১২তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
- ক. জামানত বিহীন ঋণ
- খ. জামানতে গৃহীত ঋণ
- গ. বকেয়া করের দাবী
- ঘ. চুক্তির সুবিধা বা লাভের দাবী
77. উত্তরকালীন অসম্ভবতা (supervening impossibillity) এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়?
- ক. চু্ক্তি করার সময় চু্ক্তি পালন সম্ভব ছিল
- খ. চু্ক্তি পরবর্তী কার্য সম্পাদন কার্য সম্পাদন অসম্ভব নয়
- গ. অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
- ঘ. অসম্ভবতা প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে হয়
- ক. ১ মাস
- খ. ২ মাস
- গ. ৩ মাস
- ঘ. ৪ মাস
79. রিসিভার নিয়োগ দেয়া হয় The Code of Civil Procedure, 1908 এর ....... অনুযায়ী।
- ক. Order XL, rule 1
- খ. Order XLI, rule 1
- গ. Order XLII, rule 1
- ঘ. Order XLIII, rule 1
81. অধস্তন আদালতের ভাষা কি হবে তা The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে?
- ক. ১২৮
- খ. ১০৭
- গ. ১৩৭
- ঘ. ১৪০
- ক. ষাট দিন
- খ. তিন মাস
- গ. দুই মাস
- ঘ. নব্বই দিন
83. As per Section 89A of the Code of Civil Procedure, 1908 after filling written statement the court -
- ক. may refer the dispute for mediation
- খ. may refer the dispute for conciliation
- গ. shall may refer the dispute for mediation
- ঘ. shall may refer the dispute for conciliation
85. দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনুযায়ী?
- ক. The Code of Civil Procedure, 1908
- খ. The General Clauses Act, 1897
- গ. The Civil Courts Act, 1887
- ঘ. The Constitution of the People's Republic of Bangladesh
86. কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়?
- ক. ১৫
- খ. ৭
- গ. ১০
- ঘ. ৩০
87. The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চু্ক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো -
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ৩ বছর
- ঘ. ৪ বছর
89. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি কী?
- ক. অনধিক বারো বছর এবং অন্যূন পাঁচ বছর কারাদণ্ড, বা অনধিক দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- খ. অনধিক দশ বছর এবং অন্যূন তিন বছর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- গ. অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
- ঘ. সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক পঞ্চাশ লাখ টাকা অর্থদণ্ড
- ক. অর্থঋণ আদালতে নিয়মিত মামলা
- খ. যুগ্ম জেলা জজ আদালতে টাকার মামলা
- গ. সিনিয়র সহকারী জজ আদালতে টাকার মামলা
- ঘ. সার্টিফিকেট মামলা
- ক. সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- খ. উপ পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- গ. পরিচালক মপমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
- ঘ. কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা
93. শিশু আইন, ২০১৩ অনুযায়ী ‘শিশু’র বয়স অনূধ্র্ব - বৎসর -
- ক. ১৬
- খ. ১৭
- গ. ১৮
- ঘ. ২১
94. মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না -
- ক. মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে
- খ. বিরোধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে
- গ. স্ব-উদ্যোগে আইনগত পশ্নে মতামত প্রদান করতে
- ঘ. মিমাংসা সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে
96. কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area) ঘোষণা করতে পারে কে?
- ক. পরিবেশ আদালত
- খ. সমাজসেবা অধিদপ্তর
- গ. পরিবেশ আপীল আদালত
- ঘ. সরকার, গেজেটের মাধ্যমে
97. মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডস সাজা কী হবে?
- ক. মৃত্যুদণ্ড
- খ. ১৪ বছর সশ্রম কারাদণ্ড
- গ. যাবজ্জীবন কারাদণ্ড
- ঘ. মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড