১২তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা

26. একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও একটি কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে -

  • ক. পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
  • খ. কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
  • গ. এরা একই সময়ে মাটিতে পড়বে
  • ঘ. উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে

29. এসডিজি-৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

  • ক. নারীর সম অধিকার
  • খ. মানবাধিকার
  • গ. মানসম্মত শিক্ষা
  • ঘ. জলবায়ু

30. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন -

  • ক. কারাগারের রোজনামচা
  • খ. থালা বাটি কম্বল জেলখানার সম্বল
  • গ. অসমাপ্ত আত্মজীবনী
  • ঘ. কারাগারের রাতদিন

31. নিচের কোনটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয়?

  • ক. মাথাপিছু জাতীয় আয়
  • খ. অর্থনৈতিক দুর্বলতা সূজক
  • গ. রপ্তানি আয় সূচক
  • ঘ. মানবসম্পদ সূচক

40. In Anwar Hossain Chowdhury vs. Bangladesh 41 DLR (AD) the Supreme court established the -

  • ক. doctrine of basic structure of the constitution
  • খ. separation of judiciary
  • গ. illegality of Martial low
  • ঘ. secularism in the constitution

45. The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিচের কোন দলিলটি Public Document নয়?

  • ক. সার্টিফাইড কপি অব রেজিস্টার্ড পাওয়ার অব এর্টনি
  • খ. তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
  • গ. গ্রেফতারী পরোয়ানা
  • ঘ. কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র

46. মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  • ক. ম্যাজিস্ট্রেট বাতিত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেয়া যায় না
  • খ. পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
  • গ. মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেয়া যাবে
  • ঘ. মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে

47. কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রবর্তিত হলে ঐ আইন পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম -

  • ক. সরাসরি বাতিল করবে
  • খ. অসামঞ্জস্যপূর্ণ হলে বাতিল করবে
  • গ. প্রাপ্ত অধিকারকে ক্ষুণ্ণ করবে না
  • ঘ. এর কোনোটি প্রযোজ্য হবে না

49. পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এ বর্ণিত আদালত বলতে বুঝায় -

  • ক. সহকারী জজ
  • খ. পারিবারিক আদালত
  • গ. জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
  • ঘ. নির্বাহী ম্যাজিস্ট্রেট

50. মুসলিম আইনে ‘মুশাহ’ অর্থ -

  • ক. দান
  • খ. অপ্রক্রয়
  • গ. অবিভক্ত অংশ
  • ঘ. বিক্রয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics