ধ্বনি

51. ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি?

  • ক. ধ্বনি
  • খ. বর্ণ
  • গ. শব্দ
  • ঘ. বাক্য

উত্তরঃ ধ্বনি

বিস্তারিত

52. বাংলা স্বরধ্বনি কয়টি?

  • ক. ৯টি
  • খ. ১১টি
  • গ. ৭টি
  • ঘ. ৫টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

53. বড় দাদা>বড়দা -কী ধরনের ধ্বনি পরিবর্তন?

  • ক. অসঙ্গতি
  • খ. ব্যঞ্জনাবিকৃতি
  • গ. বিষমীভবন
  • ঘ. ব্যঞ্জনচ্যুতি

উত্তরঃ ব্যঞ্জনচ্যুতি

বিস্তারিত

54. মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?

  • ক. জিলিপি
  • খ. মুজো
  • গ. মেলামেশা
  • ঘ. তুলো

উত্তরঃ জিলিপি

বিস্তারিত

56. নিচের কোনটি শিশধ্বনি?

  • ক. শ
  • খ. ড়
  • গ. ল
  • ঘ. র

উত্তরঃ

বিস্তারিত

57. লাল > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?

  • ক. সমীভবন
  • খ. বিষমীভবন
  • গ. স্বরাগম
  • ঘ. ধ্বনি বিপর্যয়

উত্তরঃ ধ্বনি বিপর্যয়

বিস্তারিত

58. কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে?

  • ক. গামছা
  • খ. মশারি
  • গ. লুঙ্গি
  • ঘ. চাদর

উত্তরঃ গামছা

বিস্তারিত

59. ধ্বনির প্রতীককে কি বলে?

  • ক. শব্দ
  • খ. বর্ণ
  • গ. বাক্য
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ বর্ণ

বিস্তারিত

60. কোন বর্ণের নিজস্ব কোন ধর্ম নেই?

  • ক. চ
  • খ. উ
  • গ. ঞ
  • ঘ. ণ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

61. কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?

  • ক. লাউ
  • খ. দিন
  • গ. বলি
  • ঘ. ইতি

উত্তরঃ লাউ

বিস্তারিত

62. স্বরধ্বনি নয় কোনটি?

  • ক. ই
  • খ. ঋ
  • গ. ও
  • ঘ. ঔ

উত্তরঃ

বিস্তারিত

64. অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?

  • ক. চুপচাপ
  • খ. পটাপট
  • গ. ঝমঝম
  • ঘ. সুরে সুরে

উত্তরঃ চুপচাপ

বিস্তারিত

65. নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  • ক. আ
  • খ. ই
  • গ. এ
  • ঘ. অ্যা

উত্তরঃ

বিস্তারিত

66. বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?

  • ক. বিষমীভবন
  • খ. সমীভবন
  • গ. ব্যঞ্জনদ্বিত্ব
  • ঘ. ব্যঞ্জন - বিকৃতি

উত্তরঃ ব্যঞ্জনদ্বিত্ব

বিস্তারিত

67. প ফ ব ভ ম এগুলো কী ধরনের বর্ণ?

  • ক. দন্ত্য বর্ণ
  • খ. ওষ্ঠ্য বর্ণ
  • গ. কণ্ঠ্য বর্ণ
  • ঘ. তালব্য বর্ণ

উত্তরঃ ওষ্ঠ্য বর্ণ

বিস্তারিত

68. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

  • ক. ২৪টি
  • খ. ২৫টি
  • গ. ২৭টি
  • ঘ. ২৩টি

উত্তরঃ ২৫টি

বিস্তারিত

69. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

  • ক. বড় দাদ> বড়দা
  • খ. কিছু > কিচ্ছু
  • গ. পিশাচ > পিচাশ
  • ঘ. মুক্তা > মুকুতা

উত্তরঃ পিশাচ > পিচাশ

বিস্তারিত

70. নিচের কোনটি তালব্য বর্ণ গুচ্ছ ?

  • ক. ক, খ, গ, ঘ, ঙ
  • খ. ট, ঠ, ড, ঢ়, ণ
  • গ. ত, থ, দ, ধ, ন
  • ঘ. চ,ছ,জ,ঝ,ঞ

উত্তরঃ চ,ছ,জ,ঝ,ঞ

বিস্তারিত

71. বাংলা বর্ণমালায় প্রকৃত ব্যঞ্জন রয়েছে ?

  • ক. ৩৯ টি
  • খ. ৩২ টি
  • গ. ৪৮ টি
  • ঘ. ৩৫ টি

উত্তরঃ ৩৫ টি

বিস্তারিত

72. উচ্চারণ বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ?

  • ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
  • খ. কন্ঠধ্বনি ও দন্ত্যধ্বনি
  • গ. ঘোষধ্বনি ও অঘোষধ্বনি
  • ঘ. ওষ্ঠ্যবর্ণ ও তালব্যবর্ণ

উত্তরঃ ঘোষধ্বনি ও অঘোষধ্বনি

বিস্তারিত

73. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি ?

  • ক. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য
  • খ. মুখবিবর ও জিহ্বা
  • গ. কণ্ঠ,ও ওণ্ঠ, ও জিহ্বা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য

বিস্তারিত

74. কোনগুলো দ্বিওষ্ঠ ধ্বনি ?

  • ক. চ, ছ, জ, ঝ, ঞ
  • খ. ট, ঠ, ড, ঢ়, ণ
  • গ. প, ফ, ব, ভ, ম
  • ঘ. ত, থ, দ, ধ, ন

উত্তরঃ প, ফ, ব, ভ, ম

বিস্তারিত

75. উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয় ?

  • ক. গ স্বরধ্বনি
  • খ. অ স্বরধ্বনি
  • গ. ট স্বরধ্বনি
  • ঘ. আ স্বরধ্বনি

উত্তরঃ অ স্বরধ্বনি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects