বাংলার সমাজ সংস্কারক ও বিখ্যাত ব্যক্তিবর্গ
2. সমাজসেবক হলেও সমাজ সংস্কারক নন ?
- ক. রাজা রামমোহন রায়
- খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ. হাজী মুহাম্মদ মুহসিন
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ হাজী মুহাম্মদ মুহসিন
3. মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন কে ?
- ক. সৈয়দ আমীর আলী
- খ. নওয়াব আবদুল লতিফ
- গ. হাজী মুহাম্মদ মুহসিন
- ঘ. হাজী শরীয়তউল্লাহ
উত্তরঃ হাজী মুহাম্মদ মুহসিন
4. 'এত ধন দৌলত বিলাচ্ছ কেন ? তুমি কি দানবীর মোহসীন হলে নাকি ? এ বাক্যে কোন মোহসীন এর কথা বলা হয়েছে ?
- ক. মোহসীন উল মূলক
- খ. হাজী মুহাম্মদ মুহসিন
- গ. কে এম মোহসিন
- ঘ. মোহসিন শাস্ত্রপাণি
উত্তরঃ হাজী মুহাম্মদ মুহসিন
5. ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন -
- ক. রাজা রামমোহন রায়
- খ. কেশবচন্দ্র সেন
- গ. দেবান্দ্রনাথ ঠাকুর
- ঘ. স্বামী বিবেকানন্দ
উত্তরঃ রাজা রামমোহন রায়
6. সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা ঊল্লেখযোগ্য?
- ক. গোপালকৃষ্ণ গোখেল
- খ. রাজা রামমোহন রায়
- গ. সরোজিনী নাইড়ু
- ঘ. দাদাভাই নওরোজী
উত্তরঃ রাজা রামমোহন রায়
7. রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন -
- ক. প্রেস অর্ডিন্যন্স
- খ. নীল চাষ
- গ. নীল কমিশন
- ঘ. রাইফেল ব্যবহার
উত্তরঃ প্রেস অর্ডিন্যন্স
8. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন -
- ক. ১৭৯৬ সালে
- খ. ১৮০২ সালে
- গ. ১৮২০ সালে
- ঘ. ১৮৪৮ সালে
উত্তরঃ ১৮২০ সালে
9. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম -
- ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- গ. ঈশ্বর শর্মা
- ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
10. ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে ?
- ক. প্রেসিডেন্সি কলেজ
- খ. সংস্কৃত কলেজ
- গ. বিদ্যাসাগর কলেজ
- ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ সংস্কৃত কলেজ
11. হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক -
- ক. রাজা রামমোহন রায়
- খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
- গ. মিসেস সরোজিনী নাইড়ু
- ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
12. ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে ?
- ক. একে ফজলুল হক
- খ. স্যার সৈয়দ আহমদ খান
- গ. নবাব সলিমুল্লাহ
- ঘ. আবুল কালাম আজাদ
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান
13. কোন সংস্থার সাথে সম্পৃক্ত থাকার জন্য স্যার সৈয়দ আহমদ অমর হয়ে আছে ?
- ক. মুসলিম লীগ
- খ. ওহাবী আন্দোলন
- গ. আলীগড় বিশ্ববিদ্যালয়
- ঘ. ঋণ সালিশী বোর্ড
উত্তরঃ আলীগড় বিশ্ববিদ্যালয়
14. কার নেতৃত্বে আলীগড় আন্দোলন শুরু হয়?
- ক. সৈয়দ আমীর আলী
- খ. নওয়াব আবদুল লতিফ
- গ. স্যার সৈয়দ আহমদ খান
- ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ স্যার সৈয়দ আহমদ খান
15. আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ?
- ক. সৈয়দ আমীর আলী
- খ. মাওলানা আবুল কালাম আজাদ
- গ. স্যার সৈয়দ আহমেদ
- ঘ. সৈয়দ আহমদ ব্রেলভী
উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ
16. বাঙ্গালী মুসলমানদের শিক্ষা প্রসারে 'মোহামেডান লিটারারি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে ?
- ক. নওয়াব আবদুল লতিফ
- খ. হাজী মুহাম্মদ মুহসিন
- গ. সৈয়দ আমীর আলী
- ঘ. স্যার সলিমুল্লাহ
উত্তরঃ নওয়াব আবদুল লতিফ
17. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন ?
- ক. সৈয়দ আমীর আলী
- খ. নওয়াব আবদুল লতিফ
- গ. নবাব স্যার সলিমুল্লাহ
- ঘ. স্যার সৈয়দ আহমদ খান
উত্তরঃ নওয়াব আবদুল লতিফ
18. ভারতের মুসলমানদের ইংরেজী শিক্ষা শিক্ষিত করার প্রয়াস পান যিনি -
- ক. হাজী শরিয়তউল্লাহ
- খ. তিতুমীর
- গ. নবাব আব্দুল লতিফ
- ঘ. নবাব সলিমুল্লাহ
উত্তরঃ নবাব আব্দুল লতিফ
19. 'The Spirit of Islam' বইটির লেখক কে ?
- ক. তিতুমীর
- খ. হাজী শরীয়তউল্লাহ
- গ. সৈয়দ আহমেদ
- ঘ. সৈয়দ আমীর আলী
উত্তরঃ সৈয়দ আমীর আলী
- ক. ফজিলাতুন্নেছা
- খ. ফয়জুন্নেছা
- গ. শামসুন্নাহার
- ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ বেগম রোকেয়া
21. রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম সাল -
- ক. ১৮৭০ সালে
- খ. ১৮৭৫ সালে
- গ. ১৮৮০ সালে
- ঘ. ১৮৮৫ সালে
উত্তরঃ ১৮৮০ সালে
24. বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন -
- ক. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
- খ. সমাজে ধনী-দরিদ্রের বিষম্য দূর করতে
- গ. শিশুদের নীতিকথা শিক্ষা দিতে
- ঘ. নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
উত্তরঃ নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
25. বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন -
- ক. সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
- খ. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
- গ. সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে
- ঘ. শিশুদেরকে নীতিকথা শিক্ষা দিতে
উত্তরঃ সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে