১২তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
26. একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও একটি কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে -
- ক. পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
- খ. কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
- গ. এরা একই সময়ে মাটিতে পড়বে
- ঘ. উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে
27. নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক. স্থিতি শক্তি
- খ. গতি শক্তি
- গ. ঘর্ঘণ শক্তি
- ঘ. যান্ত্রিক শক্তি
28. নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয়?
- ক. গ্লোমারুলাস
- খ. মাইনর কেলিস
- গ. নেফ্রন
- ঘ. মেজর কেলিস
29. এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক. নারীর সম অধিকার
- খ. মানবাধিকার
- গ. মানসম্মত শিক্ষা
- ঘ. জলবায়ু
30. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন -
- ক. কারাগারের রোজনামচা
- খ. থালা বাটি কম্বল জেলখানার সম্বল
- গ. অসমাপ্ত আত্মজীবনী
- ঘ. কারাগারের রাতদিন
31. নিচের কোনটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়?
- ক. মাথাপিছু জাতীয় আয়
- খ. অর্থনৈতিক দুর্বলতা সূজক
- গ. রপ্তানি আয় সূচক
- ঘ. মানবসম্পদ সূচক
32. Ping Pong Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত?
- ক. জাপান
- খ. কোরিয়া
- গ. আমেরিকা
- ঘ. চীন
33. 'Bangladesh Road' কোন শহরের একটি সড়কের নাম?
- ক. Danane Town
- খ. Fish Town
- গ. Dalaba
- ঘ. Freetown
35. ২১ তম বিশ্বকাপ ফুটবল আসরে কয়টি মুসলিম দেশ অংশ নিচ্ছে?
- ক. ৬টি
- খ. ৭টি
- গ. ৮টি
- ঘ. ৯টি
36. কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয়?
- ক. চীন
- খ. ভারত
- গ. পাপুয়া নিউ গিনি
- ঘ. রাশিয়া
37. ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরূদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন -
- ক. ফকির মজনু শাহ
- খ. মঙ্গল পাণ্ডে
- গ. সৈয়দ নিসার আলী
- ঘ. নেতাজী সুভাষ চন্দ্র বসু
38. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির -
- ক. মতৈক্য ও সমঝোতা
- খ. ঐক্য ও সংহতি
- গ. ভাষা ও সংস্কৃতি
- ঘ. ভাষা ও আচার-অনুষ্ঠান
39. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. তৃতীয়
- ঘ. চতুর্থ
40. In Anwar Hossain Chowdhury vs. Bangladesh 41 DLR (AD) the Supreme court established the -
- ক. doctrine of basic structure of the constitution
- খ. separation of judiciary
- গ. illegality of Martial low
- ঘ. secularism in the constitution
41. Write of Quo-Warranto এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
- ক. ১০২(খ)(আ)
- খ. ১০২(খ)(অ)
- গ. ১০২(ক)(আ)
- ঘ. ১০২(ক)(অ)
43. Kazi Mukhlesur Rahman vs. Bangladesh 26 DLR (SC) (Berubari Case) is also knwon as the -
- ক. Second Amendment Case
- খ. Third Amendment Case
- গ. Fouth Amendment Case
- ঘ. Fith Amendment Case
44. The Evidence Act, 1872 প্রণয়ন করেন -
- ক. James Spenser
- খ. James Stuart
- গ. James Stephen
- ঘ. James Steven
45. The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিচের কোন দলিলটি Public Document নয়?
- ক. সার্টিফাইড কপি অব রেজিস্টার্ড পাওয়ার অব এর্টনি
- খ. তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
- গ. গ্রেফতারী পরোয়ানা
- ঘ. কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র
46. মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- ক. ম্যাজিস্ট্রেট বাতিত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেয়া যায় না
- খ. পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
- গ. মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেয়া যাবে
- ঘ. মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
- ক. সরাসরি বাতিল করবে
- খ. অসামঞ্জস্যপূর্ণ হলে বাতিল করবে
- গ. প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না
- ঘ. এর কোনোটি প্রযোজ্য হবে না
48. পারিবারিক আদালত কর্তৃক মোহরানা বাবদ প্রদত্ত ৫,০০০/- টাকার ডিক্রির বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
- ক. হাইকোর্ট বিভাগে
- খ. জেলা জজ আদালতে
- গ. যুগ্ম জেলা জজ আদালতে
- ঘ. আপিল চলে না
49. পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এ বর্ণিত আদালত বলতে বুঝায় -
- ক. সহকারী জজ
- খ. পারিবারিক আদালত
- গ. জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
- ঘ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
50. মুসলিম আইনে ‘মুশাহ’ অর্থ -
- ক. দান
- খ. অপ্রক্রয়
- গ. অবিভক্ত অংশ
- ঘ. বিক্রয়