কারক
51. ‘আকাশে চাঁদ উঠেছে’ এখানে ‘আকাশ’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে ষষ্ঠী
- খ. কর্মে শূন্য
- গ. অধিকরণে সপ্তমী
- ঘ. সম্প্রদানে চতুর্থী
উত্তরঃ অধিকরণে সপ্তমী
52. ‘ইট-পাথরের দালান’ এখানে ‘ইট-পাথরের’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
- খ. কর্তৃকারকে ষষ্ঠী
- গ. করণে ষষ্ঠী
- ঘ. করণে সপ্তমী
উত্তরঃ করণে ষষ্ঠী
53. ভাইয়ে ভাইয়ে বেশ মিল - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ১মা
- খ. কর্তায় ২য়া
- গ. কর্তায় ৭মী
- ঘ. কর্মে ২য়া
উত্তরঃ কর্তায় ৭মী
54. ধন হইতে সুখ হয় না। এখানে ধন হইতে কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৫মী
- খ. করণে ৩য়া
- গ. অপাদানে ৫মী
- ঘ. কর্মে ৩য়া
উত্তরঃ অপাদানে ৫মী
55. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?
- ক. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক
- খ. ভিক্ষা দাও দুয়ারে ভিক্ষুক
- গ. ভিক্ষুককে ভিক্ষা দাও
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ভিক্ষুককে ভিক্ষা দাও
56. সাপের হাসিবেদেয় চেনে। রেখা চিহ্নিত শব্দটির কারক নির্ণয় করুন?
- ক. কর্মকারক
- খ. কর্তৃকারক
- গ. করণকারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ কর্তৃকারক
57. কারক কত প্রকার?
- ক. ৫ (পাঁচ) প্রকার
- খ. ৬ (ছয়) প্রকার
- গ. ৩ (তিন) প্রকার
- ঘ. ৭ (সাত) প্রকার
উত্তরঃ ৬ (ছয়) প্রকার
58. নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ‘রাস্তা’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
- ক. কর্মে শূন্য
- খ. অপাদানে শূন্য
- গ. সম্প্রদানে শূন্য
- ঘ. করণে শূন্য
উত্তরঃ করণে শূন্য
59. অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
- ক. অর্থ অনর্থ ঘটায়
- খ. এ মেঘে বৃষ্টি হয় না
- গ. বাবাকে বড্ড ভয় পাই
- ঘ. পাপে বিরত হও
উত্তরঃ বাবাকে বড্ড ভয় পাই
60. ‘সারা রাত বৃষ্টি হয়েছে ‘ বাক্যটির কারক চিহ্নিত কর?
- ক. অপাদান কারক
- খ. অধিকরণ কারক
- গ. কর্তৃকারক
- ঘ. করণ কার
উত্তরঃ অধিকরণ কারক
61. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
- ক. প্রাতিপাদিক
- খ. সাধিত শব্দ
- গ. প্রকৃতি
- ঘ. প্রত্যয়
উত্তরঃ প্রাতিপাদিক
63. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।’ - বাক্যটিতে ‘চিনিপাতা’ কোন কারক?
- ক. কর্মকারক
- খ. অধিকরণ কারক
- গ. করণ কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ করণ কারক
67. ফুলদল দিয়া কাটিলা কি বিধি শাল্মলী তরুবরে? - এখানে কর্মকারক কোনটি?
- ক. ফুলদল
- খ. বিধি
- গ. কাটিলা
- ঘ. তরুবরে
উত্তরঃ তরুবরে
68. বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি?
- ক. বচনচিহ্ন
- খ. উপসর্গ
- গ. অনুসর্গ
- ঘ. নির্দেশক
উত্তরঃ অনুসর্গ
69. ‘বগুড়রার চিনিপাতা দই সুস্বাদু।’ - বাক্যটিতে ‘চিনিপাতা’ কোন কারক?
- ক. কর্মকারক
- খ. অধিকরণ কারক
- গ. কারণ কারক
- ঘ. অপাদান কারক
উত্তরঃ কারণ কারক
70. কারক ও বিভক্তি নির্ণয় করুন: কাননে কুসুমকলি সকলি ফুটিল।
- ক. কর্তায় শূন্য
- খ. কর্মে শূন্য
- গ. করণে দ্বিতীয়া
- ঘ. অপাদানে দ্বিতীয়া
উত্তরঃ কর্মে শূন্য
71. ‘প্রিয়জনে যাহা দিতে চাই তাই দেই দেবতারে কারক ও বিভক্তি নির্ণয় করুন
- ক. কর্তায় সপ্তমী
- খ. কর্মে সপ্তমী
- গ. সম্প্রদানে ষষ্ঠী
- ঘ. অপাদানে ষষ্ঠী
উত্তরঃ সম্প্রদানে ষষ্ঠী
72. কারক ও বিভক্তি নির্ণয় কর : পাপে বিরত হও।
- ক. কর্মে ৭মী
- খ. করণে ৫মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. অধিকরণে ৫মী
উত্তরঃ অপাদানে ৭মী
73. আকাশে চাঁদ উঠেছে - কোন কারক?
- ক. কর্মকারক
- খ. করণ কারক
- গ. অপাদান কারক
- ঘ. অধিকরণ কারক
উত্তরঃ অধিকরণ কারক
74. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কী বলে?
- ক. বিভক্তি
- খ. কারক
- গ. প্রত্যয়
- ঘ. উপসর্গ
উত্তরঃ কারক
75. তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে সপ্তমী
- খ. কর্মে দ্বিতীয়া
- গ. অপাদানে সপ্তমী
- ঘ. করণে সপ্তমী
উত্তরঃ করণে সপ্তমী