বাংলার সমাজ সংস্কারক ও বিখ্যাত ব্যক্তিবর্গ

76. জনাব এফ.আর.খান ছিলেন বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন ?

  • ক. আণবিক বিজ্ঞানী
  • খ. স্থপতি
  • গ. কম্পিউটার বিজ্ঞানী
  • ঘ. ক্যান্সার চিকিৎসক

উত্তরঃ স্থপতি

বিস্তারিত

77. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশী আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ?

  • ক. হামিদুর রহমান
  • খ. ফজলুর রহমান খান
  • গ. নভেরা আহমদ
  • ঘ. জুলফিকার আলী খান

উত্তরঃ ফজলুর রহমান খান

বিস্তারিত

78. পৃথিবীর বিখ্যাত একজন বাঙ্গালী স্থপতি -

  • ক. মুবাসসার আলী
  • খ. এফ, আর খান
  • গ. মাযহারুল ইসলাম
  • ঘ. মুহাম্মদ শহীদুল্লাহ

উত্তরঃ এফ, আর খান

বিস্তারিত

79. জামাল নজরুল ইসলাম কে ?

  • ক. ফুটবল খেলোয়াড়
  • খ. অর্থনীতিবিদ
  • গ. কবি
  • ঘ. বৈজ্ঞানিক

উত্তরঃ বৈজ্ঞানিক

বিস্তারিত

80. বাংলাদেশের কোন লোকসংস্কৃতিবিদ আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন ?

  • ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর
  • খ. প্রফেসর মাযহারুল ইসলাম
  • গ. জসীম উদ্দীন
  • ঘ. মুহম্মদ মনসুর উদ্দীন

উত্তরঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর

বিস্তারিত

81. ড.মুহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল কোনটি ?

  • ক. ১৮৮৫-১৯৬৯
  • খ. ১৮৭৫-১৯৬৯
  • গ. ১৮৮৪-১৯৬৯
  • ঘ. ১৮৮৫-১৯৭০

উত্তরঃ ১৮৮৫-১৯৬৯

বিস্তারিত

82. ড.মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিবস কোনটি ?

  • ক. ১৯৬৪ সালের ১ মে
  • খ. ১৯৬৬ সালের ১ জুলাই
  • গ. ১৯৬৯ সালের ১৩ জুলাই
  • ঘ. ১৯৭০ সালের ১৩ জুলাই

উত্তরঃ ১৯৬৯ সালের ১৩ জুলাই

বিস্তারিত

83. 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য ; তার চেয়ে বেশী সত্য আমরা বাঙ্গালী' -উক্তিটি করেন -

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. ড.মুহাম্মদ শহীদুল্লাহ
  • ঘ. মাওলানা আকরাম খাঁ

উত্তরঃ ড.মুহাম্মদ শহীদুল্লাহ

বিস্তারিত

84. লালন ফকির সমধিক পরিচিত -

  • ক. বাউল
  • খ. আউল
  • গ. সুফি
  • ঘ. দরবেশ হিসেবে

উত্তরঃ বাউল

বিস্তারিত

85. লালন শাহের আখড়া কোথায় অবস্থিত?

  • ক. সিলেট
  • খ. চট্টগ্রাম
  • গ. রাজশাহী
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ কুষ্টিয়া

বিস্তারিত

86. "কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়" এই পংক্তি নিচের একজনের -

  • ক. লালন শাহ
  • খ. সিরাজ সাঁই
  • গ. মদন বাউল
  • ঘ. পাগলা কানাই

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

87. 'খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়' - এ পংক্তিটি -

  • ক. বাউল পদাবলীর অন্তর্গত
  • খ. শক্ত পদাবলীর অন্তর্গত
  • গ. বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বাউল পদাবলীর অন্তর্গত

বিস্তারিত

88. 'খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়' - এ পংক্তিটি কার রচনা ?

  • ক. হাছন রাজা
  • খ. লালন শাহ
  • গ. পাগলা কানাই
  • ঘ. কাঙ্গাল হরিনাথ

উত্তরঃ লালন শাহ

বিস্তারিত

89. 'আমি অপার হয়ে বসে আছি' কার রচনাংশ ?

  • ক. হাছন রাজার
  • খ. লালন ফকিরের
  • গ. পাগলা কানাইয়ের
  • ঘ. মজনুশাহের

উত্তরঃ লালন ফকিরের

বিস্তারিত

90. উনিশ শতকের সর্বাপেক্ষা খ্যাতনামা বাউল কে ?

  • ক. পাগলা কানাই
  • খ. হাসন রাজা
  • গ. আব্বাস উদ্দিন
  • ঘ. লালন শাহ

উত্তরঃ হাসন রাজা

বিস্তারিত

91. সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কোথায় জন্মগ্রহণ করেন ?

  • ক. ব্রাহ্মণবাড়িয়া
  • খ. চট্টগ্রাম
  • গ. মুর্শিদাবাদ
  • ঘ. কলকাতা

উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়া

বিস্তারিত

92. বাদ্যযন্ত্র 'সরোদ' এর বর্তমান রূপ দেন -

  • ক. ওস্তাদ রবিশংকর
  • খ. ওস্তাদ আয়াত আলী খান
  • গ. ওস্তাদ গোলাম আলী
  • ঘ. ওস্তাদ আলাউদ্দিন খান

উত্তরঃ ওস্তাদ আলাউদ্দিন খান

বিস্তারিত

93. বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ আলি আকবর খাঁর পিতা -

  • ক. আলাউদ্দিন খাঁ
  • খ. আফতাবুদ্দিন খাঁ
  • গ. আয়াত আলি খাঁ
  • ঘ. বিসমিল্লাহ খাঁ

উত্তরঃ আলাউদ্দিন খাঁ

বিস্তারিত

94. বাংলাদেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী -

  • ক. বারীণ মজুমদার
  • খ. আব্দুল আলিম
  • গ. সোহরাব হোসেন
  • ঘ. সৈয়দ আব্দুল হামিদ

উত্তরঃ বারীণ মজুমদার

বিস্তারিত

95. গাড়ী চলে না, চলে না, নারে --------, গানের গীতিকার কে ?

  • ক. সজীব চৌধুরী
  • খ. বাপ্পা মজুমদার
  • গ. শাহ আব্দুল করিম
  • ঘ. দাশরথি রায়

উত্তরঃ শাহ আব্দুল করিম

বিস্তারিত

96. শিল্পাচার্য বলতে কাকে বুঝায় ?

  • ক. জয়নুল আবেদীন
  • খ. কামরুল হাসান
  • গ. হাশেম খান
  • ঘ. আমিনুল ইসলাম

উত্তরঃ জয়নুল আবেদীন

বিস্তারিত

97. 'ম্যাডোনা ৪৩' কি ?

  • ক. প্রখ্যাত মডেল
  • খ. একটি বিখ্যাত ভাস্কর্য
  • গ. অস্কার জযী ফিল্ম
  • ঘ. একটি চিত্রকর্ম

উত্তরঃ একটি চিত্রকর্ম

বিস্তারিত

98. 'ম্যাডোনা ১৯৪৩' হলো -

  • ক. কামরুল হাসানের চিত্রকর্ম
  • খ. রশীদ চৌধুরীর টেরাকোটা
  • গ. জয়নুল আবেদীনের চিত্রকর্ম
  • ঘ. জহির রায়হানের চলচ্চিত্র

উত্তরঃ জয়নুল আবেদীনের চিত্রকর্ম

বিস্তারিত

99. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

  • ক. এস এম সুলতান
  • খ. জয়নুল আবেদীন
  • গ. কামরুল হাসান
  • ঘ. শফিউদ্দিন আহমদ

উত্তরঃ জয়নুল আবেদীন

বিস্তারিত

100. শিল্পাচার্য জয়নুল আবেদীনের চিত্রকর্ম কোনটি ?

  • ক. সংগ্রাম
  • খ. নবান্ন
  • গ. ম্যাডোনা-৪৩
  • ঘ. বর্ণিত সবকয়টি

উত্তরঃ বর্ণিত সবকয়টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects