বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম
1. Which country has the world's tallest building?/ কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত?
- ক. USA
 - খ. Uk
 - গ. Malaysia
 - ঘ. UAE
 
উত্তরঃ UAE
2. বিশ্বের অন্যতম প্রাচীন উঁচু বিল্ডিং ‘এ্যাম্পায়ার স্টেট’ অবস্থিত-
- ক. নিউইয়র্কে
 - খ. ওয়াশিংটনে
 - গ. শিকাগোতে
 - ঘ. বার্লিনে
 
উত্তরঃ নিউইয়র্কে
3. বিখ্যাত ল্যাণ্ডমার্ক টাওয়ার অবস্থিত-
- ক. নিউইয়র্কে
 - খ. শিকাগোতে
 - গ. টোকিওতে
 - ঘ. লন্ডনে
 
উত্তরঃ টোকিওতে
4. বিশ্বের সর্বাপেক্ষা উঁচু ভবনের নাম কি?/ World tallest building is--
- ক. বুর্জ খলিফা
 - খ. টুইন টাওয়ার
 - গ. পেট্রোনাস টাওয়ার
 - ঘ. তাইপে ১০১
 
উত্তরঃ বুর্জ খলিফা
5. Petronas Tower is in-/ 'পেট্রোনাস টাওয়ার' কোথায় অবস্থিত?
- ক. Singapore
 - খ. Malaysia
 - গ. England
 - ঘ. Dubai
 
উত্তরঃ Malaysia
7. চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে-
- ক. ভারত
 - খ. ইন্দোনেশিয়া
 - গ. যুক্তরাষ্ট্র
 - ঘ. নাইজেরিয়া
 
উত্তরঃ ভারত
9. Which of the following is the Largest Muslim Country? নিচের কোনটি বৃহত্তম মুসলিম দেশ?
- ক. Indonesia
 - খ. Bangladesh
 - গ. Saudi Arabia
 - ঘ. Malaysia
 
উত্তরঃ Indonesia
10. ইন্দোনেশিয়া ব্যতীত কোন দেশের মুসলমান সংখ্যা সর্বাধিক?
- ক. পাকিস্তান
 - খ. বাংলাদেশ
 - গ. ভারত
 - ঘ. সৌদি আরব
 
উত্তরঃ পাকিস্তান
11. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
- ক. প্রথম
 - খ. দ্বিতীয়
 - গ. তৃতীয়
 - ঘ. চতুর্থ
 
উত্তরঃ চতুর্থ
12. The Highest densely populated country of the world is-/বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ-
- ক. Bangladesh
 - খ. China
 - গ. Monaco
 - ঘ. Indonesia
 
উত্তরঃ Monaco
13. বিশ্বের কোন অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে?
- ক. আফ্রিকার সাব সাহারা অঞ্চলে
 - খ. দক্ষিণ পূর্ব এশিয়া
 - গ. ইউরোপ
 - ঘ. আমেরিকা
 
উত্তরঃ আফ্রিকার সাব সাহারা অঞ্চলে
- ক. China
 - খ. Canada
 - গ. Russia
 - ঘ. USA
 
উত্তরঃ Russia
17. Which is the world's second-largest country in land area?/আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ-
- ক. China
 - খ. Canada
 - গ. Russia
 - ঘ. Brazil
 
উত্তরঃ Canada
18. আয়তনের দিক দিয়ে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ-
- ক. চীন
 - খ. মার্কিন যুক্তরাষ্ট্র
 - গ. অস্ট্রেলিয়া
 - ঘ. ব্রাজিল
 
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
19. আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশ?
- ক. মালদ্বীপ
 - খ. ভ্যাটিকান
 - গ. তাইওয়ান
 - ঘ. সিঙ্গাপুর
 
উত্তরঃ ভ্যাটিকান
20. পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মুর্তিটি কোথায় অবস্থিত ছিল?
- ক. সিংহল
 - খ. তিব্বত
 - গ. জাপান
 - ঘ. আফগানিস্তান
 
উত্তরঃ আফগানিস্তান
- ক. বাকিংহাম প্যালেস
 - খ. হোয়াইট হাউস
 - গ. ভ্যাটিক্যান প্রসাদ
 - ঘ. হোয়াইটি হল
 
উত্তরঃ ভ্যাটিক্যান প্রসাদ
22. বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয়-
- ক. কোলকাতা
 - খ. ফ্রাঙ্কফুর্ট
 - গ. লন্ডন
 - ঘ. নিউইয়র্ক
 
উত্তরঃ ফ্রাঙ্কফুর্ট
23. বিগবেন কি?
- ক. একটি যুদ্ধ জাহাজ
 - খ. একটি ঘড়ি
 - গ. একটি বিশাল বাদ্যযন্ত্র
 - ঘ. একটি গির্জা
 
উত্তরঃ একটি ঘড়ি
- ক. এশিয়ায়
 - খ. অস্ট্রেলিয়ায়
 - গ. আফ্রিকায়
 - ঘ. উত্তর আমেরিকায়
 
উত্তরঃ আফ্রিকায়
25. বর্তমান বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ কোনটি?
- ক. টাইটানিক
 - খ. কুইন মেরী-২
 - গ. বিলবোর্ড
 - ঘ. প্রিন্সহ্যারী
 
উত্তরঃ কুইন মেরী-২