অভিকর্ষ ও মহাকর্ষ এবং সরলদোলক

1. কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে-

  • ক. নক্ষত্রের মাধ্যকর্ষণজনিত আকর্ষণের জন্য
  • খ. গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য
  • গ. গ্রহের মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের জন্য
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য

বিস্তারিত

3. অভিকর্ষ হলো বস্তুর উপর

  • ক. ঊর্ধ্বমুখী বল
  • খ. কেন্দ্রমুখী বল
  • গ. নিম্নমুখী বল
  • ঘ. সবগুলো

উত্তরঃ কেন্দ্রমুখী বল

বিস্তারিত

4. বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?

  • ক. বার্ষিক গতির জন্য
  • খ. আহ্নিক গতির গতির জন্য
  • গ. অক্সিজেনের প্রাধান্যের জন্য
  • ঘ. পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে

উত্তরঃ পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে

বিস্তারিত

5. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?

  • ক. মাধ্যাকর্ষণ বলের জন্য
  • খ. মহাকর্ষণ বলের জন্য
  • গ. আমরা স্থির থাকার জন্য
  • ঘ. পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনর জন্য

উত্তরঃ মাধ্যাকর্ষণ বলের জন্য

বিস্তারিত

6. মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন কে?

  • ক. কেপলার
  • খ. আর্কিমিডিস
  • গ. গ্যালিলিও
  • ঘ. নিউটন

উত্তরঃ নিউটন

বিস্তারিত

7. অভিকর্ষজ ত্বরণ 'g'-এর পরিবর্তন ঘটে-

  • ক. উচ্চতর ক্রিয়ায়
  • খ. অক্ষাংশ ক্রিয়ায়
  • গ. পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়
  • ঘ. সবগুলি

উত্তরঃ সবগুলি

বিস্তারিত

8. পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরুণ কত?

  • ক. ৯.৮ m/sec2
  • খ. ৯৮ m/sec2
  • গ. ০.৯৮ m/sec2
  • ঘ. None

উত্তরঃ ৯.৮ m/sec2

বিস্তারিত

9. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

  • ক. ভূ-কেন্দ্র
  • খ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট নিচে
  • গ. ভূ-পৃষ্ঠে
  • ঘ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট উচুতে

উত্তরঃ ভূ-পৃষ্ঠে

বিস্তারিত

11. ওজনের একক কোনটি?

  • ক. গ্রাম
  • খ. কিলোগ্রাম
  • গ. পাউন্ড
  • ঘ. নিউটন

উত্তরঃ নিউটন

বিস্তারিত

12. পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়?

  • ক. ভূ-পৃষ্ঠে
  • খ. মেরু অঞ্চলে
  • গ. নিরক্ষীয় অঞ্চল
  • ঘ. পৃথিবীর কেন্দ্রে

উত্তরঃ নিরক্ষীয় অঞ্চল

বিস্তারিত

13. কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?

  • ক. খনির ভেতর
  • খ. পাহাড়ের উপর
  • গ. মেরু অঞ্চলে
  • ঘ. বিষুব অঞ্চলে

উত্তরঃ মেরু অঞ্চলে

বিস্তারিত

14. যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-

  • ক. কমে
  • খ. বাড়ে
  • গ. অর্ধেক হয়
  • ঘ. একই থাকে

উত্তরঃ বাড়ে

বিস্তারিত

15. ভূ-পৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়?

  • ক. বাড়ে
  • খ. কমে
  • গ. একই থাকে
  • ঘ. শূন্য হয়ে যায়

উত্তরঃ কমে

বিস্তারিত

16. চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন-

  • ক. থাকবেই না
  • খ. ঠিকই থাকবে
  • গ. বাড়বে
  • ঘ. কমবে

উত্তরঃ কমবে

বিস্তারিত

18. যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-

  • ক. g/২গুণ বৃদ্ধি পাবে
  • খ. g গুণ বৃদ্ধি পাবে
  • গ. ২g গুণ কমবে
  • ঘ. ২g গুণ বৃদ্ধি পাবে

উত্তরঃ ২g গুণ বৃদ্ধি পাবে

বিস্তারিত

19. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন-

  • ক. ৯.৮ N
  • খ. ৯৮ N
  • গ. ৯৮০ N
  • ঘ. ০ N

উত্তরঃ ০ N

বিস্তারিত

20. কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন-

  • ক. ৯৩.৮ নিউটন
  • খ. ৯৮ নিউটন
  • গ. ১০ নিউটন
  • ঘ. ১০০ নিউটন

উত্তরঃ ৯৮ নিউটন

বিস্তারিত

21. পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত?

  • ক. ৫ কিলোগ্রাম
  • খ. ৮ কিলোগ্রাম
  • গ. ৪৯ কিলোগ্রাম
  • ঘ. কোনো ভার থাকবে না

উত্তরঃ ৪৯ কিলোগ্রাম

বিস্তারিত

22. লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন?

  • ক. লিফটটি যখন সমবেগে ওপরের দিকে উঠে
  • খ. লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে
  • গ. লিফটটি যখন g ত্বরণে উপরে উঠে
  • ঘ. লিফটটি যখন g ত্বরণে নিচে নামে

উত্তরঃ লিফটটি যখন g ত্বরণে নিচে নামে

বিস্তারিত

23. লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাড়ানো লোকের ওজন-

  • ক. কমে যায়
  • খ. বেড়ে যায়
  • গ. স্বাভাবিক থাকে
  • ঘ. শূন্য হয়ে যায়

উত্তরঃ কমে যায়

বিস্তারিত

24. মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?

  • ক. ঐ দূরত্বে পৃথিবরি কোন মহাকর্ষীয় বল নেই
  • খ. মহাশূন্যচারী 'g'-এর মানের সমান ত্বরিত হয়
  • গ. মহাশূন্যচারী মহাশূন্যচারীর চেয়ে ধীরগতিতে চলে
  • ঘ. মহাশূন্যচারী বেগ অপরিবর্তিত থাকে

উত্তরঃ মহাশূন্যচারী 'g'-এর মানের সমান ত্বরিত হয়

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects