২৩তম বিসিএস প্রিলি

1. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

  • ক. চন্ডীমঙ্গল
  • খ. মনসামঙ্গল
  • গ. ধর্মমঙ্গল
  • ঘ. অন্নদামঙ্গল

2. ‘ইউসুফ-জুলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

  • ক. দৌলত উজির বাহরাম খান
  • খ. মাগন ঠাকুর
  • গ. আলাওল
  • ঘ. শাহ মুহম্মদ ‍সগীর

3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ?

  • ক. মার্চেন্ট অব ভেনিস
  • খ. কমেডি অব এররস
  • গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম
  • ঘ. টেমিং অব দ্য শ্রূ

4. কখনো উপন্যাস লেখেননি-

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. জীবনান্দন দাশ
  • গ. সুধীন্দ্রনাথ দত্ত
  • ঘ. বুদ্ধদেব বসু

5. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-

  • ক. শওকত ওসমান
  • খ. জ্যোতিপ্রকাশ দত্ত
  • গ. আখতারুজ্জামান ইলিয়াস
  • ঘ. হাসান আজিজুল হক

6. রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

  • ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
  • খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী
  • গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-চরিত্রহীন
  • ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

7. আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থনাটি করেছে-

  • ক. ভাডু দত্ত
  • খ. চাঁদ সওদাগর
  • গ. ঈশ্বরী পাটনী
  • ঘ. নলকুবের

8. ‘বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান’ -এর সম্পাদক কে?

  • ক. মুহম্মদ আবদুল হাই
  • খ. মুহম্মদ শহীদুল্লাহ
  • গ. মুহম্মদ এনামুল হক
  • ঘ. আহমদ শরীফ

9. ‘হ্ম” এর বিশিষ্ট রূপ-

  • ক. ক + ষ
  • খ. ক + ষ + ণ
  • গ. ক + ষ + ম
  • ঘ. হ + ম

10. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

  • ক. হিন্দি
  • খ. উর্দু
  • গ. পর্তুগিজ
  • ঘ. গ্রিস

11. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-

  • ক. দীঘিকা, নদী, প্রণালী
  • খ. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
  • গ. গাঙ, তটিনী, অর্ণব
  • ঘ. স্রোতম্বিনী, নির্ঝরিণী, সিন্ধু

12. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন-

  • ক. ভবিষ্যৎ, ভৌগলিক, যক্ষা
  • খ. যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা
  • গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জম্মবার্ষিক
  • ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত

13. ‘প্রাতরাশ’ -এর সন্ধি-

  • ক. প্রাত + রাশ
  • খ. প্রাতঃ + রাশ
  • গ. প্রাতঃ + আশ
  • ঘ. প্রাত + আশ

14. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বুঝায়, তাকে বলা হয়-

  • ক. ক্রিয়াবাচক বিশেষ্য
  • খ. ক্রিয়া-বিশেষণ
  • গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
  • ঘ. ক্রিয়াবিভক্তি

15. ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-

  • ক. কাল্পনিক জন্তু
  • খ. গোমড়ামুখো লোক
  • গ. মুরগি
  • ঘ. পুরাণোক্ত পাখি

17. প্রথম বাংলা ‘থিসরাস’ (সমার্থক শব্দ) অভিধান সংকলন করেছেন-

  • ক. অশোখ মুখোপাধ্যায়
  • খ. জগন্নাথ চক্রবর্তী
  • গ. মুহাম্মদ হাবিবুর রহমান
  • ঘ. মুহম্মদ শহীদুল্লাহ

18. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ-

  • ক. তীরে পৌঁছার ঝক্কি
  • খ. সঞ্চয়ের প্রবৃত্তি
  • গ. মুমূর্ষু অবস্থা
  • ঘ. আসন্ন বিপদ

20. A synonym for 'resentment' is-

  • ক. fear
  • খ. anger
  • গ. indignation
  • ঘ. panic

21. The captain left the boat, because it -

  • ক. turned down
  • খ. turned up
  • গ. turned botton
  • ঘ. turned over

24. We waited until the plane -

  • ক. did not takes off
  • খ. took off
  • গ. had not taken off
  • ঘ. had taken off

25. I spent - with the patient.

  • ক. sometimes
  • খ. sometime
  • গ. some time
  • ঘ. some times


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics