কারক

76. অর্থ অনর্থ ঘটায়। এর কারক ও বিভক্তি কী?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে ২য়া
  • গ. অপাদানে ২য়া
  • ঘ. কর্তায় শূন্য

উত্তরঃ কর্তায় শূন্য

বিস্তারিত

77. মেঘে বৃষ্টি হয়- কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে ৭মী
  • খ. অপাদানে ৭মী
  • গ. করণে ৭মী
  • ঘ. কর্মে ৭মী

উত্তরঃ অপাদানে ৭মী

বিস্তারিত

79. কারক কয় প্রকার ?

  • ক. ৪ প্রকার
  • খ. ৬ প্রকার
  • গ. ৫ প্রকার
  • ঘ. ৭ প্রকার

উত্তরঃ ৬ প্রকার

বিস্তারিত

80. ‘কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা’- এখানে ‘কাব্য’ এর কারক বিভক্তি কোনটি?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অধিকরণে শূন্য
  • ঘ. কর্তায় শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

81. ‘কাননে কুসুম সকলি ফুটিল’ - বাক্যে ‘কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে প্রথমা
  • খ. কর্তায় শূন্য
  • গ. কর্মে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

82. ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

83. 'গরুতে দুধ দেয়' বাক্যে 'গরুতে' কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে সপ্তমী
  • খ. কর্তৃকারকে সপ্তমী
  • গ. অপাদানে সপ্তমী
  • ঘ. অধিকরণে সপ্তমী

উত্তরঃ কর্তৃকারকে সপ্তমী

বিস্তারিত

84. 'অহঙ্কার পতনের মূল' বাক্যে 'অহঙ্কার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. অপাদানে শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ করণে শূন্য

বিস্তারিত

85. পড়াশোনায় মন দাও' বাক্যে ‘পড়াশোনায়' শব্দটি কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

86. এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম”- বাক্যটিতে ‘স্বাধীনতার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ষষ্ঠী
  • খ. নিমিত্তার্থে ষষ্ঠী
  • গ. করণে ষষ্ঠী
  • ঘ. সম্প্রদানে ষষ্ঠী

উত্তরঃ নিমিত্তার্থে ষষ্ঠী

বিস্তারিত

87. ‘অন্ধজনে দেহ আলো।’___ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্মে ৭মী
  • খ. কর্মে ২য়া
  • গ. সম্প্রদানে ৭মী
  • ঘ. সম্প্রদানে ৪র্থী

উত্তরঃ সম্প্রদানে ৭মী

বিস্তারিত

88. জল পড়ে , পাতা নড়ে___ ‘জল’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্তায় শূন্য
  • খ. অপাদানে শূন্য
  • গ. কর্মে শূন্য
  • ঘ. করণে শূন্য

উত্তরঃ কর্তায় শূন্য

বিস্তারিত

89. ফুলে ফুলে ঘর ভরেছে । ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি ?

  • ক. কর্ম কারকে সপ্তমী বিভক্তি
  • খ. অপাদান কারকে সপ্তমী বিভক্তি
  • গ. করণ কারকে সপ্তমী বিভক্তি
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

উত্তরঃ করণ কারকে সপ্তমী বিভক্তি

বিস্তারিত

90. আমি ঢাকা যাব; ‘ঢাকা’ কোন কারক?

  • ক. কর্তৃ
  • খ. কর্ম
  • গ. করণ
  • ঘ. অধিকরণ

উত্তরঃ অধিকরণ

বিস্তারিত

91. দয়া কর- কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে সপ্তমী
  • খ. কর্তায় সপ্তমী
  • গ. কর্মে শূন্য
  • ঘ. সম্প্রদানে সপ্তমী

উত্তরঃ সম্প্রদানে সপ্তমী

বিস্তারিত

93. "আজকে" নগদ কালকে ধার ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ২য়া
  • খ. অধিকরণে ২য়া
  • গ. কর্মে শূন্য
  • ঘ. করণে ২য়া

উত্তরঃ অধিকরণে ২য়া

বিস্তারিত

94. "প্রভাতে"উদিল রবি লোহিত বরণ ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে ৭মী
  • খ. অপাদানে ৭মী
  • গ. করণে ৩য়া
  • ঘ. কর্তায় ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

95. "টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে সপ্তমী
  • খ. করণ কারকে সপ্তমী
  • গ. অধিকরণ কারকে সপ্তমী
  • ঘ. অপাদান কারকে সপ্তমী

উত্তরঃ করণ কারকে সপ্তমী

বিস্তারিত

96. খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে শূন্য
  • খ. অধিকরণে শূন্য
  • গ. কর্মে শূন্য
  • ঘ. অপাদানে শূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

97. "ব্যায়ামে" শরীর ভাল থাকে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

উত্তরঃ করণে ৭মী

বিস্তারিত

98. ”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. করণে ৭মী
  • ঘ. অপাদানে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

99. বজ্রে তোমার বাজে বাঁশী? কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. অপাদানে ৭মী
  • গ. অধিকরণে ৭মী
  • ঘ. করণে ১মা

উত্তরঃ অপাদানে ৭মী

বিস্তারিত

100. ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. পাদানে শূন্য
  • ঘ. অধিকরণে মূন্য

উত্তরঃ কর্মে শূন্য

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects