২৩তম বিসিএস প্রিলি
51. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
- ক. ক্রনোমিটার
- খ. ওডোমিটার
- গ. ট্যাকোমিটার
- ঘ. ক্রোসকোগ্রাফ
52. মানবদেহে রক্তচাপ নির্ণায়ের যন্ত্র -
- ক. স্ফিগমোম্যানোমিটার
- খ. স্টেথিস্কোপ
- গ. কার্ডিওগ্রাফ
- ঘ. ইকোকার্ডিওগ্রাফ
53. বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
- ক. কম হয়
- খ. বেশি হয়
- গ. একই হয়
- ঘ. খুব কম হয়
- ক. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি
- খ. ৮০% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
- গ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
- ঘ. ৯৮% ইথাইল অ্যালকোহল + ২% পানি
55. তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়?
- ক. নিকেল
- খ. টিন
- গ. সীসা
- ঘ. দস্তা
56. বাংলাদেশে সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি?
- ক. ২৯টি
- খ. ২২টি
- গ. ২১টি
- ঘ. ৫টি
57. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
- ক. চা
- খ. পাট ও পাটজাত দ্রব্য
- গ. তৈরি পোশাক
- ঘ. চিংড়ি মাছ
58. ইন্দোনিশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?
- ক. জেনারেল সোহার্তু
- খ. মেঘবতী সুকর্ণপুত্রী
- গ. আবদুর রহমান ওয়াহিদ
- ঘ. জেনারেল বিয়ান্তো
- ক. আইসোটোপ
- খ. আইসোমার
- গ. আইসোটোন
- ঘ. আইসোবার
60. মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- ক. আট
- খ. দশ
- গ. এগার
- ঘ. পনের
61. Food and Agricultural Organisation - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. রোম
- খ. জেনেভা
- গ. ব্যাংকক
- ঘ. প্যারিস
62. ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
- ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
- খ. মেজর জেনারেল এইচ, এম এরশাদ
- গ. মেজর জেনারেল কে, এম সফিউল্লাহ
- ঘ. মেজর জেনারেল মনজুর
63. 'The Asian Drama' গ্রন্থের রচয়িতা কে?
- ক. অমর্ত্য সেন
- খ. গুনার মিরডাল
- গ. মাইকেল লিফটন
- ঘ. উইলিয়াম রস্টো
64. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
- ক. বুদাপেস্ট
- খ. প্রাগ
- গ. এথেন্স
- ঘ. তিরানা
- ক. ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
- খ. ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটল
- গ. ইন্টারন্যাশনাল ফুড করপোরেশন
- ঘ. এগুলোর কোনটিই নয়
66. Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৬০ সালে
- খ. ১৯৬২ সালে
- গ. ১৯৬৩ সালে
- ঘ. ১৯৬৪ সালে
- ক. মালয়েশিয়ায়
- খ. ভিয়েতনামে
- গ. থাইল্যান্ডে
- ঘ. ইন্দোনেশিয়ায়
68. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
- ক. আটলান্টিক ও ভূমধ্যসাগর
- খ. আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর
- গ. প্রশান্ত ও উত্তর মহাসাগর
- ঘ. ভারত ও প্রশান্ত মহাসাগর
69. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
- ক. ১৯৪৮ সালে
- খ. ১৯৬০ সালে
- গ. ১৯৬৭ সালে
- ঘ. ১৯৭৩ সালে
70. 'No-fly-zone' কোন দেশে অবস্থিত?
- ক. ইরাক
- খ. কুয়েত
- গ. আফগানিস্তান
- ঘ. ইসরাইল
71. মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
- ক. অস্ট্রিয়া
- খ. গ্রিস
- গ. সুইডেন
- ঘ. ইতালি
72. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
- ক. চীন ও রাশিয়া
- খ. চীন ও ভারত
- গ. ভারত ও পাকিস্তান
- ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
73. কোনটি ‘নিশীথ সূর্যের দেশ’ নামে পরিচিত?
- ক. হেমারফেস্ট
- খ. কুইবেক
- গ. তিব্বত
- ঘ. এগুলোর কোনটিই নয়
74. ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?
- ক. রন্টজেন
- খ. ফ্যারাডে
- গ. মার্কনি
- ঘ. এডিসন
75. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. রিয়াদ
- খ. কায়রো
- গ. কুয়েত
- ঘ. জেদ্দা