উপাধি
1. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
- ক. ভাষাতত্ত্ববিদ
- খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা
- গ. ইসলাম প্রচারক
- ঘ. সমাজ সংস্কারক
উত্তরঃ ভাষাতত্ত্ববিদ
2. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে-
- ক. শেক্সপিয়ার
- খ. আলবার্টো মোরোভিয়া
- গ. চেখভ
- ঘ. শহীদুল্লাহ
উত্তরঃ শহীদুল্লাহ
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. সুধীন্দ্রনাথ দত্ত
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. অজিত দত্ত
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
4. আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’
- ক. মাইকেল মধুসূদন দত্ত
- খ. কাজীনজরুল ইসলাম
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. ফররুখ আহমেদ
- ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
6. বাংলাদেশে ইসলামী রেনসাঁর কবি কাকে বলা হয়?
- ক. তালিম হোসেন
- খ. ফররুখ আহমদ
- গ. আল মাহমুদ
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ ফররুখ আহমদ
- ক. হাসন রাজা
- খ. সুলতান মিয়াজী
- গ. আলাউদ্দিন খাঁ
- ঘ. ঈসা খাঁ
উত্তরঃ হাসন রাজা
8. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখী’ বলা হয় কাকে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. রাজেশেখর বসু
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার
- ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
- ক. জসীমউদ্দীন
- খ. জীবনানন্দ দাশ
- গ. কালিদাস রায়
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ জীবনানন্দ দাশ
- ক. বিষ্ণু দে
- খ. সুধীন দত্ত
- গ. অমিয় চক্রবর্তী
- ঘ. সমর সেন
উত্তরঃ সমর সেন
11. বাংলা সাহিত্যে ‘ক্লাসিক কবি’ কার উপাধি?
- ক. বিষ্ণু দে
- খ. সুধীন্দ্রনাথ দত্ত
- গ. অমিয় চক্রবর্তী
- ঘ. সমর সেন
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত
- ক. সত্যেন্দ্রনাথ দত্ত
- খ. গোলাম মোস্তফা
- গ. আল মাহমুদ
- ঘ. শামসুর রাহমান
উত্তরঃ গোলাম মোস্তফা
- ক. কাব্যরত্মাকর
- খ. সাহিত্য বিশারদ
- গ. সাহিত্য সরস্বতী
- ঘ. বিদ্যাবিনোদিনী
উত্তরঃ সাহিত্য বিশারদ
14. গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন?
- ক. বাংলা একাডেমী
- খ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
- গ. মুসলিম সাহিত্য সংঘ
- ঘ. যশোর সাহিত্য সংঘ
উত্তরঃ যশোর সাহিত্য সংঘ
- ক. সাহিত্যসম্রাট
- খ. সাহিত্য বিশারদ
- গ. সাহিত্যরত্ম
- ঘ. তর্করত্ম
উত্তরঃ সাহিত্যরত্ম
16. তিমির হননের কবি কার উপাধি?
- ক. গোলাম মোস্তফা
- খ. জীবনানন্দ দাশ
- গ. জসীমউদ্দীন
- ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ জীবনানন্দ দাশ
17. চিত্তরঞ্জন দাসকে 'দেশবন্ধু' উপাধিতে ভুষিত করেন?
- ক. মহাত্মা গান্ধী
- খ. বাংলার জনসাধারণ
- গ. যুগান্তর দলের নেতা পুলিন দাস
- ঘ. ভারতীয় কংগ্রেস
উত্তরঃ বাংলার জনসাধারণ
18. জগদীশ চন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান?
- ক. ১৮৯৬ সালে
- খ. ১৯১২ সালে
- গ. ১৯১৫ সালে
- ঘ. ১৯১৯ সালে
উত্তরঃ ১৯১৫ সালে
19. রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান?
- ক. ১৮১৭ সালে
- খ. ১৮৩০ সালে
- গ. ১৮৩৩ সালে
- ঘ. ১৮৩৯ সালে
উত্তরঃ ১৮৩০ সালে
20. দীনেশচন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে?
- ক. ভারত সরকার
- খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
- গ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
- ঘ. সংস্কৃত কলেজ
উত্তরঃ ভারত সরকার
21. দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে?
- ক. দ্বারকানাথ ঠাকুর
- খ. ব্রিটিশ সরকার
- গ. ব্রাহ্ম সমাজ
- ঘ. ব্রাহ্মণ সমাজ
উত্তরঃ ব্রাহ্ম সমাজ
22. পাকিস্তান সরকারের দমননীতির প্রতিবাদ করায় 'সিতারা-এ-খেদমত' ও 'সিতারা-ই-ইমতিয়াজ' উপাধি পান কে?
- ক. আবদুল কাদির
- খ. আবুল কালাম শামসুদ্দীন
- গ. আবুল কালাম আজাদ
- ঘ. আবদুল ওদুদ
উত্তরঃ আবুল কালাম শামসুদ্দীন
23. ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে 'নাইটহুড' উপাধি পান?
- ক. ১৯১৫ সালের ১ জুন
- খ. ১৯১৫ সালের ২ জুন
- গ. ১৯১৫ সালের ৩ জুন
- ঘ. ১৯১৫ সালের ৫ জুন
উত্তরঃ ১৯১৫ সালের ৩ জুন
24. 'রায় গুণাকর' কার কাব্য উপাধি?
- ক. মালাধর বসু
- খ. মুকুন্দরাম
- গ. ভারতচন্দ্র
- ঘ. ময়ূর ভট্ট
উত্তরঃ ভারতচন্দ্র
25. হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করে?
- ক. ১৮৯৮ সালে
- খ. ১৯১১ সালে
- গ. ১৯১৬ সালে
- ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ ১৮৯৮ সালে