মহাদেশসাগরনদী ও নদীর তীরবর্তী শহরবন্দর সমূহ
77. বিশ্বের সবচেয়ে বেশী পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে?
- ক. মেঘনা
- খ. হোয়াং হো
- গ. মিসিসিপি
- ঘ. আমাজন
উত্তরঃ আমাজন
78. আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
- ক. উত্তর আমেরিকা
- খ. আফ্রিকা
- গ. ইউরোপ
- ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ দক্ষিন আমেরিকা
80. সবচেয়ে বড় নদী 'মিসিসিপি' কোন মহাদেশে অবস্থিত?
- ক. আফ্রিকা
- খ. এশিয়া
- গ. আমেরিকা
- ঘ. ইউরোপ
উত্তরঃ আমেরিকা
82. হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
- ক. হিমালয়
- খ. কুনলুন পর্বত
- গ. ব্ল্যাক ফরেস্ট
- ঘ. আল্পস
উত্তরঃ কুনলুন পর্বত
86. টাইগ্রিস নদী পতিত হয়েছে----
- ক. পারস্য উপসাগরে
- খ. কাস্পিয়ান সাগরে
- গ. ভারত মহাসাগর
- ঘ. মেক্সিকো উপসাগর
উত্তরঃ পারস্য উপসাগরে
88. আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি?
- ক. ইউরাল পর্বত
- খ. পামীর মালভূমি
- গ. হিন্দুকুশ পর্বত
- ঘ. ভিয়েনশান পর্বত
উত্তরঃ পামীর মালভূমি
90. The city of Cairo located by which river?/কায়রো কোন নদীর তীরে অবস্থিত?
- ক. Tigress
- খ. Euphrates
- গ. Nile
- ঘ. Sindh
উত্তরঃ Nile
91. Baghdad stands on the river-/বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
- ক. Tigress
- খ. Euphrates
- গ. Nile
- ঘ. Shatil Arab
উত্তরঃ Tigress
93. পোল্যান্ডের রাজধানী ওয়ারস কোন নদীর তীরে অবস্থিত?
- ক. দানিয়ুব
- খ. রাইন
- গ. ভিশ্চ্যুলা
- ঘ. সীন
উত্তরঃ ভিশ্চ্যুলা
99. সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ কি নামে পরিচিত?
- ক. ওশেনিয়া
- খ. গ্রিনল্যান্ড
- গ. ওয়েস্ট ইন্ডিজ
- ঘ. পলিনেশিয়া
উত্তরঃ ওশেনিয়া
100. ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
- ক. দার্দানেলিস প্রণালী
- খ. বসফরাস প্রণালী
- গ. জিব্রাল্টার প্রণালী
- ঘ. হরমুজ প্রণালী
উত্তরঃ জিব্রাল্টার প্রণালী