মানিক বন্দ্যোপাধ্যায়

1. ‘পদ্মা নদীর মাঝি’ কি ধরনের রচনা?

  • ক. উপন্যাস
  • খ. ভ্রমণকাহিনী
  • গ. রম্য রচনা
  • ঘ. নাটক

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

2. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির প্রকাশকাল-

  • ক. ১৯৩৬ সালে
  • খ. ১৯১৩ সালে
  • গ. ১৯২৬ সালে
  • ঘ. ১৯৪৬ সালে

উত্তরঃ ১৯৩৬ সালে

বিস্তারিত

3. ‘পদ্মা নদীরমাঝি’ উপন্যাসের উপজীব্য হলো-

  • ক. চরবাসীদের দুঃখী জীবন
  • খ. জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ
  • গ. চাষী জীবনের করুণ চিত্র
  • ঘ. মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন

উত্তরঃ জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ

বিস্তারিত

4. ‘পুতুল নাচের ইতিকথা’ কার রচনা?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. বিভৃতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

5. মানিক বন্দ্যোপাধ্যায় কোন বাদ বা ইজম দ্বারা প্রভাবিত?

  • ক. রোমান্টিসিজম
  • খ. ক্লাসিসিজম
  • গ. মার্কসিজম
  • ঘ. পোস্ট মর্ডানিজম

উত্তরঃ মার্কসিজম

বিস্তারিত

6. 'আত্মহত্যার অধিকার' কার লেখা?

  • ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

বিস্তারিত

7. কোন বইটি উপন্যাস?

  • ক. বাংলার কাব্য
  • খ. বৃত্রসংহার কাব্য
  • গ. দিবারাত্রির কাব্য
  • ঘ. মহাশ্মশান

উত্তরঃ দিবারাত্রির কাব্য

বিস্তারিত

8. ‘শশী, কুসুম’ কোন উপন্যাসের চরিত্র?

  • ক. পুতুল নাচের ইতিকথা
  • খ. পদ্মানদীর মাঝি
  • গ. দিবারাত্রির কাব্য
  • ঘ. জননী

উত্তরঃ জননী

বিস্তারিত

9. ‘অতসী মামী’ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. জহির রায়হান
  • গ. শহীদুল্লাহ কায়সার
  • ঘ. মানিক বন্দোপাধ্যায়

উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়

বিস্তারিত

10. কোন গ্রন্থটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত?

  • ক. তন্বী
  • খ. হনুমানের স্বপ্ন
  • গ. জলসা ঘর
  • ঘ. প্রাগৈতিহাসিক

উত্তরঃ প্রাগৈতিহাসিক

বিস্তারিত

11. ‘অবাধ্য বাঁশের কঞ্চির মত কপিলা’-উক্তিটি কোন উপন্যাস থেকে নেয়া হয়েছে?

  • ক. আরণ্যক
  • খ. দিবারাত্রির কাব্য
  • গ. পদ্মানদীর মাঝি
  • ঘ. পুতুল নাচের ইতিকথা

উত্তরঃ পদ্মানদীর মাঝি

বিস্তারিত

12. ‘কুবের ও ধনঞ্জয়’ কোন উপন্যাসের চরিত্র?

  • ক. পদ্মানদীর মাঝি
  • খ. পোকামাকড়ের ঘরবসতি
  • গ. হাঙর নদী গ্রেনেড
  • ঘ. হাঁসুলি বাঁকের উপকথা

উত্তরঃ পদ্মানদীর মাঝি

বিস্তারিত

13. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস কোনটি?

  • ক. জননী
  • খ. ময়ূরকণ্ঠ
  • গ. রাতের সমুদ্র
  • ঘ. অরণ্যের সুর

উত্তরঃ জননী

বিস্তারিত

14. 'পুতুল নাচের ইতিকথা' একটি-

  • ক. কাব্যগ্রন্থ
  • খ. উপন্যাস
  • গ. গীতিকাব্য
  • ঘ. আত্নজীবনীমূলক গ্রন্থ

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects