বাংলা সংবাদপত্র

1. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

  • ক. আজাদ
  • খ. বঙ্গদর্শন
  • গ. বেঙ্গল গেজেট
  • ঘ. সমাচার দর্পণ

উত্তরঃ সমাচার দর্পণ

বিস্তারিত

2. বাংলাদেশের প্রথম সংবাদপত্র-

  • ক. আজাদ বঙ্গদর্শন
  • খ. বঙ্গদর্শণ
  • গ. সমাচার দর্পণ
  • ঘ. বেঙ্গল গেজেট

উত্তরঃ সমাচার দর্পণ

বিস্তারিত

3. ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়-

  • ক. ১৮১৮ সালে
  • খ. ১৮১৯ সালে
  • গ. ১৮২০ সালে
  • ঘ. ১৮২১ সালে

উত্তরঃ ১৮১৮ সালে

বিস্তারিত

4. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?

  • ক. দিকদর্শন
  • খ. সংবাদ প্রভাকর
  • গ. তত্ত্ববোধিনী
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ দিকদর্শন

বিস্তারিত

5. বাংলা ভাষার প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি?

  • ক. দিগদর্শন
  • খ. সমাচার দর্পণ
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. তত্ত্ববোধিনী

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

6. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

  • ক. প্রমথ নাথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. দীনবন্ধু মিত্র

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

7. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়-

  • ক. ১৮৪১ সালে
  • খ. ১৮৪২ সালে
  • গ. ১৮৫০ সালে
  • ঘ. ১৮৪৩ সালে

উত্তরঃ ১৮৪৩ সালে

বিস্তারিত

8. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. অক্ষয়কুমার দত্ত
  • গ. প্যারিচাঁদ মিত্র
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

বিস্তারিত

9. বাংলাদেশ ভুখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

  • ক. বরিশাল হিতৈষী
  • খ. সমাচার দর্পণ
  • গ. ঢাকা প্রকাশ
  • ঘ. রংপুর বার্তাবহ

উত্তরঃ রংপুর বার্তাবহ

বিস্তারিত

10. ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?

  • ক. সংবাদ
  • খ. ঢাকা প্রকাশ
  • গ. আজকের কাগজ
  • ঘ. ইত্তেফাক

উত্তরঃ ঢাকা প্রকাশ

বিস্তারিত

11. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

  • ক. প্যারীচাঁদ মিত্র
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. প্রমথ চৌধুরী

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত

12. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৮৬৫
  • খ. ১৮৭২
  • গ. ১৮৭৫
  • ঘ. ১৮৮১

উত্তরঃ ১৮৭২

বিস্তারিত

13. সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?

  • ক. মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
  • খ. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
  • গ. শেখ আব্দুর রহিম
  • ঘ. ইসমাইল হোসেন সিরাজী

উত্তরঃ শেখ আব্দুর রহিম

বিস্তারিত

14. ‘সবুজপত্র’ কি?

  • ক. উপন্যাস
  • খ. নাটক
  • গ. সাময়িকপত্র
  • ঘ. গদ্য সংকলন

উত্তরঃ সাময়িকপত্র

বিস্তারিত

15. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন-

  • ক. প্রমথ চৌধুরী
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. দক্ষিণারঞ্জন মিত্র

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

16. ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয়-

  • ক. ১৯০৯ সালে
  • খ. ১৯১০ সালে
  • গ. ১৯১৪ সালে
  • ঘ. ১৯২১ সালে

উত্তরঃ ১৯১৪ সালে

বিস্তারিত

17. ‘সবুজপত্র’ বাংলা ভাষা ও সাহিত্যে কী হিসেবে পরিচিত?

  • ক. একটি বিখ্যাত কাব্য গ্রন্থ
  • খ. এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
  • গ. বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
  • ঘ. অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক

উত্তরঃ বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা

বিস্তারিত

18. প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে?

  • ক. সাহিত্য
  • খ. কল্লোল
  • গ. সবুজপত্র
  • ঘ. কালিকলম

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

19. বাংলা সাহিত্যে কথারীতির প্রচার মাধ্যম হিসাবে কোন পত্রিকা ভূমিকা রাখে?

  • ক. কল্লোল
  • খ. সবুজপত্র
  • গ. কালিকলম
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

20. ‘সওগাত’ পত্রিকার সম্পদাক কে ছিলেন

  • ক. মোহাম্মদ নাসির উদ্দিন
  • খ. আবুল কালাম শামসুদ্দিন
  • গ. কাজী আব্দুল ওদুদ
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ মোহাম্মদ নাসির উদ্দিন

বিস্তারিত

21. মাসিক ‘সওগাত’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯১৫ সালে
  • খ. ১৯১৮ সালে
  • গ. ১৯৩০ সালে
  • ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ ১৯১৮ সালে

বিস্তারিত

22. মাসিক ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. মোহাম্মদ নাসির উদ্দিন
  • খ. আবুল কালাম শামসুদ্দিন
  • গ. কাজী আবদুল ওদুদ
  • ঘ. সিকান্দার আবু জাফর

উত্তরঃ মোহাম্মদ নাসির উদ্দিন

বিস্তারিত

23. ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-

  • ক. মীর মশাররফ হোসেন
  • খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
  • গ. মোজাম্মেল হক
  • ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী

উত্তরঃ মোজাম্মেল হক

বিস্তারিত

25. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

  • ক. কালি কলম
  • খ. প্রগতি
  • গ. কল্লোল
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ কল্লোল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects