সৈয়দ ওয়ালীউল্লাহ

1. লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি?

  • ক. ১৯৪৩
  • খ. ১৯৪৮
  • গ. ১৯৫১
  • ঘ. ১৯৭০

উত্তরঃ ১৯৪৮

বিস্তারিত

2. লালসালু উপন্যাসটির লেখক কে?

  • ক. মুনির চৌধুরী
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. শওকত আলী

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

3. ফরাসী ও ইংরেজী ভাষায় অনুদিত সৈয়দ ওয়ালী উল্লাহ রচিত উপন্যাসের নাম-

  • ক. নয়নচোরা
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. লাল-সালু
  • ঘ. দূই তীর

উত্তরঃ লাল-সালু

বিস্তারিত

4. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য হলো-

  • ক. চাষী জীবনের করুণ চিত্র
  • খ. নারীর বন্দীদশার করুণ চিত্র
  • গ. ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র
  • ঘ. ধর্মীয় মূল্যবোধ বিস্তারের চিত্র

উত্তরঃ ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র

বিস্তারিত

5. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কি?

  • ক. গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা
  • খ. চাষী জীবনের করুণ চিত্র
  • গ. হাওড় অঞ্চলের মানুষের দুঃখের জীবন
  • ঘ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন

উত্তরঃ গ্রাম বাংলার সমাজের অশিক্ষা-কুশিক্ষা

বিস্তারিত

6. ‘কাঁদো নদী কাঁদো’ এর রচয়িতা কে?

  • ক. মুনীর চৌধুরী
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. শহীদুল্লাহ কায়সার
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

7. ‘বহিপীর’ কে রচনা করেন?

  • ক. নজিবুর রহমান
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. গোলাম মোস্তফা
  • ঘ. জসীমউদ্দীন

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

8. সৈয়দ ওয়ালী উল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ কোন শ্রেণীর উপন্যাস?

  • ক. সামাজিক
  • খ. আত্মজৈবনিক
  • গ. মনোসমীক্ষণমূলক
  • ঘ. রূপক

উত্তরঃ মনোসমীক্ষণমূলক

বিস্তারিত

9. কোনটি ঠিক

  • ক. মহাশ্মশান (নাটক)
  • খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
  • গ. বহ্নিপীর (নাটক)
  • ঘ. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)

উত্তরঃ বহ্নিপীর (নাটক)

বিস্তারিত

10. নিম্নের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ এর রচিত গ্রন্থ নয়?

  • ক. চাঁদের অমাবস্যা
  • খ. কাঁদো নদী কাঁদো
  • গ. চক্রবাক
  • ঘ. লালসালু

উত্তরঃ চক্রবাক

বিস্তারিত

11. ‘চাঁদের অমাবস্যা’ গ্রন্থটির লেখক কে?

  • ক. সৈয়দ মুজতবা আলী
  • খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • গ. শওকত ওসমান
  • ঘ. সেলিনা হোসেন

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

12. ‘লাল সালু’ উপন্যাসটি কে রচনা করেছেন?

  • ক. আবুল মনসুর আহমদ
  • খ. আবুল ফজল
  • গ. শহীদুল্লাহ কায়সার
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

13. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা-

  • ক. আবুল মনসুর আহমদ
  • খ. আবু জাফর শামসুদ্দীন
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • ঘ. শওকত ওসমান

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

14. ‘চাঁদের অমাবস্যা’ কি জাতীয় গ্রন্থ?

  • ক. বিজ্ঞান বিষয়ক
  • খ. কাব্য
  • গ. উপন্যাস
  • ঘ. নাটক

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

15. ‘দুই তীর ও অন্যান্য গল্প’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. আব্দুল মান্নান সৈয়দ
  • খ. সৈয়দ আলী আহসান
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

16. নিচের কোন গ্রন্থটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা?

  • ক. নয়নচারা
  • খ. আয়না
  • গ. চাচা কাহিনী
  • ঘ. অতসী মামী

উত্তরঃ নয়নচারা

বিস্তারিত

17. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?

  • ক. বহ্নিপীর
  • খ. কেরামত মাওলা
  • গ. নয়া খান্দান
  • ঘ. কিত্তন খোলা

উত্তরঃ বহ্নিপীর

বিস্তারিত

18. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

  • ক. লালসালু
  • খ. অনেক সূর্যের আশা
  • গ. কাঁদো নদী কাঁদো
  • ঘ. চাঁদের অমাবস্যা

উত্তরঃ অনেক সূর্যের আশা

বিস্তারিত

19. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস কোনটি?

  • ক. নয়নচারা
  • খ. উজানে মৃত্যু
  • গ. কাঁদো নদী কাঁদো
  • ঘ. সুড়ঙ্গ

উত্তরঃ কাঁদো নদী কাঁদো

বিস্তারিত

20. ‘কাঁদো নদী কাঁদো’ নিম্নের কোনটি?

  • ক. উপন্যাস
  • খ. গল্পগ্রন্থ
  • গ. নাটক
  • ঘ. কোনটিই না

উত্তরঃ উপন্যাস

বিস্তারিত

21. 'লালসালু' উপন্যাসটি কে রচনা করেছেন?

  • ক. আবুল মনসুর আহমদ
  • খ. আবুল ফজল
  • গ. শহীদুল্লাহ কায়সার
  • ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

22. সৈয়দ ওয়ালী উল্লাহর নাটক কোনটি?

  • ক. নেমেসিস
  • খ. রূপান্তর
  • গ. সেনাপতি
  • ঘ. সুড়ঙ্গ

উত্তরঃ সুড়ঙ্গ

বিস্তারিত

23. 'চাঁদের আমবস্যা', 'কাঁদো নদী কাঁদো' কার রচনা?

  • ক. দিলার হাশেম
  • খ. সরদার জয়েনউদ্দিন
  • গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • ঘ. আনোয়ার পাশা

উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ

বিস্তারিত

24. সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি?

  • ক. বহ্নিপীর
  • খ. তরঙ্গভঙ্গ
  • গ. সুড়ঙ্গ
  • ঘ. সবগুলো

উত্তরঃ সবগুলো

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects