স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স বাতিলকৃত
1. ৫ টাকায় ২টি দরে কমলা ক্রয় করে ৩৫ টাকায় কয়টি করে কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে?
- ক. ৮টি
- খ. ১০টি
- গ. ১২টি
- ঘ. ১৪টি
2. Drone কী?
- ক. যাত্রীবাহী দ্রুতগামী বিমান
- খ. যাত্রীবিহীন বিমান
- গ. চালকসহ বিমান
- ঘ. চালকবিহীন বিমান
3. ছয়টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম তিনটির গড় ৮ হলে, শেষ তিনটির যোগফল -
- ক. ২৯
- খ. ৩১
- গ. ৩৩
- ঘ. ৩৫
4. বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. রাজা রামমোহন
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
6. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
- ক. নবান্ন
- খ. রাজা
- গ. ইডিপাস
- ঘ. কৃষ্ণকুমারী
7. ‘পদ্মবতী’ কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
- ক. প্রাচীন যুগের
- খ. আধুনিক যুগের
- গ. মধ্য যুগের
- ঘ. উত্তর আধুনিক যুগের
8. কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরুত্তির উদাহরণ?
- ক. ঘনঘন
- খ. টনটন
- গ. বইটন
- ঘ. ধনজন
9. ‘যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’- পঙক্তিটি কোন কবির রচনা?
- ক. দ্বিজেন্দ্রলাল রায়
- খ. অতুল প্রসাদ সেন
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. নির্মলেন্দু গুণ
11. প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?
- ক. আবুল ফজাল
- খ. আব্দুল হাই
- গ. কাজেম আল কোরেশী
- ঘ. শেখ আজিজুর রহমান
12. কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক. সিন্ধু হিন্দোল
- খ. অগ্নিবীণা
- গ. ভাঙার গান
- ঘ. বিষের বাঁশি
13. কোনটি মহাকাব্য?
- ক. মহাশ্মশান
- খ. নীল দর্পণ
- গ. দুর্গেশ নন্দিনী
- ঘ. সারদামঙ্গল
14. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
- ক. হাঙর নদী গ্রেনেড
- খ. শবনম
- গ. আরেক ফাল্গুন
- ঘ. চিলেকোঠার সেপাই
15. ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক কে?
- ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. প্রমথ চৌধুরী
16. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে নিম্নরূপে -
- ক. ষ + ণ
- খ. ষ্ + ঞ
- গ. য্ + ঞ
- ঘ. ষ্ + জ
- ক. সহযোগীতা
- খ. প্রতিযোগিতা
- গ. বৈশিষ্ট্যতা
- ঘ. শ্রদ্ধঞ্জলী
19. সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক কে?
- ক. আব্দুল জাব্বার
- খ. আবদুল হাদী
- গ. মাহমুদুননবী
- ঘ. খুরশীদ আলম
20. ভারতের রাষ্ট্রপতির নাম কি?
- ক. নরেন্দ্র মোদি
- খ. এ পি জে আব্দুল কালাম
- গ. মমতা ব্যানার্জী
- ঘ. রামনাথ কোবিন্দ
21. রেড ইন্ডিয়ান কাদের বলা হয়?
- ক. ইন্ডিয়ান আদি অধিবাসীগণ
- খ. ইন্দোনেশিয়ার আদি অধিবাসীগণ
- গ. আমেরিকায় আগত ভারতবাসীগণ
- ঘ. আমেরিকার আদি অধিবাসীগণ
22. যুক্তরাষ্ট্র্রের নারীগণ কোন সালে ভোটাধিকার অর্জন করেন?
- ক. ১৯০২
- খ. ১৯২০
- গ. ১৯৩১
- ঘ. ১৯৪৭
23. রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী?
- ক. কোচিন
- খ. শান
- গ. নর্থ রাখাইন স্টেট
- ঘ. রেঙ্গুন
- ক. সুইডেন
- খ. ফিনল্যান্ড
- গ. ইংল্যান্ড
- ঘ. নরওয়ে
25. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
- ক. বাংলা
- খ. হিন্দি
- গ. অস্ট্রিক
- ঘ. সংস্কৃত