বাংলাদেশের গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ

1. বহুল আলোচিত 'টিফা' চুক্তির বিষয় -

  • ক. বাণিজ্য ও বিনিয়োগ
  • খ. অস্ত্র ও বিনিয়োগ
  • গ. যৌথ সামরিক মহড়া ও বাণিজ্য
  • ঘ. সন্ত্রাস দমন ও আর্থিক সাহায্য

উত্তরঃ বাণিজ্য ও বিনিয়োগ

বিস্তারিত

2. ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?

  • ক. ১৯৭১ সালের ২৬ মার্চ
  • খ. ১৯৭২ সালের ১৯ মার্চ
  • গ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
  • ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

উত্তরঃ ১৯৭২ সালের ১৯ মার্চ

বিস্তারিত

3. ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?

  • ক. ১৬ মে,১৯৭৪
  • খ. ১৭ মে,১৯৭৪
  • গ. ১৬মে,১৮৭৫
  • ঘ. ১৭ মে,১৯৭৫

উত্তরঃ ১৬ মে,১৯৭৪

বিস্তারিত

4. ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

  • ক. ঢাকা
  • খ. দিল্লী
  • গ. কলকাতা
  • ঘ. সিমলা

উত্তরঃ দিল্লী

বিস্তারিত

5. চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশের পাবার কথা?

  • ক. করিমগঞ্জ
  • খ. পেট্টাপোল
  • গ. বনগাঁ
  • ঘ. তিন বিঘা

উত্তরঃ তিন বিঘা

বিস্তারিত

6. বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে?

  • ক. যমুনা
  • খ. মেঘনা
  • গ. গঙ্গা
  • ঘ. পদ্মা

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

7. ফারাক্কা বাঁধ চালু হয় কবে?

  • ক. ১৯৭৫
  • খ. ১৯৬৯
  • গ. ১৯৭০
  • ঘ. ১৯৭৩

উত্তরঃ ১৯৭৫

বিস্তারিত

8. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

  • ক. ২৪.৭ কিলোমিটার
  • খ. ২১.০ কিলোমিটার
  • গ. ১৯.৩ কিলোমিটার
  • ঘ. ১৬.৫ কিলোমিটার

উত্তরঃ ১৬.৫ কিলোমিটার

বিস্তারিত

9. ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে ?

  • ক. গ্রীন হাউজ প্রভাব
  • খ. জমির উর্বরতা বৃদ্ধি
  • গ. অতিবৃষ্টি
  • ঘ. বন্যার প্রকোপ বৃদ্ধি

উত্তরঃ বন্যার প্রকোপ বৃদ্ধি

বিস্তারিত

10. ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃতে পরিচালিত হয় ?

  • ক. অধ্যাপক গোলাম আযম
  • খ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • গ. মওলানা তর্কবাগীস
  • ঘ. অধ্যাপক মুজাফফর আহমেদ

উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী

বিস্তারিত

12. ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

  • ক. দার্জিলিং
  • খ. কলকাতা
  • গ. নয়াদিল্লী
  • ঘ. ঢাকা

উত্তরঃ নয়াদিল্লী

বিস্তারিত

13. বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয়েছে কবে ?

  • ক. ১২ ডিসেম্বর, ১৯৯৫
  • খ. ২৬ মার্চ, ১৯৯৬
  • গ. ১২ ডিসেম্বর, ১৯৯৬
  • ঘ. ২৬ মার্চ, ১৯৯৭

উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬

বিস্তারিত

14. সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয় ?

  • ক. ১২ ডিসেম্বর, ১৯৯৬
  • খ. ২৩ মার্চ, ১৯৯৭
  • গ. ১৪ ডিসেম্বর, ১৯৯৮
  • ঘ. ৩১ জানুয়ারি, ২০০১

উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬

বিস্তারিত

15. ভারত-বাংলাদেশ (গঙ্গা নদীর) পানি চুক্তির মেয়াদ -

  • ক. ২০ বছর
  • খ. ২৫ বছর
  • গ. ৩০ বছর
  • ঘ. ৩৫ বছর

উত্তরঃ ৩০ বছর

বিস্তারিত

16. কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয়?

  • ক. ১২ ডিসেম্বর, ১৯৯৬
  • খ. ২৪ ডিসেম্বর, ১৯৯৬
  • গ. ৩১ ডিসেম্বর, ১৯৯৬
  • ঘ. ১ জানুয়ারি, ১৯৯৭

উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬

বিস্তারিত

17. ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের প্রধান স্বরণীয় ঘটনা কি ?

  • ক. যমুনা সেতু উদ্বোধন
  • খ. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি
  • গ. মাগুরছড়ায় গ্যাস বিস্ফোরণ
  • ঘ. কুয়ালালামপুরে কেনিয়াকে ক্রিকেট খেলায় পরাজিত করা

উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি

বিস্তারিত

18. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় ?

  • ক. ১২ নভেম্বর, ১৯৯৭
  • খ. ২ ডিসেম্বর, ১৯৯৭
  • গ. ১৬ ডিসেম্বর, ১৯৯৭
  • ঘ. ২৫ ডিসেম্বর, ১৯৯৭

উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭

বিস্তারিত

19. পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেন ?

  • ক. মনবেন্দ্র নারায়ন লারমা
  • খ. রাজা দেবাশীষ রায়
  • গ. জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
  • ঘ. মনি স্বপন দেওয়ান

উত্তরঃ জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা

বিস্তারিত

20. উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন ?

  • ক. মানবেন্দ্র নারায়ণ লারমা
  • খ. রাজা দেবাশীষ রায়
  • গ. সন্তু লারমা
  • ঘ. বীণা চাকমা

উত্তরঃ সন্তু লারমা

বিস্তারিত

22. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?

  • ক. ১৯৯৯
  • খ. ২০০০
  • গ. ২০০১
  • ঘ. ২০০২

উত্তরঃ ২০০০

বিস্তারিত

23. Extradition Treaty হল -

  • ক. উত্তর মেরু চুক্তি
  • খ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি
  • গ. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি
  • ঘ. তৈল গ্যাস আহরণ চুক্তি

উত্তরঃ অপরাধী প্রত্যর্পণ চুক্তি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects