কারক

26. ‘জিজ্ঞাসিব জনে জেনে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অধিকরণে ৭মী
  • খ. কর্মে ৭মী
  • গ. করণে ৭মী
  • ঘ. অপাদানে ৭মী

উত্তরঃ কর্মে ৭মী

বিস্তারিত

27. এক থালাতে খাব মোরা’ কোন কারকে কোন বিভক্তি :

  • ক. অধিকরণে ৭মী
  • খ. কর্মে ১মা
  • গ. করণে ৭মী
  • ঘ. অপাদানে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

28. ‘ছেলেটি অঙ্কে কাঁচা’ এ বাক্যে ‘অঙ্ক’ কোন কারক?

  • ক. অধিকরণ
  • খ. করণ
  • গ. সম্প্রদান
  • ঘ. অপাদান

উত্তরঃ অধিকরণ

বিস্তারিত

29. ফুলে ফুলে ভরেছে বাসর’ কোন কারকে কোন বিভক্তি :

  • ক. অধিকরণে ৭মী
  • খ. অপাদানে ৭মী
  • গ. কর্মে ৭মী
  • ঘ. করণে ৭মী

উত্তরঃ করণে ৭মী

বিস্তারিত

30. ‘সর্বজনে দয়া কর’ - এখানে ‘সর্বজনে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে ৭মী
  • খ. কর্মকারকে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. সম্প্রদানে ৭মী

উত্তরঃ সম্প্রদানে ৭মী

বিস্তারিত

31. ‘বিপদে’ মোরে রক্ষা করো’ চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি কী?

  • ক. অধিকরণে ৭মী
  • খ. অপাদানে ৭মী
  • গ. কর্তৃকারকে ৭মী
  • ঘ. করণে ৭মী

উত্তরঃ অপাদানে ৭মী

বিস্তারিত

32. ‘গাছ হতে ফলটি পড়ল’ - কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৬ষ্ঠী
  • খ. করণে ৯মী
  • গ. অপাদানে ৫মী
  • ঘ. কর্মে ২য়া

উত্তরঃ অপাদানে ৫মী

বিস্তারিত

33. ‘টাকায় টাকা আনে’ - এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৭মী
  • খ. কর্তৃকারকে ৭মী
  • গ. করণকারকে ৭মী
  • ঘ. কর্মকারকে ৭মী

উত্তরঃ করণকারকে ৭মী

বিস্তারিত

34. কোনটি অপাদান কারক?

  • ক. গৃহহীনে গৃহ দাও
  • খ. জিজ্ঞাসিব জনে জনে
  • গ. ট্রেন স্টেশন ছেড়েছে
  • ঘ. বনে বাঘ আছে

উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে

বিস্তারিত

35. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে?

  • ক. বিভক্তি
  • খ. কারক
  • গ. প্রত্যয়
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ কারক

বিস্তারিত

36. ‘গাড়ি স্টেশন ছাড়ে’ এখানে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তাকারকে শূণ্য
  • খ. কর্মকারকে শূণ্য
  • গ. অপাদানে শূণ্য
  • ঘ. অধিকরণে শূণ্য

উত্তরঃ অপাদানে শূণ্য

বিস্তারিত

37. কোনটি অপাদান কারক?

  • ক. গুহহীনে গৃহ দাও
  • খ. জিজ্ঞাসিব জনে জনে
  • গ. ট্রেন স্টেশন ছেড়েছে
  • ঘ. বনে বাঘ আছে

উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে

বিস্তারিত

38. ‘রাতে তারা দেখা যায়’ - এ বাক্যে ‘রাতে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৭মী
  • খ. কর্তায় ৭মী
  • গ. অধিকরণে ৭মী
  • ঘ. কর্মে ৭মী

উত্তরঃ অধিকরণে ৭মী

বিস্তারিত

39. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে?

  • ক. আমি ঢাকা যাচ্ছি
  • খ. তারা বল খেলে
  • গ. গাড়ি স্টেশন ছাড়ে
  • ঘ. ডাক্তার ডাক

উত্তরঃ ডাক্তার ডাক

বিস্তারিত

40. ‘ব্যায়ামে শরীর ভাল হয়’ - বাক্যে ব্যায়ামে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মকারকে সপ্তমী
  • খ. করণ কারকে সপ্তমী
  • গ. অপাদান কারকে সপ্তমী
  • ঘ. অধিকরণ কারকে সপ্তমী

উত্তরঃ করণ কারকে সপ্তমী

বিস্তারিত

41. সম্বন্ধ পদে কোন বিভক্তি ‍যুক্ত হয়?

  • ক. কে, রে
  • খ. প্রথমা, শূন্য
  • গ. র, এর
  • ঘ. এ, তে

উত্তরঃ র, এর

বিস্তারিত

42. ‘পুকুরে মাছ আছে’ - এখানে ‘পুকুর’ কোন অধিকরণ কারক?

  • ক. বৈষয়িক অধিকরণ
  • খ. ভাবাধিকরণ
  • গ. অভিব্যাপক অধিকরণ
  • ঘ. ঐকদেশিক অধিকরণ

উত্তরঃ ঐকদেশিক অধিকরণ

বিস্তারিত

43. ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?

  • ক. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
  • খ. একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
  • গ. চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
  • ঘ. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ

উত্তরঃ চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়

বিস্তারিত

44. ‘তিলে তৈল হয়’ বাক্যে ‘তিলে’ কোন কারক?

  • ক. কর্ম কারক
  • খ. করণ কারক
  • গ. অপাদান কারক
  • ঘ. অধিকরণ কারক

উত্তরঃ অপাদান কারক

বিস্তারিত

45. ‘রেলগাড়িটি স্টেশন ছেড়েছে’ বাক্যে ‘স্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে শূন্য
  • খ. করণে শূন্য
  • গ. কর্তায় শূন্য
  • ঘ. অধিকরণে শূন্য

উত্তরঃ অপাদানে শূন্য

বিস্তারিত

46. ‘বাবাকে বড্ড ভয় পাই’ - এখানে ‘বাবাকে’ শব্দটি কোন কারক ও বিভক্তি?

  • ক. কর্মে ২য়া
  • খ. অপাদানে ২য়া
  • গ. কর্মে ৪র্থী
  • ঘ. অপাদানে ৫মী

উত্তরঃ অপাদানে ২য়া

বিস্তারিত

48. ‘তিনি বাড়ি নেই’ - কোন কারক?

  • ক. অধিকরণে শূন্য
  • খ. অধিকরণে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. কর্মে শূন্য

উত্তরঃ অধিকরণে শূন্য

বিস্তারিত

49. ‘নৌকায় নদী পার হলাম’ - নৌকায় কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ৭মী
  • খ. করণে ৭মী
  • গ. অধিকরণে ৫মী
  • ঘ. সম্প্রদানে ৪র্থী

উত্তরঃ করণে ৭মী

বিস্তারিত

50. ‘টাকায় টাকা আনে’ - এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তৃকারকে ৭মী
  • খ. কর্মকারকে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. করণ কারকে ৭মী

উত্তরঃ কর্তৃকারকে ৭মী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects