ব্যাকরণ বিষয়ক গ্রন্থ
1. বাংলা ব্যকরণ প্রথম রচনা করেন-
- ক. এন.বি. হ্যালহেড
- খ. উইলিয়াম কেরি
- গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ এন.বি. হ্যালহেড
2. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?
- ক. বিশেষভাবে বিভাজন
- খ. বিশেষভাবে বিশ্লেষণ
- গ. বিশেষভাবে সংযোজন
- ঘ. বিশেষভাবে বিয়োজন
উত্তরঃ বিশেষভাবে বিশ্লেষণ
3. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ভাষাতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. ধ্বনিতত্ত্বে
- ঘ. বাক্যতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
4. কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. বাক্যতত্ত্বে
- গ. ভাষাতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
- ক. ভাল বক্তা তৈরি করা
- খ. পন্ডিতব্যক্তি তৈরি করা
- গ. শুদ্ধ লিখন শেখানো
- ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
উত্তরঃ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
6. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
- ক. বাংলা ব্যাকরণ
- খ. সরল ভাষা ও ব্যাকরণ রচনা
- গ. মাতৃভাষা ও রচনা সওগাত
- ঘ. A Grammer of the Bengali Language
উত্তরঃ A Grammer of the Bengali Language
- ক. ৬০০ বছর
- খ. ১৫০ বছর
- গ. ২৫০ বছরের বেশি
- ঘ. ৩০০ বছরের বেশি
উত্তরঃ ২৫০ বছরের বেশি
8. ড. মুহম্মদ এনামূল হক রচিত ব্যাকরণের নাম-
- ক. ব্যাকরণ মঞ্জুরী
- খ. আধুনকি বাংলা ব্যাকরণ
- গ. ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
- ঘ. সবুজ বাংলা ব্যাকরণ
উত্তরঃ ব্যাকরণ মঞ্জুরী
9. কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
- ক. পি আচার্য
- খ. ব্রাসি হালহেড
- গ. পি জে হার্টজ
- ঘ. ডব্লিউ গ্রেস
উত্তরঃ ব্রাসি হালহেড
10. ব্যাক্যের বিভিন্ন উপদান সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. শব্দতত্ত্বে
- খ. রূপতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. ধ্বনিতত্ত্বে
উত্তরঃ বাক্যতত্ত্বে
11. বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
- ক. কাল, পুরুষ, পদ প্রকরণ
- খ. সমাস, প্রত্যয়, সন্ধি
- গ. সারাংশ, ভাব-সম্প্রসারণ
- ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
13. কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন?
- ক. নকুলেশ্বর বিদ্যাভূষণ
- খ. হরনাথ ঘোষ
- গ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ রাজা রামমোহন রায়
14. রাজা রামমোহন রায় রচিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ কত সালে বাংলায় অনূদিত হয়?
- ক. ১৮৩২ সালে
- খ. ১৮৩৩ সালে
- গ. ১৮৩৬ সালে
- ঘ. ১৮৩৮ সালে
উত্তরঃ ১৮৩৩ সালে
15. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. রূপতত্ত্বে
- খ. ধ্বনিতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. ভাষাতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে
16. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- ক. ধ্বনিতত্ত্বে
- খ. শব্দতত্ত্বে
- গ. বাক্যতত্ত্বে
- ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ ধ্বনিতত্ত্বে
17. কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?
- ক. রূপতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. ভাষাতত্ত্ব
- ঘ. বাক্যতত্ত্ব
উত্তরঃ ভাষাতত্ত্ব
18. উইলিয়াম কেরি রচিত A Grammer of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
- ক. ১৮০০ সালে
- খ. ১৮০১ সালে
- গ. ১৮০২ সালে
- ঘ. ১৮০৩ সালে
উত্তরঃ ১৮০১ সালে
- ক. মনোএল দ্য আস্সুস্পাসাঁও
- খ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
- গ. আব্রাহাম নোয়াম চমস্কি
- ঘ. রাজা রামমোহন রায়
উত্তরঃ মনোএল দ্য আস্সুস্পাসাঁও
20. মনোএল দ্য আসসুস্পসাঁও ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে?
- ক. ১৭৩০ সালে
- খ. ১৭৩২ সালে
- গ. ১৭৩৪ সালে
- ঘ. ১৭৫৬ সালে
উত্তরঃ ১৭৩৪ সালে
22. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
- ক. বাক্যতত্ত্ব
- খ. ধ্বনিতত্ত্ব
- গ. শব্দতত্ত্ব
- ঘ. অর্থতত্ত্ব
উত্তরঃ অর্থতত্ত্ব
23. 'লিঙ্গ', 'কারক', 'সমাস', 'ধাতু' ইত্যাদি ব্যাকারণের কোন অংশে আলোচিত হয়?
- ক. বাক্য গঠনে
- খ. বাক্যতত্ত্বে
- গ. ধ্বনিতত্ত্বে
- ঘ. রূপতত্ত্বে
উত্তরঃ রূপতত্ত্বে