অভিকর্ষ ও মহাকর্ষ এবং সরলদোলক
27. পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
- ক. নীলস বোর
- খ. গ্যালিলিও
- গ. রমন
- ঘ. ডারউইন
উত্তরঃ গ্যালিলিও
28. শুন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
- ক. পালক
- খ. পাথর
- গ. কাঠ
- ঘ. সবকটি এক সাথে মাটিতে স্পর্শ করবে
উত্তরঃ সবকটি এক সাথে মাটিতে স্পর্শ করবে
29. পৃথিবী পৃষ্ট থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল---
- ক. কমে যায়
- খ. বেশি হয়
- গ. অপরিবর্তিত থাকে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ কমে যায়
30. দোলকের দোলনকাল নির্ভর করে---- উপরে।
- ক. দোলকের দৈর্ঘের উপরে
- খ. মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
- গ. দোলকপিন্ডের ভরের
- ঘ. দোলকের দৈর্ঘ ও মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
উত্তরঃ দোলকের দৈর্ঘ ও মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
31. সরল দোলকের সূতার দৈর্ঘ বাড়ালে, দোলনকাল-
- ক. বাড়বে
- খ. কমবে
- গ. কোন পরিবর্তন হবে না
- ঘ. দোলক স্থির হয়ে যাবে
উত্তরঃ বাড়বে
- ক. গ্রীষ্মকালে
- খ. শরৎকালে
- গ. হেমন্তকালে
- ঘ. শীতকালে
উত্তরঃ শীতকালে
33. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি---
- ক. ফাস্ট হবে
- খ. ঠিক সময় দিবে
- গ. স্লো হবে
- ঘ. কোন রকম প্রভাবিত হবেনা
উত্তরঃ ফাস্ট হবে
34. একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
- ক. শূন্য
- খ. অসীম
- গ. ভূ-পৃষ্ঠের সমান
- ঘ. ভূ-পৃষ্ঠ থেকে কম
উত্তরঃ অসীম
35. কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরন ৯গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
- ক. ৯ গুণ বাড়বে
- খ. ৯ গুণ কমবে
- গ. ৩ গুণ বাড়বে
- ঘ. ৩ গুণ কমবে
উত্তরঃ ৩ গুণ কমবে