম্প্রদানে ৪র্থী
20. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে ‘ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৭মী
 - খ. করণে ৭মী
 - গ. অপাদানে ৭মী
 - ঘ. অধিকরণে ৭মী
 
উত্তরঃ করণে ৭মী
21. ‘হৃদয় আমার নাচেরে আজিকে’। - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে ৭মী
 - খ. অধিকরণে ২য়া
 - গ. কর্মে ষষ্ঠী
 - ঘ. করণে ২য়া
 
উত্তরঃ অধিকরণে ২য়া
22. ‘পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে’ - বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তৃকারকে ৭মী
 - খ. কর্মকারকে শূন্য
 - গ. কর্তৃকারকে শূন্য
 - ঘ. করণ কারকে শূন্য
 
উত্তরঃ কর্মকারকে শূন্য
23. ‘সব ঝিনুকে মুক্তা মেলে না’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অপাদানে সপ্তমী
 - খ. কর্তায় দ্বিতীয়া
 - গ. অধিকরণে সপ্তমী
 - ঘ. কর্মে দ্বিতীয়া
 
উত্তরঃ অপাদানে সপ্তমী
24. ‘রাজার দুয়ারে হাতি বাধাঁ’ দুয়ারে পদটি কোন কারক?
- ক. অপাদান
 - খ. অধিকরণ
 - গ. সম্প্রদান
 - ঘ. করণ
 
উত্তরঃ অধিকরণ
25. কারক ও বিভক্তি নির্ণয় করুন। ঘোড়াকে চাবুক মার -
- ক. কর্তৃকারকে ৩য়
 - খ. কর্তৃকারকে শূন্য
 - গ. করণে শূন্য
 - ঘ. করণে ৩য়া
 
উত্তরঃ করণে শূন্য