DPE উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক নিয়োগ
1. দ্বৈপায়ন - শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
- ক. দ্বীপ + অনট
- খ. দ্বীপ + আয়ন
- গ. দ্বীপ + অয়ন
- ঘ. দ্বিপ+ অনট
3. বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা?
- ক. মুখা
- খ. প্রযোজ্য
- গ. প্রযোজক
- ঘ. ব্যতিহার
4. যিনি স্মৃতি শাস্ত্র জানেন - এক কথায় কি বলে ?
- ক. স্মার্ত
- খ. স্নায়ুক
- গ. নির্ভয়
- ঘ. শাস্ত্রজ্ঞ
- ক. কর্মধারয়
- খ. দ্বিগু
- গ. দ্বন্দ্বব
- ঘ. বহুব্রীহি
6. সর্বভুক্ত শব্দের সমার্থক শব্দ কোনটি ?
- ক. রাক্ষস
- খ. ক্ষুধার্ত
- গ. আগুন
- ঘ. মাংসাশী
- ক. আমার কথাই প্রমাণীত হলো
- খ. আমার কথাই প্রমাণিত হলো
- গ. আমার কথাই প্রমাণ হলো
- ঘ. আমার কথাই প্রমান হলো
9. যা কষ্টে নিবারন করা যায় - বাক্য সংকোচন করুন
- ক. দুণির্বান
- খ. অনির্বাণ
- গ. অনিবার্য
- ঘ. কোনটিই নয়
11. হাতেম তায়ী - গ্রন্থটির রচয়িতা কে?
- ক. মাহবুব আলম
- খ. সমর সেন
- গ. ফখরুল আহমদ
- ঘ. সুকান্ত ভট্টাচার্য
14. বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান -
- ক. ইউএনএইচসিআর
- খ. ইউনিসেফ
- গ. ইউএনডিপি
- ঘ. ইউনেস্কো
15. ঢাকায় সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে রাজধানী স্থাপতি হয়?
- ক. ১৫২৬
- খ. ১৬১০
- গ. ১২০৬
- ঘ. ১৩১০
16. প্রবাসী বাংলাদেশ সরকারের সদরদপ্তর কোথায় ছিলো?
- ক. মেহেরপুর বৈদ্যনাথ তলায়
- খ. নয়াদিল্লিতে
- গ. ৮ নং থিয়েটার রোড কলকাতায়
- ঘ. আগরতলায়
17. দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক?
- ক. আলাউদ্দিন খিলজি
- খ. গিয়াসউদ্দিন তুঘলক
- গ. মুহাম্মদ বিন তুঘলক
- ঘ. কুতুবউদ্দিন আইবেক
18. বিশ্বের সর্ববৃহৎ হ্রদ কোনটি?
- ক. কাম্পিয়ান সাগর
- খ. কৃষ্ণসাগর
- গ. লেক সুপিরিয়র
- ঘ. মিচিগান হিউরন
19. নিম্নের কোনটি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত?
- ক. প্রবাসী কর্মী
- খ. পাট
- গ. রেডিমেট গার্মেন্টস
- ঘ. চামড়া
20. কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় ----
- ক. দ্বিগুণ
- খ. তিনগুন
- গ. শূণ্য
- ঘ. সমান
21. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
- ক. চট্টগ্রামে
- খ. পাকশিতে
- গ. সৈয়দপুরে
- ঘ. আখাউড়ায়
22. আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বড় জেলা কোনটি?
- ক. বান্দরবন
- খ. রাঙ্গামাটি
- গ. ময়মনসিংহ
- ঘ. কুমিল্লা
- ক. ইয়াহু
- খ. আপডেট
- গ. বিং
- ঘ. গুগল
24. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়?
- ক. ডায়নামো
- খ. মোটর
- গ. হুইল
- ঘ. ট্রান্সফরমার
25. IAEA এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
- ক. জেনেভায়
- খ. রোমে
- গ. ভিয়েনায়
- ঘ. বনে