পদাশ্রিত নির্দেশক

1. ‘এক যে ছিল রাজা’ -এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. নির্দিষ্টতা অর্থে
  • খ. অনির্দিষ্টতা অর্থ
  • গ. নিরর্থকভাবে
  • ঘ. বাহুল্যভাবে

উত্তরঃ অনির্দিষ্টতা অর্থ

বিস্তারিত

3. যে প্রত্যয় নির্দিষ্টতা বুঝায়, তাকে কি বলে ?

  • ক. সংখ্যা
  • খ. পদাশ্রিত নির্দেশক
  • গ. লিঙ্গ
  • ঘ. অনুসর্গ

উত্তরঃ পদাশ্রিত নির্দেশক

বিস্তারিত

4. নির্দেশক সর্বনাম এর সঙ্গে টা -টি যুক্ত হয় ?

  • ক. ঊৎকৃষ্ট
  • খ. নিকৃষ্ট
  • গ. সুনির্দিষ্ট
  • ঘ. অস্পষ্ট

উত্তরঃ সুনির্দিষ্ট

বিস্তারিত

5. বিশেষ অর্থে নিদিষ্টতা বুঝায় কোনটি ?

  • ক. টি
  • খ. টুকু
  • গ. পাটি
  • ঘ. খানা

উত্তরঃ পাটি

বিস্তারিত

6. কি ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতর হয় ?

  • ক. কালভেদে
  • খ. পুরুষভেদে
  • গ. বচনভেদে
  • ঘ. পদভেদে

উত্তরঃ বচনভেদে

বিস্তারিত

7. টি, টা, খানা, খানি - কোন বচনে ব্যবহৃত হয় ?

  • ক. একবচন
  • খ. দ্বিবচন
  • গ. বহুবচন
  • ঘ. সংখ্যা

উত্তরঃ একবচন

বিস্তারিত

8. কবিতার ক্ষেত্রে খানি প্রযুক্ত হলে কি বুঝায় ?

  • ক. অনির্দিষ্টার্থে
  • খ. সুনির্দিষ্টার্থে
  • গ. নিরর্থকতা
  • ঘ. নির্দিষ্টার্থে

উত্তরঃ নির্দিষ্টার্থে

বিস্তারিত

9. বচনবাচক শব্দের আগে বসে কোনটি ?

  • ক. টাকা
  • খ. টুকু
  • গ. গোটা
  • ঘ. খানি

উত্তরঃ গোটা

বিস্তারিত

10. খানা বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে ?

  • ক. আগে
  • খ. পরে
  • গ. মাঝে
  • ঘ. আগে এবং সাথে

উত্তরঃ পরে

বিস্তারিত

11. এক শব্দের সঙ্গে টা টি যুক্ত হলে কি বুঝ ?

  • ক. নির্দিষ্টতা
  • খ. অনির্দিষ্টতা
  • গ. নিরর্থক
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ অনির্দিষ্টতা

বিস্তারিত

12. যে সকল অব্যয়সূচক শব্দাংশ বা প্রত্যয় পদের আশ্রয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে তাকে কি বলে ?

  • ক. যতিচিহ্ন
  • খ. পদাশ্রিত নির্দেশক
  • গ. নির্দিষ্টতা নির্দেশক
  • ঘ. সবগুলো

উত্তরঃ পদাশ্রিত নির্দেশক

বিস্তারিত

13. সারাটি সকাল তোমার আশায় বসে আছি - এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. নিরর্থকভাবে
  • খ. নির্দিষ্টতা
  • গ. সুনির্দিষ্ট
  • ঘ. অনির্দিষ্টতা

উত্তরঃ নিরর্থকভাবে

বিস্তারিত

14. ন্যাকামিটা এখন রাখ, বাক্যে ন্যাকামি শব্দের সাথে টা যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে ?

  • ক. নিরর্থকতা
  • খ. সার্থকতা
  • গ. দ্ব্যর্থকতা
  • ঘ. ভিন্নার্থকতা

উত্তরঃ নিরর্থকতা

বিস্তারিত

15. বাচ্চাটাকে দুধ দাও - এ বাক্যে 'টাক' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. অনির্দিষ্টতা
  • খ. নির্দিষ্টতা
  • গ. পরিমাণগত
  • ঘ. সুনির্দিষ্টতা

উত্তরঃ নির্দিষ্টতা

বিস্তারিত

16. সবটুকু ওষুধই খেয়ে ফেল - এ বাক্যে 'টুকু' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. নিরর্থক
  • খ. নির্দিষ্টতা
  • গ. সুনির্দিষ্টতা
  • ঘ. অনির্দিষ্টতা

উত্তরঃ নির্দিষ্টতা

বিস্তারিত

17. বিশেষ অর্থে নিদিষ্টতা জ্ঞাপনে কোনগুলো ব্যবহৃত হয় ?

  • ক. এক
  • খ. একযে
  • গ. কেতা, এক, টি
  • ঘ. কেতা, তা, পাটি

উত্তরঃ কেতা, তা, পাটি

বিস্তারিত

18. আমি আভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি - এই বাক্যে খানি পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. নির্দিষ্ট অর্থে
  • খ. অনির্দিষ্ট অর্থে
  • গ. নিরর্থক অর্থে
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ নির্দিষ্ট অর্থে

বিস্তারিত

19. 'এক যে ছিল রাজা' এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. অনির্দিষ্টতা
  • খ. নির্দিষ্টতা
  • গ. নিরর্থকভাবে
  • ঘ. বিশেষ অর্থে নির্দিষ্ট

উত্তরঃ অনির্দিষ্টতা

বিস্তারিত

22. গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। - এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. নির্দিষ্টতা
  • খ. অনির্দিষ্টতা
  • গ. গুন
  • ঘ. সংখ্যা

উত্তরঃ অনির্দিষ্টতা

বিস্তারিত

23. কোন বাক্যে পদাশ্রিত নির্দেশক, নির্দেশক ও অনির্দেশক উভয় অর্থেই প্রযোজ্য ?

  • ক. গোটা সাতেক আম আন
  • খ. এক যে ছিল রাজা
  • গ. আমটা দাও
  • ঘ. একটি কলম দিন

উত্তরঃ গোটা সাতেক আম আন

বিস্তারিত

24. সেইটেই ছিল আমার প্রিয় কলম - এ বাক্যের পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. নির্দিষ্ট
  • খ. অনির্দিষ্ট
  • গ. সুনির্দিষ্ট
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ সুনির্দিষ্ট

বিস্তারিত

25. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক ব্যবহৃত পদাশ্রিত নির্দেশকের উদাহরণ কোনটি ?

  • ক. সবটুকু ওষুধই খেয়ে ফেল
  • খ. দশ তা কাগজ দাও
  • গ. একটি বই কিনবে
  • ঘ. এটি আমার প্রিয় বস্তু

উত্তরঃ দশ তা কাগজ দাও

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects