১২তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা

1. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?

  • ক. কাঁদো নদী কাঁদো
  • খ. দুই সৈনিক
  • গ. রাইফেল রোটি আওরাত
  • ঘ. নেকড়ে অরণ্য

4. ‘বাংলাদেশ যেন জয়লাভ করে’। এটি কোন ধরনের বাক্য?

  • ক. আবেগসূচক
  • খ. প্রার্থনাসূচক
  • গ. বর্ণনাত্বক
  • ঘ. অনুজ্ঞাসূচক

5. ‘গুনাহ’ কোন ভাষার শব্দ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. উর্দু
  • ঘ. হিন্দি

6. ফররুখ আহমেদের কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. মা যে জননী কান্দে
  • খ. সন্দীপের চর
  • গ. অদৃশ্যবাদীদের রান্নাবান্না
  • ঘ. মুহূর্তের কবিতা

8. ‘চিত্তনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা -

  • ক. অমিয় চক্রবর্তী
  • খ. বিহারীলাল চক্রবর্তী
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. চিত্তরঞ্জন দাস

9. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য?

  • ক. বাল্মীকি প্রতিভা
  • খ. বিসর্জন
  • গ. চিত্রাঙ্গদা
  • ঘ. রাজা ও রানী

12. The expression 'Voir Dire' means -

  • ক. telling the truth
  • খ. lying in the count
  • গ. evidence of the witness
  • ঘ. speaking lies

16. A cock crews but a crow -

  • ক. coos
  • খ. caws
  • গ. lows
  • ঘ. bleats

17. The saying 'Enough. is enough' is used to mean -

  • ক. something to stop
  • খ. something to continue
  • গ. to stop behaving badly
  • ঘ. instructions are clear

18. Identify the correct passive form of 'fortune favours the brave'

  • ক. The brave is favoured by fortune.
  • খ. The brave are favoured by fortune.
  • গ. The brave were favoured by fortune.
  • ঘ. The brave are favoured by fortune.

24. কোনটি মিডিয়া?

  • ক. রাউটার
  • খ. অপটিক্যাল ফাইবার
  • গ. নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  • ঘ. প্রটোকল


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics