ধ্বনি
76. ক ধ্বনিকে 'ক' অক্ষর বলতে চাইলে তার সাথে কি যোগ করতে হয় ?
- ক. স্বরধ্বনি
- খ. হসচিহ্ন
- গ. অ-ধ্বনি
- ঘ. আ-ধ্বনি
উত্তরঃ অ-ধ্বনি
77. যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় ?
- ক. স্বরবর্ণ
- খ. ব্যঞ্জনবর্ণ
- গ. কন্ঠধ্বনি
- ঘ. স্বরধ্বনি
উত্তরঃ স্বরবর্ণ
78. অনেকে য, র, ল এর পরে আরো একটি ব্যঞ্জনবর্ণের উল্লেখ করে থাকেন। এ বর্ণটি কি ?
- ক. ম
- খ. ব
- গ. প
- ঘ. ড
উত্তরঃ ব
79. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?
- ক. অঘোষধ্বনি
- খ. ঘোষধ্বনি
- গ. মহাপ্রাণ ধ্বনি
- ঘ. অল্পপ্রাণ ধ্বনি
উত্তরঃ অঘোষধ্বনি
80. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনি সৃষ্টি হয় ?
- ক. অ + ঈ
- খ. এ + ই
- গ. অ + ই
- ঘ. ও + ঈ
উত্তরঃ অ + ই
81. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঔ' ধ্বনি সৃষ্টি হয় ?
- ক. ও এবং উ
- খ. অ এবং ই
- গ. ও এবং ও
- ঘ. অ এবং ঐ
উত্তরঃ ও এবং উ
82. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
- ক. সমীভবন
- খ. সম্প্রকর্ষ
- গ. স্বরাগম
- ঘ. সবকয়টি
উত্তরঃ সম্প্রকর্ষ
83. ধ্বনি হলো -
- ক. দুটি শব্দের মিলন
- খ. ভাষার ক্ষুদ্রতম অংশ
- গ. অর্থবোধক শব্দসমষ্টি
- ঘ. ভাষায় লিখিত রূপ
উত্তরঃ ভাষার ক্ষুদ্রতম অংশ
84. ধ্বনি - পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ - বিপর্যয়ের দৃষ্টান্ত?
- ক. রতন
- খ. কবাট
- গ. পিচাশ
- ঘ. মুলুক
উত্তরঃ পিচাশ
85. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?
- ক. 'চ' ধ্বনি
- খ. ‘জ' ধ্বনি
- গ. ‘ছ' ধ্বনি
- ঘ. ‘ঝ' ধ্বনি
উত্তরঃ 'চ' ধ্বনি
87. ক থেকে ঙ পর্যন্ত ৫ টি ধ্বনি হচ্ছে?
- ক. তালব্য ধ্বনি
- খ. ঘোষধ্বনি
- গ. কর্কশ ধ্বনি
- ঘ. কণ্ঠধ্বনি
উত্তরঃ কণ্ঠধ্বনি
89. স্কুল > ইস্কুল - এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
- ক. বিপ্রকর্ষ
- খ. অন্ত্য সরাগম
- গ. আদি সরাগম
- ঘ. মধ্য সরাগম
উত্তরঃ আদি সরাগম
90. ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত ?
- ক. রতন
- খ. কবাট
- গ. পিচাশ
- ঘ. মুকুল
উত্তরঃ পিচাশ
92. শব্দের স্রোতধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো ----
- ক. ১৫.৬ মিটার
- খ. ১৪.৬ মিটার
- গ. ১৬.৬ মিটার
- ঘ. ১৭.৬ মিটার
উত্তরঃ ১৬.৬ মিটার
99. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব থাকো যথাভাবে ব্যবহার করার নাম-
- ক. রস তত্ত্ব
- খ. রুপ তত্ত্ব
- গ. বাক্য তত্ত্ব
- ঘ. ধ্বনি তত্ত্ব
উত্তরঃ বাক্য তত্ত্ব
100. 'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
- ক. ধ্বনি দৃশ্যমান
- খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
- গ. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
- ঘ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি
উত্তরঃ ধ্বনি দৃশ্যমান