ধ্বনি
1. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
- ক. তৃতীয় বর্ণ
 - খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
 - গ. প্রথম ও দ্বিতীয় বর্ণ
 - ঘ. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
 
উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
3. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
- ক. প্রাতিপদিক
 - খ. অপিনিহিতি
 - গ. অভিশ্রুতি
 - ঘ. ধ্বনি-বিপর্যয়
 
উত্তরঃ প্রাতিপদিক
6. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক. রূপতত্ত্ব
 - খ. ধ্বনিতত্ত্ব
 - গ. পদক্রম
 - ঘ. বাক্য প্রকরণ
 
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
15. ‘ষ্ণ’ সংযুক্ত ব্যঞ্জন বর্ণটি কীভাবে গঠিত হয়েছে?
- ক. ষ + ঞ
 - খ. ষ্ + ঞ
 - গ. ষ + ণ
 - ঘ. ষ্ + ম
 
উত্তরঃ ষ + ণ
20. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনখানি?
- ক. কলিকাতা কমলালয়
 - খ. প্রবাবতী সম্ভাষণ
 - গ. বত্রিশ সিংহাসন
 - ঘ. গৌড়ীয় ব্যাকরণ
 
উত্তরঃ প্রবাবতী সম্ভাষণ
24. উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলো কত ভাগে বিভক্ত?
- ক. ৫ ভাগে
 - খ. ৬ ভাগে
 - গ. ৭ ভাগে
 - ঘ. ৮ ভাগে
 
উত্তরঃ ৫ ভাগে
There are no comments yet.