১২তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
51. একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন। এমতাবস্থায় দানটি -
- ক. প্রত্যাহারযোগ্য
- খ. মৌখিক হলে প্রত্যাহার করতে পারেন
- গ. প্রত্যাহারযোগ্য নয়
- ঘ. রেজিস্ট্রেশন না করলে প্রত্যাহার করতে পারেন
- ক. ১/৩
- খ. ১/২
- গ. ১
- ঘ. ১/৪
54. একজন হানাফি মুসলিম পিতা-মাতাকে রেখে মারা যান। তার তাজ্য সম্পত্তিতে পিতার অংশ -
- ক. ১/৪
- খ. ১/২
- গ. ২/৩
- ঘ. ৩/৪
- ক. ১/৩ অংশ
- খ. ১/২ অংশ
- গ. ১/৪ অংশ
- ঘ. ১৯৬১ সনের অধ্যাদেশ জারীর আগে ‘খ’ এর মৃত্যু হওয়ায় তার পুত্র সম্পত্তি পাবে না
56. দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
- ক. তিন বছর
- খ. চয় বছর
- গ. এক বছর
- ঘ. কোনো তামাদি মেয়াদ নেই
57. পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর অধীনে বিচারের ক্ষমতাপ্রাপ্ত আদালত -
- ক. পারিবারিক আদালত
- খ. স্পেশাল ট্রাইব্যুনাল
- গ. জেলা জজ আদালত
- ঘ. প্রথম শ্রেণীর জুডিসিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্টেট
58. অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না?
- ক. হ্যাঁ
- খ. এটি আদলতের ইচ্ছাধীন ক্ষমতা
- গ. না
- ঘ. মূল দলিল দাখিল সাপেক্ষে বিবেচনা করা যাবে
- ক. 241A
- খ. 245
- গ. 265C
- ঘ. 265H
61. The Penal Code, 1860 এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
62. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর বিধানমতে বে- আইনী বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড -
- ক. ২ বছর
- খ. ১ বছর
- গ. ৬ মাস
- ঘ. ৩ মাস
- ক. অর্থদণ্ডের সম্যক টাকা
- খ. চেকের সমপরিমাণ টাকা
- গ. চেকের দ্বিগুণ টাকা
- ঘ. অর্থদণ্ডের অর্ধেক টাকা
- ক. ১২ ধারা
- খ. ১৩ ধারা
- গ. ১৪ধারা
- ঘ. ১৫ ধারা
- ক. Theft
- খ. Extortion
- গ. Robbery
- ঘ. Dacoity
66. The Code of Criminal Procedure, 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা (Examine) করতে পারেন -
- ক. অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা
- খ. নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গ. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
- ঘ. সকলেই
67. Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে -
- ক. অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন
- খ. অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি (release) দিবেন
- গ. অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি (discharge) দিবেন
- ঘ. Complaint বা খারিজ (dismiss) করবেন
68. একজন বৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন?
- ক. ৬০ বিঘা
- খ. ১০০ বিঘা
- গ. ৩৭৫ বিঘা
- ঘ. কৃষক এবং জমির শ্রেণীভেদে পূর্বের সবগুলো সঠিক
69. ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায়?
- ক. The State Acquisition Rules, 1951
- খ. The State Acquisition (Bond) Rules, 1957
- গ. The State Acquisition and Tenancy Act, , 1950
- ঘ. The Tenancy Rules, 1954
70. The Non-Agricultural Tenancy Act, 1949 এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?
- ক. হোল্ডিং এর হস্তান্তর (Transfer of holding)
- খ. ভূমি হস্তান্তর (Transfer of land)
- গ. বিনিময়ের মাধ্যমে হস্তান্তর
- ঘ. বণ্টনের মাধ্যমে হস্তান্তর
- ক. ০৩ মাস
- খ. ১২ মাস
- গ. ০৬ মাস
- ঘ. ০৩ বছর
75. কোন প্রকার বদ্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না -
- ক. Usufructuary Mortgage
- খ. English Mortgage
- গ. Mortgage by Conditional Sale
- ঘ. Mortgage against Immovable Property