জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার
1. ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার?’ - পঙক্তিটি কার?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জীবনানন্দ দাশ
- গ. অতুল প্রসাদ
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ক. আজ সৃষ্টি সুখের উল্লাসে
- খ. পূজারিণী
- গ. বিদ্রোহী
- ঘ. পথহারা
3. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়?
- ক. ৭ মার্চ ১৯৫৭
- খ. ১১ মার্চ ১৯৪৭
- গ. ১১ মার্চ ১৯৪৮
- ঘ. ১৭ মার্চ ১৯৪৯
4. ‘লাহোর প্রস্তাব’ কোন সালে গৃহীত হয়?
- ক. ১৯৩৭
- খ. ১৯৪০
- গ. ১৯৪১
- ঘ. ১৯৪২
5. ‘কারাগারের রোচনামচা’ গ্রন্থটির লেখক কে?
- ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- ঘ. আবুল মনসুর আহমদ
6. ‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থটির লেখক কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জীবনানন্দ দাশ
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. রজনীকান্ত সেন
7. পৃথিবীর বৃহত্তম বৃষ্টিপ্রধান বনাঞ্চল কোনটি?
- ক. সুন্দরবন
- খ. আমাজান
- গ. কঙ্গো
- ঘ. সুভানা
8. ‘কায়রো’ কোন নদীর তীরে অবস্থিত?
- ক. টাইগ্রিস
- খ. সিন্ধু
- গ. নীল
- ঘ. ইউফ্রেটিস
- ক. লন্ডন
- খ. জেনেভা
- গ. নিউইয়র্ক
- ঘ. ওয়াশিংটন ডিসি
10. অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ কোনটি?
- ক. ব্রাজিল
- খ. চীন
- গ. জাপান
- ঘ. অস্ট্রেলিয়া
11. বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
- ক. ডা. এম আর খান
- খ. ডা. মোহাম্মদ ইব্রাহিম
- গ. ডা. নূরুল ইসলাম
- ঘ. ডা. গোলাম রসুল
12. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- ক. লুই আইন কান
- খ. নিতুন কুণ্ডু
- গ. মাযহারুল ইসলাম
- ঘ. সৈয়দ মাইনুল হোসেন
13. ‘চিম্বুক’ পাহাড় কোথায় অবস্থিত?
- ক. রাঙ্গামাটি
- খ. বান্দরবান
- গ. খাগড়াছড়ি
- ঘ. সিলেট
14. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
- ক. নাফ
- খ. কর্ণফুলী
- গ. পদ্মা
- ঘ. হালদা
15. পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
- ক. খুলনা
- খ. রাজশাহী
- গ. কুষ্টিয়অ
- ঘ. দিনাজপুর
- ক. চীনের দার্শনিক
- খ. জাপানের কবি
- গ. ফরাসী বৈজ্ঞানিক
- ঘ. ভারতের সমাজতাত্ত্বিক
17. ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- ক. অস্ট্রেলিয়া
- খ. ইংল্যান্ড
- গ. ফ্রান্স
- ঘ. ভারত
18. সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. কানাডা
- ঘ. জার্মানি
19. ‘গাছের প্রাণ আছে’ - কে প্রমাণ করেন?
- ক. আইনস্টাইন
- খ. জগদীশচন্দ্র বসু
- গ. নিউটন
- ঘ. ডারউইন
- ক. আল মাহমুদ
- খ. এফ আর খান
- গ. আবু ইসহাক
- ঘ. এস এম সুলতান
21. নিচের কোনটি স্ক্যানডিনেভীয় দেশ নয়?
- ক. সুইডেন
- খ. হল্যান্ড
- গ. নরওয়ে
- ঘ. ডেনমার্ক
22. "Democracy is a Government of the People, by the People and for the People" - উক্তিটি কার?
- ক. আব্রাহাম লিংকন
- খ. উইনস্টল চার্চিল
- গ. জন এফ কেনেডি
- ঘ. প্লেটো
23. বাংলাদেশকে চীন কোন সালে স্বীকৃতি দেয়?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৪
- গ. ১৯৭৫
- ঘ. ১৯৭৬
24. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে?
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. এ কে ফজলুল হক
- গ. আবু হোসেন সরকার
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
25. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে?
- ক. ওআইসি
- খ. এফএও
- গ. কমনওয়েলথ
- ঘ. ন্যাম