বিবিধ বাংলাদেশ

2. গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে,তা হল -

  • ক. ইথিলিন
  • খ. পিরিডিন
  • গ. কার্বন মনোক্সাইড
  • ঘ. মিথেন

উত্তরঃ কার্বন মনোক্সাইড

বিস্তারিত

3. যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশকে দূষিত করে ?

  • ক. বাতাসে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  • খ. বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  • গ. বাতাসে সালফার-ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে
  • ঘ. বাতাসে ফ্লোরাইডের পরিমাণ বৃদ্ধি করে

উত্তরঃ বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে

বিস্তারিত

5. কোন জ্বালানী পোড়ালে প্রধানত সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে ?

  • ক. অকটেন
  • খ. পেট্রোল
  • গ. ডিজেল
  • ঘ. সি.এন.জি

উত্তরঃ ডিজেল

বিস্তারিত

6. SMOG হচ্ছে -

  • ক. সিগারেটের ধোঁয়া
  • খ. কুয়াশা
  • গ. দূষিত বাতাস
  • ঘ. শিশির

উত্তরঃ দূষিত বাতাস

বিস্তারিত

7. ঢাকা মহানগরীতে টু-স্টোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে থেকে?

  • ক. ৩১ ডিসেম্বর, ২০০২
  • খ. ১ জানুয়ারি, ২০০৩
  • গ. ১ জানুয়ারি, ২০০২
  • ঘ. ৩১ ডিসেম্বর, ২০০১

উত্তরঃ ১ জানুয়ারি, ২০০৩

বিস্তারিত

8. বাংলাদেশ কখন টু-স্টোক তিন চাকার বেবিট্যাক্সি বাতিল করে -

  • ক. ২০০০ সনে
  • খ. ২০০১ সনে
  • গ. ২০০২ সনে
  • ঘ. ২০০৩ সনে

উত্তরঃ ২০০৩ সনে

বিস্তারিত

9. Which is the hazardous metallic pollutant in the air of the Dhaka city ?

  • ক. Arsenic
  • খ. Carbon
  • গ. Zinc
  • ঘ. Lead

উত্তরঃ Lead

বিস্তারিত

10. পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ -

  • ক. পরিবেশ দূষণ হ্রাস
  • খ. ডেঙ্গু জ্বরের প্রকোপ নির্ধারণ
  • গ. উৎপাদন খরচের আধিক্য
  • ঘ. পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস

উত্তরঃ পরিবেশ দূষণ হ্রাস

বিস্তারিত

11. লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায় ?

  • ক. গ্রীকঃ ক্ষরা ও ঘূর্ণিঝড়
  • খ. ল্যাটিনঃ শৈত্যপ্রবাহ
  • গ. স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
  • ঘ. মালয়েশীয়ঃ বিপদ সংকেত

উত্তরঃ স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা

বিস্তারিত

12. বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হয় কবে থেকে -

  • ক. ১-১-২০০২
  • খ. ১-৮-২০০২
  • গ. ১-৯-২০০২
  • ঘ. ১-১০-২০০২

উত্তরঃ ১-১-২০০২

বিস্তারিত

13. পরিবেশ রক্ষার কাজ করে?

  • ক. বাপা
  • খ. ব্লাস্ট
  • গ. আশা
  • ঘ. ব্রাক

উত্তরঃ বাপা

বিস্তারিত

14. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে ?

  • ক. পানি দূষণ
  • খ. মাটি দূষণ
  • গ. বায়ু দূষণ
  • ঘ. শব্দ দূষণ

উত্তরঃ শব্দ দূষণ

বিস্তারিত

15. যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে -

  • ক. ৭৫ ডিবি
  • খ. ৯০ ডিবি
  • গ. ১০৫ ডিবি
  • ঘ. ১২০ ডিবি

উত্তরঃ ১০৫ ডিবি

বিস্তারিত

16. পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে ?

  • ক. হেনরি ডেভিড হিরো
  • খ. ম্যাকিয়াভেলি
  • গ. অ্যাডাম স্মিথ
  • ঘ. পি স্যামুয়েলসন

উত্তরঃ অ্যাডাম স্মিথ

বিস্তারিত

17. বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় যে সালে -

  • ক. ১৯৭৪
  • খ. ১৯৭৫
  • গ. ১৯৭৬
  • ঘ. ১৯৭৭

উত্তরঃ ১৯৭৪

বিস্তারিত

19. বাংলাদেশে সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত গৃহীত হয় কবে ?

  • ক. ২২ আগস্ট, ২০০৪
  • খ. ২৪ আগস্ট, ২০০৪
  • গ. ২৩ জুলাই, ২০০৪
  • ঘ. ২১ জুলাই, ২০০৪

উত্তরঃ ২৩ জুলাই, ২০০৪

বিস্তারিত

20. নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ হল -

  • ক. বিভিন্ন উচ্চপদে নারীর নিয়োগদান
  • খ. ইউনিয়ন পরিষদে জনগণের সরাসরি ভোটে নারী প্রতিনিধি নির্বাচন
  • গ. সন্তানের পরিচয় দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন করে
  • ঘ. সামরিক বাহিনীতে নারীর নিয়োগদানের বিধান প্রণয়ন

উত্তরঃ সন্তানের পরিচয় দানে মায়ের নাম উল্লেখের নিয়ম প্রবর্তন করে

বিস্তারিত

22. দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে -

  • ক. ৩০ শতাংশ
  • খ. ৩৩ শতাংশ
  • গ. ৪০ শতাংশ
  • ঘ. ৩৯ শতাংশ

উত্তরঃ ৩০ শতাংশ

বিস্তারিত

23. বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্রটি কোথায় অবস্থিত?

  • ক. চাঁদপুর
  • খ. টঙ্গী
  • গ. গোদনাইল
  • ঘ. মোরাপাড়া

উত্তরঃ টঙ্গী

বিস্তারিত

24. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ?

  • ক. টঙ্গী
  • খ. কোনাবাড়ি
  • গ. যশোর
  • ঘ. গাজীপুর

উত্তরঃ কোনাবাড়ি

বিস্তারিত

25. 'অমরকোষ' কি জাতীয় গ্রন্থ ?

  • ক. মহাকাব্য
  • খ. নাটক
  • গ. অভিধান
  • ঘ. উপন্যাস

উত্তরঃ অভিধান

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects