মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা

1. ‘একাত্তরের চিঠি’ কোন ধরনের রচনা?

  • ক. মুক্তিযুদ্ধের বিবরণ
  • খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
  • গ. মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
  • ঘ. ভিন্নধর্মী ডায়েরী

উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন

বিস্তারিত

2. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. শঙ্খনীল কারাগার
  • খ. কাঁটাতারে প্রজাপতি
  • গ. জাহান্নাম হইতে বিদায়
  • ঘ. আর্তনাদ

উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়

বিস্তারিত

3. ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র’ কে সম্পাদনা করেন?

  • ক. হাসান আজিজুল হক
  • খ. আবুল হাসান
  • গ. আহসান হাবীব
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

4. মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. হাঙর নদী গ্রেনেড
  • গ. বাসন
  • ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ বাসন

বিস্তারিত

5. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. কি চাহ শঙ্খচিল
  • খ. জন্ম যদি তব বঙ্গে
  • গ. রাইফেল রোটি আওরাত
  • ঘ. একদা এক রাজ্যে

উত্তরঃ রাইফেল রোটি আওরাত

বিস্তারিত

6. ‘একাত্তরের দিনগুলি’ কে লিখেছেন?

  • ক. জাহানারা ইমাম
  • খ. হাসান ইমাম
  • গ. আখতার ইমাম
  • ঘ. আলী ইমাম

উত্তরঃ জাহানারা ইমাম

বিস্তারিত

7. 'A Search for Identity' বইটি কার লেখা?

  • ক. কবীর চৌধুরী
  • খ. মেজর রফিকুল ইসলাম
  • গ. সিরাজুল ইসলাম চৌধুরী
  • ঘ. মেজর আবদুল জলিল

উত্তরঃ মেজর আবদুল জলিল

বিস্তারিত

8. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?

  • ক. বিদ্রোহে বাঙালী
  • খ. মূলধারা
  • গ. বাঙালীর ইতিহাস
  • ঘ. বাংলার বিদ্রোহী

উত্তরঃ বিদ্রোহে বাঙালী

বিস্তারিত

9. ‘আমি বিজয় দেখেছি’-এই গ্রন্থের রচয়িতা কে?

  • ক. জহির রায়হান
  • খ. রফিকুল ইসলাম
  • গ. এম.আর.আখতার মুকুল
  • ঘ. হুমায়ুন আজাদ

উত্তরঃ এম.আর.আখতার মুকুল

বিস্তারিত

10. ‘রক্তাক্ত মানচিত্র’ গ্রন্থের রচয়িতা-

  • ক. মুনীর চৌধুরী
  • খ. আবদুল হাফিজ
  • গ. জহির রায়হান
  • ঘ. আবদুল মান্নান সৈয়দ

উত্তরঃ আবদুল হাফিজ

বিস্তারিত

11. নিচে কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

  • ক. চিলে কোঠার সেপাই
  • খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
  • গ. আনন্দের মৃত্যু
  • ঘ. যুদ্ধোত্তর বাংলাদেশ

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়

বিস্তারিত

12. ‘দুশ ছেছল্লিশ দিনে স্বাধীনতা’-মুক্তিযুদ্ধ বিষয়ক এ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. মোহাম্মদ নুরুল কাদের
  • খ. মঈদুল হাসান
  • গ. এম.আর.আখতার মুকুল
  • ঘ. আতাউর রহমান খান

উত্তরঃ মোহাম্মদ নুরুল কাদের

বিস্তারিত

13. ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র’ নামক গ্রন্থটির সম্পাদক-

  • ক. বদরুদ্দীন উমর
  • খ. আল মাহমুদ
  • গ. তাজউদ্দিন আহমেদ
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

14. ‘ফেরারী সূর্য’ ও ‘একাত্তরের নিশান’ গ্রন্থদ্বয়ের রচয়িতা কে?

  • ক. গাজীউল হক
  • খ. শওকত ওসমান
  • গ. রাবেয়া খাতুন
  • ঘ. রাজিয়া রহমান

উত্তরঃ রাবেয়া খাতুন

বিস্তারিত

15. ‘একাত্তরের দিনগুলি’ কোন জাতীয় সাহিত্য কর্ম?

  • ক. দেশাত্মবোধক
  • খ. স্মৃতিকথামূলক
  • গ. রম্য রচনা
  • ঘ. ভ্রমণকাহিনী

উত্তরঃ স্মৃতিকথামূলক

বিস্তারিত

16. ‘একাত্তরের বিজয় গাঁথা’ গ্রন্থের লেখক কে?

  • ক. মেজর রফিকুল ইসলাম
  • খ. ক্যাপ্টেন জাহাঙ্গীর
  • গ. জেনারেল সুখবন্ত সিং
  • ঘ. জেনারেল অরোরা

উত্তরঃ মেজর রফিকুল ইসলাম

বিস্তারিত

17. জাহানারা ইমাম রচিত গ্রন্থ কোনটি?

  • ক. বাংলাদেশ কথা কয়
  • খ. লক্ষ প্রাণের বিনিময়ে
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. একটি ফুলকে বাঁচাবো বলে

উত্তরঃ একাত্তরের দিনগুলি

বিস্তারিত

18. ‘আমি বীরাঙ্গনা বলছি’-গ্রন্থের লেখক কে?

  • ক. সেলিনা হোসেন
  • খ. জাহানারা ইমাম
  • গ. সুফিয়া কামাল
  • ঘ. নীলিমা ইব্রাহীম

উত্তরঃ নীলিমা ইব্রাহীম

বিস্তারিত

19. নিচের কোনটি সেলিনা হোসেনের রচনা?

  • ক. একাত্তরের ডায়েরি
  • খ. একাত্তরের ঢাকা
  • গ. একাত্তর কথা কয়
  • ঘ. একাত্তরের দিনগুলি

উত্তরঃ একাত্তরের ঢাকা

বিস্তারিত

20. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?

  • ক. এই সব দিনরাত্রি
  • খ. নূরলদীনের সারা জীবন
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. সৎ মানুষের খোঁজে

উত্তরঃ একাত্তরের দিনগুলি

বিস্তারিত

21. 'আমি বীরঙ্গনা বলছি' গ্রন্থের লেখক কে?

  • ক. ড. নীলিমা ইব্রাহীম
  • খ. বেগম সুফিয়া কামাল
  • গ. বেগম জোবেদা খানম
  • ঘ. পান্না কায়সার

উত্তরঃ ড. নীলিমা ইব্রাহীম

বিস্তারিত

22. নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত?

  • ক. ফেরারী ডাইরী
  • খ. কর্ণফুলি
  • গ. আরেক ফাল্গুন
  • ঘ. স্মৃতির শহর

উত্তরঃ ফেরারী ডাইরী

বিস্তারিত

23. 'মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি' -স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এ গান্টি কে গেয়ে ছিলেন?

  • ক. আব্দুল জাব্বার
  • খ. আপেল মাহমুদ
  • গ. বশির আহমেদ
  • ঘ. সুবীর নন্দী

উত্তরঃ আপেল মাহমুদ

বিস্তারিত

24. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

  • ক. জাহান্নাম হইতে বিদায়
  • খ. জননী
  • গ. কর্ণফুলী
  • ঘ. সুর্য দীঘল বাড়ি

উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়

বিস্তারিত

25. মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?

  • ক. সারেং বউ
  • খ. শঙ্খনীল কারাগার
  • গ. জলাঙ্গী
  • ঘ. নভেরা

উত্তরঃ জলাঙ্গী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects