মহাদেশসাগরনদী ও নদীর তীরবর্তী শহরবন্দর সমূহ
1. ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?
- ক. এশিয়া
 - খ. অস্ট্রেলিয়া
 - গ. আফ্রিকা
 - ঘ. উত্তর আমেরিকা
 
উত্তরঃ আফ্রিকা
2. The second largest continent on Earth is-/ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
- ক. Asia
 - খ. Africa
 - গ. North America
 - ঘ. South America
 
উত্তরঃ Africa
5. আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ-
- ক. সিসিলিস
 - খ. বতসোয়ানা
 - গ. তিউনিসিয়া
 - ঘ. বেনিন
 
উত্তরঃ সিসিলিস
6. Which south American country has the greatest land area?/আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
- ক. Argentina
 - খ. Brazil
 - গ. USA
 - ঘ. Spain
 
উত্তরঃ Brazil
7. ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?
- ক. ইংল্যান্ড
 - খ. ফ্রান্স
 - গ. পর্তুগাল
 - ঘ. ইটালি
 
উত্তরঃ ইটালি
9. আমেরিকা মহাদেশ কে আবিস্কার করেন?
- ক. ভাস্কো-দা-গামা
 - খ. কলম্বাস
 - গ. নেপেলিয়ন
 - ঘ. হিটলার
 
উত্তরঃ কলম্বাস
10. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে--
- ক. ইউরোপ ও আফ্রিকা
 - খ. এশিয়া ও ইউরোপ
 - গ. এশিয়া ও আস্ট্রেলিয়া
 - ঘ. আফ্রিকা ও এশিয়া
 
উত্তরঃ আফ্রিকা ও এশিয়া
13. Smallest country in the world is- বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
- ক. Singapore
 - খ. Vatican City
 - গ. Haily
 - ঘ. Maldives
 
উত্তরঃ Vatican City
- ক. বুসান
 - খ. আলেকজান্দ্রিয়া
 - গ. ইসকানদারুন
 - ঘ. আকাবা
 
উত্তরঃ ইসকানদারুন
17. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
- ক. তাজিকিস্তান
 - খ. কাজাকিস্তান
 - গ. উজবেকিস্তান
 - ঘ. কিরগিজস্তান
 
উত্তরঃ কাজাকিস্তান
19. Which of the following country is not in Asia ? নিচের কোন দেশটি এশিয়া মাহদেশের অন্তর্ভূক্ত নয়?
- ক. Israil
 - খ. Egypt
 - গ. Saudi Arabia
 - ঘ. Lebanon
 
উত্তরঃ Egypt
20. এই দেশগুলোর মধ্যে কোনটি একই মাহদেশভূক্ত নয়?
- ক. থাইল্যান্ড
 - খ. বার্মা
 - গ. উগান্ডা
 - ঘ. ভিয়েতনাম
 
উত্তরঃ উগান্ডা
- ক. সিঙ্গাপুরে
 - খ. জার্মানিতে
 - গ. জাপানে
 - ঘ. ফিলিপাইনে
 
উত্তরঃ ফিলিপাইনে
25. Which is the capital city of Pakistan: / পাকিস্তানের রাজধানী শহর কোনটি?
- ক. Islamabad
 - খ. Rawalpindi
 - গ. Lahore
 - ঘ. Karachi
 
উত্তরঃ Islamabad