বাংলা সংবাদপত্র

76. ঢাকা থেকে প্রকাশিত আঙ্গুর (কিশোর পত্রিকা) পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • খ. হেকিম হাবিবুর রহমান
  • গ. আবুল হাসান
  • ঘ. ড. এনামুলক হক

উত্তরঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

77. ‘নওবাহার’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?

  • ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
  • খ. গোলাম মোস্তফা
  • গ. ড. এনামুলক হক
  • ঘ. মোহাম্মদ ওয়াজেদ আলী

উত্তরঃ গোলাম মোস্তফা

বিস্তারিত

78. 'শিখা' পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল?

  • ক. মুসলিম বাংলা
  • খ. মুসলিম সাহিত্য সমাজ
  • গ. এশিয়াটিক সোসাইটি
  • ঘ. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ

উত্তরঃ মুসলিম সাহিত্য সমাজ

বিস্তারিত

79. বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয়?

  • ক. ১৯২৩ সালে
  • খ. ১৯২৪ সালে
  • গ. ১৯২৫ সালে
  • ঘ. ১৯২৭ সালে

উত্তরঃ ১৯২৩ সালে

বিস্তারিত

80. কল্লোল যুগের কবি কে ছিলেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. জীবনানন্দ দাশ
  • গ. শামসুর রহমান
  • ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

81. 'সমকাল পত্রিকা' প্রকাশিত হয়-

  • ক. করাচী থেকে
  • খ. কলকাতা থেকে
  • গ. ঢাকা থেকে
  • ঘ. পাটনা থেকে

উত্তরঃ ঢাকা থেকে

বিস্তারিত

82. 'লাঙ্গল' পত্রিকার সম্পাদক কে?

  • ক. মোজাম্মেল হক
  • খ. মোহাম্মদ নাসির উদ্দিন
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. মোহাম্মদ আকরাম খাঁ

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

83. বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?

  • ক. ১৮৩৯ সালে
  • খ. ১৭৮০ সালে
  • গ. ১৮৩৩ সালে
  • ঘ. ১৮২৯ সালে

উত্তরঃ ১৮২৯ সালে

বিস্তারিত

84. 'ভারতী' পত্রিকা কে সম্পাদনা করতেন?

  • ক. নিরুপমা দেবী
  • খ. কামিনী রায়
  • গ. স্বর্ণকুমারী দেবী
  • ঘ. মানকুমারী দেবী

উত্তরঃ স্বর্ণকুমারী দেবী

বিস্তারিত

85. ‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল-

  • ক. ১৮০০ খ্রিস্টাব্দ
  • খ. ১৮১৮ খ্রিস্টাব্দ
  • গ. ১৮৩৫ খ্রিস্টাব্দ
  • ঘ. ১৮৫০ খ্রিস্টাব্দ

উত্তরঃ ১৮১৮ খ্রিস্টাব্দ

বিস্তারিত

86. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত পত্রিকা নয়-

  • ক. মিহির
  • খ. হাফেজ
  • গ. সুধাকর
  • ঘ. কোহিনুর

উত্তরঃ কোহিনুর

বিস্তারিত

87. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-

  • ক. মাহেনও
  • খ. সওগাত
  • গ. ধূমকেতু
  • ঘ. কালিকলম

উত্তরঃ ধূমকেতু

বিস্তারিত

88. বাংলা ভাষার প্রথম সাময়িকী হলো-

  • ক. দিগদর্শন
  • খ. বেঙ্গল গেজেট
  • গ. সমাচার দর্পন
  • ঘ. নবযুগ

উত্তরঃ দিগদর্শন

বিস্তারিত

89. তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে?

  • ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • খ. রামমোহন রায়
  • গ. অক্ষয়কুমার দত্ত
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

বিস্তারিত

90. ব্রাহ্মসমাজের মুখপাত্র হিসেবে খ্যাত 'তত্ত্ববোধনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. অক্ষয়কুমার দত্ত
  • খ. রামমোহন রায়
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

বিস্তারিত

91. 'Bengali Gazette' সাময়িক পত্রিকাটি কোন ভাষায় রচিত?

  • ক. ইংরেজি
  • খ. সংস্কৃত
  • গ. বাংলা
  • ঘ. হিন্দি

উত্তরঃ ইংরেজি

বিস্তারিত

92. বাংলা প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক কে ছিলেন?

  • ক. ক্লার্ক মার্শম্যান
  • খ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
  • গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • ঘ. শ্রীরামপুর মিশনারীরা

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

বিস্তারিত

93. প্রথম বাংলা সাময়িকপত্র কোনটি?

  • ক. বেঙ্গল গেজেট
  • খ. দিকদর্শন
  • গ. সমাচার দর্পন
  • ঘ. বঙ্গদূত

উত্তরঃ দিকদর্শন

বিস্তারিত

94. 'সম্বাদ কৌমুদী' পত্রিকাটি ছিল-

  • ক. দৈনিক
  • খ. সাপ্তাহিক
  • গ. পাক্ষিক
  • ঘ. মাসিক

উত্তরঃ সাপ্তাহিক

বিস্তারিত

95. সম্বাদ কৌমুদী'র সাথে সম্পর্ক ছিন্ন করে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন পত্রিকা প্রকাশ করেন?

  • ক. সমাচার চন্দ্রিকা
  • খ. সংবাদ তিমির নাশক
  • গ. বঙ্গদূত
  • ঘ. পার্শ্বপদাবলী

উত্তরঃ সমাচার চন্দ্রিকা

বিস্তারিত

96. ১৮৩১ সালে প্রকাশিত 'জ্ঞানান্বেষণ' পত্রিকার প্রকাশক কে?

  • ক. নীলরত্ন হালদার
  • খ. দক্ষিণারঞ্জন মিত্র
  • গ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
  • ঘ. রামমোহন রায়

উত্তরঃ দক্ষিণারঞ্জন মিত্র

বিস্তারিত

97. নিচের কোন পত্রিকাটি জীবজন্তু বিষয়ক?

  • ক. সংবাদ তিমির নাশক
  • খ. পশ্বাবলী
  • গ. বিজ্ঞান-সেবধি
  • ঘ. বঙ্গদূত

উত্তরঃ পশ্বাবলী

বিস্তারিত

98. তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদকের নাম কি?

  • ক. অবনীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ঈশ্বরগুপ্ত
  • গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. অক্ষয় কুমার দত্ত

উত্তরঃ অক্ষয় কুমার দত্ত

বিস্তারিত

99. 'ভারতী' পত্রিকার সম্পাদকের নাম কি?

  • ক. ঈশ্বরগুপ্ত
  • খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • গ. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. বঙ্কিমচন্দ্র

উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

100. বাংলা প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি?

  • ক. বিবিধার্থ সংগ্রহ
  • খ. বঙ্গদর্শন
  • গ. ভারতী
  • ঘ. রহস্যসন্দর্ভ

উত্তরঃ বিবিধার্থ সংগ্রহ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects