প্রমথ চৌধুরী

1. প্রমথ চৌধুরী একজন-

  • ক. কবি
  • খ. নাট্যকার
  • গ. প্রাবন্ধিক
  • ঘ. ঔপন্যাসিক

উত্তরঃ প্রাবন্ধিক

বিস্তারিত

2. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনে রচনা

  • ক. কাব্য
  • খ. নাটক
  • গ. উপন্যাস
  • ঘ. প্রবন্ধ

উত্তরঃ প্রবন্ধ

বিস্তারিত

3. ‘চার ইয়ারী কথা’ গ্রন্থ কে রচনা করেন?

  • ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. কাজী নজরুল ইসলাম

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

4. চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?

  • ক. টেকচাঁদ ঠাকুর
  • খ. বিদ্যাসাগর
  • গ. বীরবল
  • ঘ. বনফুল

উত্তরঃ বীরবল

বিস্তারিত

5. চলিত ভাষাকে জনপ্রিয় করেন-

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. টেকচাঁদ ঠাকুর
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বনফুল

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

6. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?

  • ক. উপন্যাস ইতিহাস বর্জনে
  • খ. সাহিত্যে মুসলমান চরিত্র সৃষ্টিতে
  • গ. চলিত ভাষার ব্যবহারে
  • ঘ. গদ্য কবিতা রচনায়

উত্তরঃ চলিত ভাষার ব্যবহারে

বিস্তারিত

7. ‘জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না-

  • ক. বঙ্কিমচন্দ্র
  • খ. সৈয়দ মুজতবা আলী
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. প্রমথনাথবিশী

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

8. বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির ব্যবহারকারী কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

9. সাহিত্য খেলা প্রবন্ধের ‘রোদ্যাঁ’ কি?

  • ক. এক ব্যক্তির নাম
  • খ. রেস্টুরেন্ট এর নাম
  • গ. জায়গার নাম
  • ঘ. পাহাড় এর নাম

উত্তরঃ এক ব্যক্তির নাম

বিস্তারিত

10. ‘তেল-নুন-লাকড়ী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?

  • ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • খ. মোহিতলাল মজুমদার
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

11. প্রমথ চৌধুরীর প্রবন্ধ কোনটি?

  • ক. তেল-নুন-লাকড়ী
  • খ. বীরবলের হালখাতা
  • গ. নানা কথা
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

12. প্রমথ চৌধুরি সম্পাদিত  পত্রিকার নাম-

  • ক. তত্ত্ববোদ্ধিনী
  • খ. সবুজপত্র
  • গ. কল্লোল
  • ঘ. ধুমকেতু

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects