প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গামা
1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ”কৃষ্ণকান্তের উইল” উপন্যাসের প্রধানদুটি চরিত্রের নাম---
- ক. গোবিন্দলাল ও রোহিনী
- খ. সুরেশ ও অচলা
- গ. মধুসূনদ ও কুমুদিনি
- ঘ. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
2. ”ইসলামের ইতিহাস ও ঐতিহ্য” কোন কাব্যের উপজীব্য?
- ক. দিলরুবা-আব্দুল কাদির
- খ. সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ
- গ. নুরনামা-আব্দুল হাকিম
- ঘ. কোনোটিই নয়
3. ”কাশবনের কন্যা” কোন জাতীয় রচনা?
- ক. নাটক
- খ. কাব্য
- গ. ছোটগল্প
- ঘ. উপন্যাস
4. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
- ক. দিকদর্শন
- খ. বঙ্গদর্শন
- গ. তত্ত্ববোধিনী
- ঘ. সংবাদ প্রভাকর
- ক. আভ্যন্তরীণ
- খ. আভ্যন্তরীন
- গ. অভ্যন্তরীণ
- ঘ. অভ্যন্তরীন
7. ”রাত্রির শেষ ভাগ” এক কথায়--
- ক. পররাত্র
- খ. মহানিশা
- গ. যামিনী
- ঘ. রাত্রিশেষ
8. কোনটি “অধিত্যকা” শব্দের বিপরীতার্থক শব্দ?
- ক. অন্ধকার
- খ. তিরোভাব
- গ. হালকা
- ঘ. উপত্যকা
9. ”ঐহিক” শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক. অবনতি
- খ. অদৃশ্য
- গ. অকৃতজ্ঞ
- ঘ. পারত্রিক
11. নীল যে অম্বর = নীলাম্বর - কোন সমাস?
- ক. বহুব্রীহি
- খ. তৎপুরুষ
- গ. কর্মধারয়
- ঘ. অব্যয়ীভাব
12. ”তিনি ব্যকরণে পন্ডিত” -বাক্যে “ব্যকরণে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. অধিকরণে ৭মী
- খ. কর্মে ৭মী
- গ. করণে ৭মী
- ঘ. অপাদানে ৭মী
13. ”জগতে কীর্তিমান হও সাধনায়”--বাক্যে “সাধনায়” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্তায় ৭মী
- খ. কর্মে ২য়
- গ. অধিকরণে ৭মী
- ঘ. করণে ৭মী
14. কোনটি “নিরাময়” শব্দের সন্ধি বিচ্ছেদ?
- ক. নিরা + ময়
- খ. নিঃ + আময়
- গ. নির + ময়
- ঘ. নিঃ + ময়
15. ”সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?
- ক. সাহ+চর+র্য
- খ. সহচর+্য-ফলা
- গ. সহচর + য
- ঘ. কোনোটিই নয়
16. ”সাক্ষী গোপাল” এর অর্থ কী?
- ক. নিষ্ক্রিয় দর্শক
- খ. কর্তব্যবিমুখ
- গ. সক্রিয় দর্শক
- ঘ. কর্তব্যপরায়ণ
17. ”বড়র পীরিতি বালির বাঁধ” বাগধারাটির সঠিক অর্থ---
- ক. কোন বাধ্যবাধকতা নেই
- খ. একতরফা
- গ. চাপের মুখের ভেঙ্গে যায়
- ঘ. ভঙ্গুর
19. ”কিরণ” এর সমার্থক শব্দ নয়-----
- ক. রশ্মি
- খ. রবি
- গ. কর
- ঘ. প্রভা
20. সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?
- ক. উত্তর পদ
- খ. পর পদ
- গ. দক্ষিণ পদ
- ঘ. পূর্ব পদ
21. Choose the right word for the blank space in "Rashed will come to Bangladesh----plane"
- ক. with
- খ. from
- গ. by
- ঘ. at
22. Find the correct use of the word "with"
- ক. He was very nice with me
- খ. Be patient with him
- গ. The teacher was trembling with rage
- ঘ. I am cross with you
23. The synonym of "Incite" is---
- ক. Instigate
- খ. Permit
- গ. Urge
- ঘ. Deceive
24. What is the correct synonym of "Isolation"?
- ক. Loveliness
- খ. Sadness
- গ. Depression
- ঘ. Separation
25. The antonym of "Patriot"is ---
- ক. Treacherous person
- খ. Traitor
- গ. Criminal
- ঘ. Tout