বাংলা সংবাদপত্র

101. প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায় ১৮৫৪ সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়?

  • ক. ভারতী
  • খ. মাসিক পত্রিকা
  • গ. তত্ত্ববোধিনী
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ মাসিক পত্রিকা

বিস্তারিত

102. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়?

  • ক. তত্ত্ববোধিনী
  • খ. মাসিক পত্রিকা
  • গ. সবুজপত্র
  • ঘ. ভারতী

উত্তরঃ মাসিক পত্রিকা

বিস্তারিত

103. কোন পত্রিকায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়?

  • ক. জ্ঞানান্বেষণ
  • খ. তত্ত্ববোধিনী
  • গ. বিবিধার্থ সংগ্রহ
  • ঘ. বিজ্ঞান সেবধি

উত্তরঃ বিজ্ঞান সেবধি

বিস্তারিত

104. কোন পত্রিকাটি সম্পাদক তার স্ত্রীর নামে নামকরণ করেন?

  • ক. সাধনা
  • খ. মিহির
  • গ. আজিজুন নেহার
  • ঘ. কোহিনুর

উত্তরঃ আজিজুন নেহার

বিস্তারিত

106. সবুজপত্রে লিখতেন-

  • ক. অতুলচন্দ্র গুপ্ত
  • খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
  • গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • ঘ. ওপরের তিনজনই

উত্তরঃ ওপরের তিনজনই

বিস্তারিত

107. কোন পত্রিকাটি রবীন্দ্র প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করেছিলেন?

  • ক. কল্লোল
  • খ. কালিকলম
  • গ. প্রগতি
  • ঘ. তিনটিই

উত্তরঃ তিনটিই

বিস্তারিত

108. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক-

  • ক. মোজাম্মেল হক
  • খ. সৈয়দ এমদাদ আলী
  • গ. শেখ ফজলুল করিম
  • ঘ. মোঃ নাসিরউদ্দীন

উত্তরঃ মোঃ নাসিরউদ্দীন

বিস্তারিত

109. 'সবুজপত্র' সম্পদনা করেন-

  • ক. সুধীন্দ্রনাথ দত্ত
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ প্রমথ চৌধুরী

বিস্তারিত

110. থিয়েটার পত্রিকার সম্পাদক কে?

  • ক. সারা জাকের
  • খ. রামেন্দু মজুমদার
  • গ. আব্দুল্লাহ আল মামুন
  • ঘ. আসাদুজ্জামান নূর

উত্তরঃ রামেন্দু মজুমদার

বিস্তারিত

111. নারী সমাজের উন্নতির জন্য 'নারী শক্তি' নামে পত্রিকাটির প্রকাশক কে ছিলেন?

  • ক. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
  • খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
  • গ. কবি সুফিয়া কামাল
  • ঘ. ডা. লুৎফর রহমান

উত্তরঃ ডা. লুৎফর রহমান

বিস্তারিত

112. 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • গ. নবীনচন্দ্র সেন
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

113. নিচের কোনটি একটি পত্রিকার নাম?

  • ক. রক্তাক্ত মানচিত্র
  • খ. ইস্তাম্বুল যাত্রীর পত্র
  • গ. সবুজপত্র
  • ঘ. শবনম

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

114. কোনটি সাময়িক পত্রিকা?

  • ক. ধূমকেতু
  • খ. জুলফিকার
  • গ. নতুন চাঁদ
  • ঘ. বুলবুল

উত্তরঃ ধূমকেতু

বিস্তারিত

115. শের-এ বাংলা এ. কে. ফজলুল হকের পরিচালনায় দৈনিক 'নবযুগ' পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন?

  • ক. মুজাফফর আহমেদ
  • খ. মোহাম্মদ ওয়াজেদ আলী
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. আবুল কালাম শামসুদ্দিন

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

116. 'সওগাত' পত্রিকার প্রথম সম্পাদকের নাম চিহ্নিত করুন?

  • ক. মোঃ নাসিরউদ্দীন
  • খ. ড. আনিসুজ্জামান
  • গ. আবদুল কাদির
  • ঘ. সানাউল হক

উত্তরঃ মোঃ নাসিরউদ্দীন

বিস্তারিত

117. কোনটি বাংলা একাডেমী হতে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা?

  • ক. লোকায়ত
  • খ. বিন্দুধ্বনি
  • গ. উত্তরাধিকার
  • ঘ. টইটুম্বুর

উত্তরঃ উত্তরাধিকার

বিস্তারিত

118. শ্রীরামপুর মিশনারীদের চেষ্টায় কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়?

  • ক. সমাচার দর্পণ
  • খ. বাঙ্গাল গেজেট
  • গ. সংবাদ কৌমুদী
  • ঘ. সমাচার চন্দ্রিকা

উত্তরঃ সমাচার দর্পণ

বিস্তারিত

119. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি?

  • ক. সমাচার দর্পণ
  • খ. কল্লোল
  • গ. সবুজপত্র
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

120. চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি?

  • ক. সাধনা
  • খ. শিখা
  • গ. শনিবারের চিঠি
  • ঘ. সবুজপত্র

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

121. ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ'- এর মুখপাত্র ছিল কোন পত্রিকা?

  • ক. সওগাত
  • খ. মোহাম্মদী
  • গ. শিখা
  • ঘ. মুসলিম ভারত

উত্তরঃ শিখা

বিস্তারিত

122. বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি?

  • ক. আজাদ
  • খ. বঙ্গদর্শন
  • গ. সমাচার দর্পন
  • ঘ. বেঙ্গল গেজেট

উত্তরঃ সমাচার দর্পন

বিস্তারিত

123. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকপত্র কোনটি?

  • ক. সমাচার দর্পণ
  • খ. বেঙ্গল গেজেট
  • গ. বঙ্গদর্শন
  • ঘ. দিগদর্শন

উত্তরঃ দিগদর্শন

বিস্তারিত

124. বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র কোনটি?

  • ক. দিগদর্শন
  • খ. সমাচার দর্পণ
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. তত্ত্ববোধিনী

উত্তরঃ সংবাদ প্রভাকর

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects