প্রস্বেদন ও সালোকসংশ্লেষণ
1. উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে-
- ক. প্রস্বেদন
 - খ. বাষ্পীভবন
 - গ. শ্বসন
 - ঘ. ব্যাপন
 
উত্তরঃ প্রস্বেদন
3. সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি?
- ক. গাছের পাতা
 - খ. বায়ুমণ্ডল
 - গ. গাছের ফল
 - ঘ. মাটি
 
উত্তরঃ গাছের পাতা
4. শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন?
- ক. খাদ্যের অভাবে
 - খ. শ্বসনের হার কমাতে
 - গ. অভিস্রবণ কমাতে
 - ঘ. প্রস্বেদন কমাতে
 
উত্তরঃ প্রস্বেদন কমাতে
5. শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ-
- ক. আর্দ্রতা কম থাকে
 - খ. পত্ররন্ধ্র বন্ধ থাকে
 - গ. পাতা ঝড়ে যায়
 - ঘ. সবগুলোই
 
উত্তরঃ পাতা ঝড়ে যায়
6. কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?
- ক. প্রস্বেদন রোধ করার জন্য
 - খ. শ্বসন বন্ধ করার জন্য
 - গ. অভিস্রবণ ত্বরান্বিত করার জন্য
 - ঘ. সালোকসংশ্লেষণের উপযোগী করে তোলার জন্য
 
উত্তরঃ প্রস্বেদন রোধ করার জন্য
9. সালোক সংশ্লেষণ সংঘটিত হয় যেখানে-
- ক. মাইটোকন্ড্রিয়া আছে
 - খ. নিউক্লিয়াস আছে
 - গ. ক্লোরোফিল আছে
 - ঘ. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে
 
উত্তরঃ ক্লোরোফিল আছে
- ক. রাইবোজম
 - খ. ক্রোমোজম
 - গ. প্লাষ্টিড
 - ঘ. মাইটোকন্ড্রিয়া
 
উত্তরঃ প্লাষ্টিড
11. সালোকসংশ্লেষণে কার্বন-ডাই-অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে
- ক. কার্বনিক এসিড
 - খ. শুধু গ্লুকোজ
 - গ. শক্তি
 - ঘ. গ্লুকোজ ও অক্সিজেন
 
উত্তরঃ গ্লুকোজ ও অক্সিজেন
12. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করে?
- ক. শ্বসন
 - খ. প্রস্বেদন
 - গ. অভিস্রবণ
 - ঘ. সালোকসংশ্লেষণ
 
উত্তরঃ সালোকসংশ্লেষণ
13. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি মূল পদার্থটি কি?
- ক. পানি
 - খ. শর্করা
 - গ. আমিষ
 - ঘ. অক্সিজেন
 
উত্তরঃ শর্করা
14. উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কি?
- ক. পানি
 - খ. আলো
 - গ. বায়ু
 - ঘ. মাটি
 
উত্তরঃ আলো
15. উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়?
- ক. কচিকাণ্ডের
 - খ. বীজপত্রে
 - গ. পাতায়
 - ঘ. কচিকাণ্ডে, বীজপত্রে ও পাতায়
 
উত্তরঃ কচিকাণ্ডে, বীজপত্রে ও পাতায়
17. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে-
- ক. অক্সিজেন
 - খ. কার্বন ডাই অক্সাইড
 - গ. নাইট্রোজেন
 - ঘ. জলীয় বাষ্প
 
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড
18. সালোক সংশ্লেষনের সময় উদ্ভিদ কি ত্যাগ করে?
- ক. অক্সিজেন
 - খ. কার্বন ডাই অক্সাইড
 - গ. নাইট্রোজেন
 - ঘ. পানি
 
উত্তরঃ অক্সিজেন
19. সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি?
- ক. ক্লোরোফিল
 - খ. কার্বন ডাই অক্সাইড
 - গ. পানি
 - ঘ. পানি ও কার্বন ডাই অক্সাইড
 
উত্তরঃ পানি
20. সালোক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত?
- ক. টমসন বিক্রিয়া
 - খ. কেলভিন বিক্রিয়া
 - গ. কার্লো বিক্রিয়া
 - ঘ. কোনটিই নয়
 
উত্তরঃ কেলভিন বিক্রিয়া
21. সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশী পরিমাণে হয়
- ক. সবুজ আলোতে
 - খ. নীল আলোতে
 - গ. লাল আলোতে
 - ঘ. বেগুনি আলোতে
 
উত্তরঃ লাল আলোতে
22. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-
- ক. অধিক পরিমাণে অক্সিজেন নির্গত হয়
 - খ. অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
 - গ. বিষাক্ত সায়ানাইড নির্গত হয়
 - ঘ. অধিক পরিমাণে কার্বন মনোক্সাইড নির্গত হয়
 
উত্তরঃ অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
23. মেঘলা দিনে উদ্ভিদের কাণ্ডে শ্বসনের জন্য প্রয়োজনযি অক্সিজেন কোথা থেকে আসে?
- ক. বায়ুমণ্ডল ও সালোকসংশ্লেষণ থেকে পরিবহনের মাধ্যমে
 - খ. ব্যাপনের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে
 - গ. পাতার কোষের সালোকসংশ্লেষণ থেকে
 - ঘ. বায়ুমণ্ডল ও সালোকসংশ্লেষণ থেকে ব্যাপরেন মাধ্যমে
 
উত্তরঃ ব্যাপনের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে
24. কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে?
- ক. শ্বসন
 - খ. প্রস্বেদন
 - গ. ব্যাপন
 - ঘ. সালোকসংশ্লেষণ
 
উত্তরঃ সালোকসংশ্লেষণ
- ক. প্রস্বেদন
 - খ. সালোকসংশ্লেষণ
 - গ. ব্যাপন
 - ঘ. অভিস্রবণ
 
উত্তরঃ ব্যাপন