ধ্বনি

1. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

  • ক. তৃতীয় বর্ণ
  • খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
  • গ. প্রথম ও দ্বিতীয় বর্ণ
  • ঘ. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

বিস্তারিত

2. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?

  • ক. ৭টি
  • খ. ১১টি
  • গ. ৯টি
  • ঘ. ১৩টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

3. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?

  • ক. প্রাতিপদিক
  • খ. অপিনিহিতি
  • গ. অভিশ্রুতি
  • ঘ. ধ্বনি-বিপর্যয়

উত্তরঃ প্রাতিপদিক

বিস্তারিত

4. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. বর্ণ
  • খ. শব্দ
  • গ. অক্ষর
  • ঘ. ধ্বনি

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

6. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • ক. রূপতত্ত্ব
  • খ. ধ্বনিতত্ত্ব
  • গ. পদক্রম
  • ঘ. বাক্য প্রকরণ

উত্তরঃ ধ্বনিতত্ত্ব

বিস্তারিত

7. কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?

  • ক. খ,ঝ
  • খ. ক,খ
  • গ. ত,দ
  • ঘ. চ,জ

উত্তরঃ খ,ঝ

বিস্তারিত

8. কোনটি মূল ধ্বনি নয়?

  • ক. উ
  • খ. অ
  • গ. এ
  • ঘ. ঔ

উত্তরঃ

বিস্তারিত

9. বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা -

  • ক. ছয়
  • খ. সাত
  • গ. নয়
  • ঘ. দশ

উত্তরঃ সাত

বিস্তারিত

10. বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?

  • ক. ২৩টি
  • খ. ২৪টি
  • গ. ২৫টি
  • ঘ. ২৬টি

উত্তরঃ ২৫টি

বিস্তারিত

11. কোন দুটি যৌগিক বর্ণ?

  • ক. এ, ঐ
  • খ. ই, ঔ
  • গ. ঐ, ঔ
  • ঘ. ও, ঐ

উত্তরঃ ঐ, ঔ

বিস্তারিত

12. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে -

  • ক. ষ + ণ
  • খ. ষ্ + ঞ
  • গ. য্ + ঞ
  • ঘ. ষ্ + জ

উত্তরঃ ষ + ণ

বিস্তারিত

13. কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?

  • ক. চ ছ জ ঝ
  • খ. প ফ ব ভ
  • গ. ত থ দ ধ
  • ঘ. য র ল শ

উত্তরঃ প ফ ব ভ

বিস্তারিত

14. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

  • ক. ফলা
  • খ. কার
  • গ. ধ্বনি
  • ঘ. অক্ষর

উত্তরঃ কার

বিস্তারিত

16. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. রূপমূল
  • খ. ধ্বনি
  • গ. শব্দ
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

20. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি?

  • ক. কলিকাতা কমলালয়
  • খ. প্রবাবতী সম্ভাষণ
  • গ. বত্রিশ সিংহাসন
  • ঘ. গৌড়ীয় ব্যাকরণ

উত্তরঃ প্রবাবতী সম্ভাষণ

বিস্তারিত

21. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

  • ক. বর্ণ
  • খ. শব্দ
  • গ. অক্ষর
  • ঘ. ধ্বনি

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

22. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?

  • ক. ১১টি
  • খ. ৭টি
  • গ. ১২টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

24. উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?

  • ক. ৫ ভাগে
  • খ. ৬ ভাগে
  • গ. ৭ ভাগে
  • ঘ. ৮ ভাগে

উত্তরঃ ৫ ভাগে

বিস্তারিত

25. বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ কয়টি?

  • ক. ১টি
  • খ. ২টি
  • গ. ৩টি
  • ঘ. ৪টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects