বাংলা সংবাদপত্র
26. কাজী নজরুল ইসলাম নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা?
- ক. কবিতা
- খ. পত্রিকা
- গ. উপন্যাস
- ঘ. ছোটগল্প
উত্তরঃ পত্রিকা
27. কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধুমকেতু’ কতসালে প্রথম প্রকাশিত হয়?
- ক. ১৯৩০
- খ. ১৯২০
- গ. ১৯২২
- ঘ. ১৯৩২
উত্তরঃ ১৯২২
28. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন?
- ক. সবুজপত্র
- খ. শনিবারের চিঠি
- গ. ধূমকেতু
- ঘ. কল্লোল
উত্তরঃ ধূমকেতু
29. ‘দৈনিক নবযুগ’ এর ১৯২০ সালের প্রথম ওপ্রধান সম্পাদক কে ছিলেন?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. মুজাফ্ফর আহম্মদ
- গ. একে ফজলুল হক
- ঘ. কাজী ইমদাদুল হক
উত্তরঃ মুজাফ্ফর আহম্মদ
30. কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?
- ক. আজাদ
- খ. সওগাত
- গ. নবযুগ
- ঘ. ধূমকেতু
উত্তরঃ নবযুগ
31. ‘দৈনিক নবযুগ’ পত্রিকার সম্পাদক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. কাজী নজরুল ইসলাম
- গ. মোজাম্মেল হক
- ঘ. মাওলানা আকরাম খাঁ
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
34. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. মোহাম্মদ আকরাম খাঁ
- খ. তফাজ্জল হেসেন
- গ. নাসিরুদ্দিন
- ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ সিকান্দার আবু জাফর
37. ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কী?
- ক. শিখা
- খ. সমকাল
- গ. অভিযান
- ঘ. জয়শ্রী
উত্তরঃ শিখা
38. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেছিলেন?
- ক. রাজা রামমোহন রায়
- খ. দীনবন্ধু মিত্র
- গ. মাইকেল মধুসূদন দত্ত
- ঘ. কাঙ্গাল হরিণাথ
উত্তরঃ কাঙ্গাল হরিণাথ
39. কাঙাল হরিণাথ সম্পাদিত পত্রিকার নামঃ
- ক. গ্রামবার্তা প্রকাশিকা
- খ. অমৃতবাজার পত্রিকা
- গ. রংগপুর বার্তাবহ
- ঘ. সমাচার দর্পণ
উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা
40. সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?
- ক. ১৯৫২ সালে
- খ. ১৯৪৮ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ১৯৫৫ সালে
উত্তরঃ ১৯৪৭ সালে
41. বাংলাদেশে (বিভাগোত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথশ প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি?
- ক. বেগম শামসুন নাহার মাহমুদ
- খ. নূরজাহান বেগম
- গ. বেগম ফয়জুন্নেসা
- ঘ. বেগম সারা আহসান উল্লাহ
উত্তরঃ নূরজাহান বেগম
42. ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- ক. হুমায়ুন কবির
- খ. ফজল শাহাবুদ্দীন
- গ. আবুল হোসেন
- ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ হুমায়ুন কবির
43. কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত?
- ক. লোকায়াত
- খ. উত্তরাধিকার
- গ. কারণতুন দিগন্ত
- ঘ. সুন্দরম
উত্তরঃ উত্তরাধিকার
44. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি
- ক. বাংলা জার্নাল
- খ. কিশোর জার্নাল
- গ. উত্তরাধিকার
- ঘ. ধান মালিকের দেশ
উত্তরঃ ধান মালিকের দেশ
45. নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসাবে পরিচিত?
- ক. নবারুণ
- খ. উন্মাদ
- গ. অগত্যা
- ঘ. ধান শালিকের দেশ
উত্তরঃ ধান শালিকের দেশ
46. ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম-
- ক. আনোয়ার হোসেন
- খ. মঈনুল হোসেন
- গ. তফাজ্জল হোসেন
- ঘ. সিরাজউদ্দিন হোসেন
উত্তরঃ তফাজ্জল হোসেন
- ক. ইংরেজি শিক্ষা
- খ. দেশ বিদেশে ঘুরে বেড়ানো
- গ. সহশিক্ষা
- ঘ. স্বদেশ প্রেম ও মানবতাবোধ
উত্তরঃ স্বদেশ প্রেম ও মানবতাবোধ
48. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
- ক. রোমান্টিসিজম
- খ. আধুনিকতাবাদ
- গ. উত্তরাধুনিকতবাদ
- ঘ. বাস্তববাদ
উত্তরঃ উত্তরাধুনিকতবাদ
49. গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়-
- ক. সাধারণ মানুষ অর্থে
- খ. জনগণের রচিত সাহিত্য অর্থে
- গ. লোকসাহিত্য অর্থে
- ঘ. জনগণের জন্য রচিত সাহিত্য অর্থে
উত্তরঃ সাধারণ মানুষ অর্থে
50. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
- ক. মুন্সী মেহেরুল্লা
- খ. সঞ্জয় ভট্টাচার্য
- গ. কামিনী রায়
- ঘ. মোজাম্মেল হক
উত্তরঃ সঞ্জয় ভট্টাচার্য