মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা

26. আনোয়ার পাশা রচিত 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?

  • ক. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম
  • খ. ভাষা আন্দোলন
  • গ. সরকার বিরোধী আন্দোলন
  • ঘ. কারা বাহিনী

উত্তরঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

বিস্তারিত

27. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

  • ক. নেকড়ে অরণ্য
  • খ. নিষিদ্ধ লোবান
  • গ. দেয়াল
  • ঘ. তরঙ্গভঙ্গ

উত্তরঃ তরঙ্গভঙ্গ

বিস্তারিত

28. 'একাত্তরের ঢাকা' প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. সুফিয়া কামাল
  • খ. সেলিনা হোসেন
  • গ. ড. নীলিমা ইব্রাহিম
  • ঘ. জাহানারা ইমাম

উত্তরঃ সেলিনা হোসেন

বিস্তারিত

29. নিচের কোনটি স্বাধীনতা ভিত্তিক চলচ্চিত্র নয়?

  • ক. আবার তোরা মানুষ হ
  • খ. ওরা এগার জন
  • গ. একাত্তরের সেই সংগ্রাম
  • ঘ. একাত্তরের যীষু

উত্তরঃ একাত্তরের সেই সংগ্রাম

বিস্তারিত

30. ষোল খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল সংকলন ও সম্পাদনা করেছেন?

  • ক. হাসান হাফিজুর রহমান
  • খ. সৈয়দ শামসুল হক
  • গ. আবদুল মান্নান সৈয়দ
  • ঘ. আল মাহমুদ

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

31. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?

  • ক. নন্দিত নরকে
  • খ. আমি বীরাঙ্গনা বলছি
  • গ. চৌচির
  • ঘ. অভিশপ্ত নগরী

উত্তরঃ আমি বীরাঙ্গনা বলছি

বিস্তারিত

32. ওরা এগার জন চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলো-

  • ক. সিপাহী বিদ্রোহ
  • খ. ৫২ এর ভাষা আন্দোলন
  • গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  • ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

33. মুক্তিযুদ্ধের একটি নাটক-

  • ক. আমি বিজয় দেখেছি
  • খ. একাত্তরের দিনগুলি
  • গ. কী চাহ শঙ্খচিল
  • ঘ. তরঙ্গভঙ্গ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

34. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?

  • ক. নরকে লাল গোলাপ
  • খ. যুদ্ধ
  • গ. অদ্ভুত আঁধার এক
  • ঘ. জলাঙ্গী

উত্তরঃ নরকে লাল গোলাপ

বিস্তারিত

35. 'শ্যামল ছায়া' চলচ্চিত্রটির পরিচালক কে?

  • ক. চাষী নজরুল ইসলাম
  • খ. সেলিম আল দীন
  • গ. ইমদাদুল হক মিলন
  • ঘ. হুমায়ুন আহমেদ

উত্তরঃ হুমায়ুন আহমেদ

বিস্তারিত

36. এম আর আখতার মুকুল রচিত 'আমি বিজয় দেখেছি' গ্রন্থটির উপজীব্য বিষয় কি?

  • ক. পানিপথের তৃতীয় যুদ্ধ
  • খ. দ্বিতীয় মহাযুদ্ধের ধ্বংসলীলা
  • গ. ভাষা আন্দোলন
  • ঘ. ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ

উত্তরঃ ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ

বিস্তারিত

37. কোনটি সঠিক?

  • ক. একাত্তরের ঢাকা - রাবেয়া খাতুন
  • খ. একাত্তরের ডায়েরি - সেলিনা হোসেন
  • গ. একাত্তরের নিশান - সুফিয়া কামাল
  • ঘ. একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম

উত্তরঃ একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম

বিস্তারিত

38. কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নয়?

  • ক. আমি বিজয় দেখেছি
  • খ. একটি ফুলকে বাঁচাবো বলে
  • গ. একাত্তরের দিনগুলি
  • ঘ. কবর

উত্তরঃ কবর

বিস্তারিত

39. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'জোছনা ও জননীর গল্প' এর লেখক কে?

  • ক. আলাউদ্দীন আল আযাদ
  • খ. আখতারুজ্জামান ইলিয়াস
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. জহির রায়হান

উত্তরঃ হুমায়ূন আহমেদ

বিস্তারিত

40. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক কোনটি?

  • ক. বাংলার বিদ্রোহী
  • খ. মূলধারা
  • গ. বাঙালীর ইতিহাস
  • ঘ. বিদ্রোহে বাঙালী

উত্তরঃ বিদ্রোহে বাঙালী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects