বাংলা সংবাদপত্র
126. কোন পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল স্বধর্ম, স্বদেশ ও মাতৃভাষার সেবা করা?
- ক. সওগাত
- খ. বঙ্গদর্শন
- গ. ধূমকেতু
- ঘ. আল এসলাম
উত্তরঃ আল এসলাম
127. সুকান্ত ভট্টাচার্য 'দৈনিক স্বাধীনতা' পত্রিকার কোন বিভাগের আজীবন সম্পাদক ছিলেন?
- ক. সাহিত্য বিভাগ
- খ. কিশোর সভা বিভাগ
- গ. ফিচার বিভাগ
- ঘ. চিঠিপত্র বিভাগ
উত্তরঃ কিশোর সভা বিভাগ
128. অক্ষয়কুমার দত্ত কত সাল পর্যন্ত 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন?
- ক. ১৮৪৩ সাল
- খ. ১৮৪৯ সাল
- গ. ১৮৫৩ সাল
- ঘ. ১৮৫৫ সাল
উত্তরঃ ১৮৫৫ সাল
129. রবীন্দ্রনাথের প্রথম কাব্য 'বনফুল' প্রকাশিত হয় কোন পত্রিকায়?
- ক. ভারতী
- খ. সাময়িক পত্র
- গ. জ্ঞানাঙ্কুর
- ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ জ্ঞানাঙ্কুর
130. বঙ্কিমচন্দ্র সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশ কাল-
- ক. ১৮৬৫
- খ. ১৮৭০
- গ. ১৮৭২
- ঘ. ১৮৭৪
উত্তরঃ ১৮৭২
131. নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
- ক. মোসলেম ভারত
- খ. বিজলী
- গ. সবুজপত্র
- ঘ. ধূমকেতু
উত্তরঃ ধূমকেতু
133. ১৯৯৪ সালে যে প্রবন্ধাকার বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন-
- ক. হুমায়ন আজাদ
- খ. আহমদ রফিক
- গ. ওয়াকিল আহমদ
- ঘ. আবদুল মতিন খান
উত্তরঃ ওয়াকিল আহমদ
134. বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে বর্তমানে কোন প্রতিষ্ঠানের সমধিক খ্যাতি বিদ্যমান?
- ক. শিল্পকলা একাডেমী
- খ. শিশু একাডেমী
- গ. এশিয়াটিক সোসাইটি
- ঘ. বাংলা একাডেমী
উত্তরঃ বাংলা একাডেমী
135. কোন বিষয়ের উপর বাংলা একাডেমী প্রতি বছর পুরস্কার প্রদান করে?
- ক. শিক্ষা
- খ. সাংবাদিকতা
- গ. সাহিত্য
- ঘ. শিল্পকলা
উত্তরঃ সাহিত্য
136. মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য
- ক. এয়াকুব আলী চৌধুরী
- খ. শেখ ফজলুল করিম
- গ. কাজী আবদুল ওদুদ
- ঘ. কায়কোবাদ
উত্তরঃ কাজী আবদুল ওদুদ
138. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়--
- ক. শিখা
- খ. সবুজপত্র
- গ. বিজলী
- ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ বিজলী
139. বদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত 'কবিতা' একটি--
- ক. পত্রিকা
- খ. কাব্যগ্রন্থ
- গ. উপন্যাস
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ পত্রিকা
140. ”সমাচার দর্পণ” পত্রিকার প্রকাশকাল---
- ক. ১৮০০ খ্রিস্টাব্দ
- খ. ১৮১৮ খ্রিস্টাব্দ
- গ. ১৮৩৫ খ্রিস্টাব্দ
- ঘ. ১৮৫০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ১৮১৮ খ্রিস্টাব্দ
141. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম ----
- ক. অবধূত
- খ. সমকাল
- গ. শতদল
- ঘ. বাসন্তিকা
উত্তরঃ বাসন্তিকা
142. ‘শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা?
- ক. মন্তব্যধর্মী
- খ. নীতিকথা
- গ. হাস্যরসাত্মক
- ঘ. তথ্য সমৃদ্ধ
উত্তরঃ হাস্যরসাত্মক