জেনেটিক্স
1. মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে----
- ক. ২৫ জোড়া
 - খ. ২৪ জোড়া
 - গ. ২৩ জোড়া
 - ঘ. ২০ জোড়া
 
উত্তরঃ ২৩ জোড়া
2. জীবের বংশগতির বাহক কোনটি?/জীবের বংশবৃদ্ধির বৈশিষ্ট্য বহন করে-
- ক. ক্রোমোসোম
 - খ. প্রোটোপ্লাজম
 - গ. জীন
 - ঘ. জননকোষ
 
উত্তরঃ ক্রোমোসোম
4. মানুষের দেহকোষে কয়জোড়া ক্রোমোজোম থাকে?
- ক. ২৩ জোড়া
 - খ. ২৫ জোড়া
 - গ. ৩০ জোড়া
 - ঘ. ২০ জোড়া
 
উত্তরঃ ২৩ জোড়া
6. মানুষের দেহকোষে যে একই ধরনের ২২ জোড়া ক্রোমোজোম আছে, তাদের কি বলে?
- ক. ক্রোমোনেমা
 - খ. অটোসোম
 - গ. সেক্স-ক্রোমোজোম
 - ঘ. স্যাটেলাইট
 
উত্তরঃ অটোসোম
7. মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-
- ক. এক জোড়া
 - খ. দুই জোড়া
 - গ. দুই জোড়া
 - ঘ. ২৩ জোড়া
 
উত্তরঃ এক জোড়া
9. কোনটি জিনের সঙ্গে সম্পর্কিত?
- ক. অক্সিজেন
 - খ. নাইট্রোজেন
 - গ. হাইড্রোজেন
 - ঘ. ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড
 
উত্তরঃ ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড
- ক. সাইটোপ্লাজমে
 - খ. মাইটোকন্ড্রিয়ায়
 - গ. নিউক্লিয়াসে
 - ঘ. প্লাজমা মেমব্রেনে
 
উত্তরঃ নিউক্লিয়াসে
12. নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
- ক. ইউরাসিল
 - খ. গোয়ানিন
 - গ. পাইরিডক্সিন
 - ঘ. এ্যাসপারাজিন
 
উত্তরঃ গোয়ানিন
14. কোন এনজাইমের সাহায্যে প্লাজমিড ডি.এন.এ কে ছেদন করা হয়?
- ক. Amylase enzyme
 - খ. Proteasse enzyme
 - গ. Restriction enzyme
 - ঘ. Cellulose enzyme
 
উত্তরঃ Restriction enzyme
15. কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?
- ক. ডি.এন.এ
 - খ. আর.এন.এ
 - গ. প্রোটিন
 - ঘ. লিপিড
 
উত্তরঃ লিপিড
18. জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি-
- ক. কৃষি বিষয়ক বিজ্ঞান
 - খ. প্রাণী ও উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক বিজ্ঞান
 - গ. শল্য চিকিৎসক বিষয়ক বিজহ্ঞান
 - ঘ. পরিবার পরিকল্পনা বিষয়ক বিজ্ঞান
 
উত্তরঃ প্রাণী ও উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক বিজ্ঞান
19. টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি?
- ক. নতুন নতুন টিস্যু উৎপাদন
 - খ. উন্নতমানের বীজ উৎপাদন
 - গ. উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন
 - ঘ. উন্নতমানের জাত উৎপাদন
 
উত্তরঃ উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন
21. কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে?
- ক. অণুজীব
 - খ. জীন
 - গ. ক্লোন
 - ঘ. ভ্রুণ
 
উত্তরঃ ক্লোন
22. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে-
- ক. শেলী
 - খ. ডলি
 - গ. মলি
 - ঘ. নেলী
 
উত্তরঃ ডলি
23. Adult Cell ক্লোন করে কোন দেশে ্কটি ভেড়ার জন্ম হয়েছে-
- ক. যুক্তরাজ্য
 - খ. যুক্তরাষ্ট্র
 - গ. অস্ট্রেলিয়া
 - ঘ. ফ্রান্স
 
উত্তরঃ যুক্তরাজ্য
24. বিশ্বে প্রথম টেষ্ট টিউব বেবী কে?
- ক. লুইস ব্রাউন (ইংল্যান্ড)
 - খ. টিমথি (প্যারিস)
 - গ. এরিক ব্রাউন (মিউনিক)
 - ঘ. জন এন্ডারসন (আয়ারল্যান্ড)
 
উত্তরঃ লুইস ব্রাউন (ইংল্যান্ড)
25. বিশ্বে প্রথম টেস্ট টিউব বেবী জন্ম হয়-
- ক. আয়ারল্যান্ডে
 - খ. ফ্রান্সে
 - গ. জাপানে
 - ঘ. ইংল্যান্ডে
 
উত্তরঃ ইংল্যান্ডে