বাংলা সংবাদপত্র

51. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী?

  • ক. কল্লোল
  • খ. সবুজপত্র
  • গ. কালিকলম
  • ঘ. বঙ্গদর্শন

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

52. ‘মাসিক মোহাম্মদী’ কোন সালে প্রকাশিত হয়?

  • ক. ১৯২৬ সালে
  • খ. ১৯২৭ সালে
  • গ. ১৯২৮ সালে
  • ঘ. ১৯২৯ সালে

উত্তরঃ ১৯২৭ সালে

বিস্তারিত

53. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন---

  • ক. বিনয় ঘোষ
  • খ. সিকান্দার আবু জাফর
  • গ. মোহাম্মদ আকরাম খাঁ
  • ঘ. তফাজ্জল হোসেন

উত্তরঃ সিকান্দার আবু জাফর

বিস্তারিত

54. সিকান্দার আবু জাফর কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

  • ক. সবুজপত্র
  • খ. সমকাল
  • গ. কবিতা
  • ঘ. সাহিত্য

উত্তরঃ সমকাল

বিস্তারিত

55. বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি-কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৮৮৬ সালে
  • খ. ১৮৯৯ সালে
  • গ. ১৯০৭ সালে
  • ঘ. ১৯১৩ সালে

উত্তরঃ ১৮৯৯ সালে

বিস্তারিত

56. বাংলা একাডেমী থেকে প্রকাশিত বাংলা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?

  • ক. সুন্দরম
  • খ. লোকায়ত
  • গ. উত্তরাধিকার
  • ঘ. কিছুক্ষণ

উত্তরঃ উত্তরাধিকার

বিস্তারিত

57. বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?

  • ক. সংবাদ প্রভাকর
  • খ. বঙ্গদশর্খন
  • গ. সবুজপত্র
  • ঘ. কালি ও কলম

উত্তরঃ সবুজপত্র

বিস্তারিত

58. কোনটি বাংলা একাডেমী হতে প্রকাশিত পত্রিকা নয়?

  • ক. লেখা
  • খ. উত্তরাধিকার
  • গ. ধানশালিকের দেশ
  • ঘ. নবারূণ

উত্তরঃ নবারূণ

বিস্তারিত

59. ‘সম্বাদ কৌমুদী’ সাময়িক পত্রিকাটি কোন পত্রিকার জবাব স্বরূপ প্রকাশিত হয়?

  • ক. দিগদর্শন
  • খ. সমাচার দর্পণ
  • গ. বঙ্গদূত
  • ঘ. বেঙ্গল গেজেট

উত্তরঃ সমাচার দর্পণ

বিস্তারিত

60. সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে?

  • ক. ১৭৮০ সালে
  • খ. ১৭৯৯ সালে
  • গ. ১৮১৮ সালে
  • ঘ. ১৮২২ সালে

উত্তরঃ ১৭৯৯ সালে

বিস্তারিত

61. বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি?

  • ক. বাঙ্গালা গেজেট
  • খ. বেঙ্গল গেজেট
  • গ. সংবাদ প্রভাকর
  • ঘ. সম্বাদ কৌমুদী

উত্তরঃ বাঙ্গালা গেজেট

বিস্তারিত

62. ঈশ্বরগুপ্তের ‘সংবাদ প্রভাকর’ কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৮২২ সালে
  • খ. ১৮২৯ সালে
  • গ. ১৮৩১ সালে
  • ঘ. ১৮৩৯ সালে

উত্তরঃ ১৮৩১ সালে

বিস্তারিত

63. ‘ভারতী’ পত্রিকার সম্পাদকের নাম কি?

  • ক. ঈশ্বরগুপ্ত
  • খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বঙ্কিমচন্দ্র

উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

64. বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় ‘সবুজপত্র’ প্রকাশিত হয়?

  • ক. রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির বছর
  • খ. প্রথম বিশ্বযুদ্ধ গুরুর বছর
  • গ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের বছর
  • ঘ. মধুসূদনের ধর্মান্তরিত হওয়ার বছর

উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধ গুরুর বছর

বিস্তারিত

65. মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি?

  • ক. সমাচার সভারাজেন্দ্র
  • খ. জগদদ্দীপক ভাঙ্কর
  • গ. আজীজুন নেহার
  • ঘ. সুধাকর

উত্তরঃ সমাচার সভারাজেন্দ্র

বিস্তারিত

66. কোন পত্রিকাটি পূর্ববঙ্গ (বাংলাদেশ) থেকে প্রকাশিত হতো?

  • ক. কোহিনুর
  • খ. কল্লোল
  • গ. কালিকলম
  • ঘ. প্রচারক

উত্তরঃ কোহিনুর

বিস্তারিত

67. ‘কল্লোল’ পত্রিকাটি কত বছর চলমান ছিল?

  • ক. সাত বছর
  • খ. আট বছর
  • গ. নয় বছর
  • ঘ. দশ বছর

উত্তরঃ সাত বছর

বিস্তারিত

68. ‘কল্লোল’ পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন-

  • ক. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
  • খ. মানিক বন্দ্যোপাধ্যায়
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. এঁরা প্রত্যেকেই

উত্তরঃ এঁরা প্রত্যেকেই

বিস্তারিত

69. ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি?

  • ক. কল্লোল
  • খ. কালিকলম
  • গ. প্রগতি
  • ঘ. শিখা

উত্তরঃ শিখা

বিস্তারিত

70. কবি জসীমউদদীনের জন্ম সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়?

  • ক. লহরী
  • খ. বাসনা
  • গ. প্রচারক
  • ঘ. নবনূর

উত্তরঃ নবনূর

বিস্তারিত

71. “আনন্দময়ীর আগমনে’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • ক. নবযুগ
  • খ. বিজলী
  • গ. ধূমকেতু
  • ঘ. লাঙল

উত্তরঃ ধূমকেতু

বিস্তারিত

72. ‘আয় চলে আয়, রে ধূমকেতু, আঁধারে বাধ অগ্নিকেতু’। ধূমকেতু পত্রিকা সম্পর্কে এই উক্তিটি কোন লেখকের?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. কাজী মোতাহর হোসেন
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

73. ‘কল্লোল’ পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায়?

  • ক. ১৯২৩ সালে
  • খ. ১৯২৭ সালে
  • গ. ১৯২৯ সালে
  • ঘ. ১৯৩০ সালে

উত্তরঃ ১৯৩০ সালে

বিস্তারিত

74. শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে ‘গাজী আব্বাস বিটকেল’ বলা হতো?

  • ক. মীর মশাররফ হোসেনকে
  • খ. মুহাম্মদ বরকতুল্লাহকে
  • গ. কাজী নজরুল ইসলামকে
  • ঘ. এস ওয়াজেদ আলীকে

উত্তরঃ কাজী নজরুল ইসলামকে

বিস্তারিত

75. ‘মানসী পত্রিকা’ কে সম্পাদনা করতেন?

  • ক. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • খ. যতীন্দ্রমোহন বাগচী
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. ফররুখ আহমদ

উত্তরঃ যতীন্দ্রমোহন বাগচী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects