বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ
- ক. আইন প্রনয়ন
- খ. বাজেট পাস
- গ. দন্ড বিধান
- ঘ. আইনসভা আহবান
উত্তরঃ দন্ড বিধান
2. বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ?
- ক. আইন প্রনয়ন
- খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
- গ. সংবিধানের ব্যাখ্যা প্রদান
- ঘ. সরকারকে পরামর্শ দেয়া
উত্তরঃ সংবিধানের ব্যাখ্যা প্রদান
3. দোষী ও অপরাধীর শাস্তি বিধানের জন্য রাষ্ট্র কি স্থাপন করেছে ?
- ক. আইন বিভাগ
- খ. পুলিশ বাহিনী
- গ. বিচারালয়
- ঘ. সেনাবাহিনী
উত্তরঃ বিচারালয়
4. কোনটি বিচার বিভাগের কাজ নয় ?
- ক. আইন প্রয়োগ
- খ. আইনের ব্যাখ্যা
- গ. সংবিধানের ব্যাখ্যা
- ঘ. সংবিধান প্রণয়ন
উত্তরঃ সংবিধান প্রণয়ন
6. তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জেলা ও দায়রা জজ আদালত কবে চালু হয় কবে?
- ক. ১ জানুয়ারি, ২০০৮
- খ. ১ জুলাই, ২০০৮
- গ. ১ জানুয়ারি, ২০০৯
- ঘ. ১ জুলাই,২০০৯
উত্তরঃ ১ জুলাই, ২০০৮
- ক. দায়রা জজ আদালত
- খ. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত
- গ. দ্বিতীয় শ্রেনির ম্যাজিস্ট্রেটের
- ঘ. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের
উত্তরঃ দায়রা জজ আদালত
8. পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়?
- ক. ১৯৮০ সালে
- খ. ১৯৮৫ সালে
- গ. ১৯৮১ সালে
- ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ১৯৮৫ সালে
9. বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না -
- ক. বিবাহ বিচ্ছেদ
- খ. নারী ও শিশু পাচার
- গ. শিশু অভিভাবকত্ব
- ঘ. দেন মোহর
উত্তরঃ নারী ও শিশু পাচার
10. মাযদার হোসেন মামলার পরিনতি - (The final out come of Mazdar Hossain case is -)
- ক. স্বাধীন নির্বাচন কমিশন (Independent Election Commission)
- খ. প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা (Establishment of administrative Tribunal )
- গ. বিচার বিভাগ পৃথকীকরণ (Separation of Judiciary)
- ঘ. স্বাধীন দুর্নীতি দমন কমিশন (Independent anti Corruption Commission)
উত্তরঃ বিচার বিভাগ পৃথকীকরণ (Separation of Judiciary)
11. বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন ?
- ক. ১ নভেম্বর, ২০০৭
- খ. ২ নভেম্বর, ২০০৭
- গ. ১ ডিসেম্বর, ২০০৭
- ঘ. ২ ডিসেম্বর, ২০০৭
উত্তরঃ ১ নভেম্বর, ২০০৭
- ক. 16 February 2008
- খ. 1 November 2007
- গ. 16 March 2007
- ঘ. 16 April 2008
উত্তরঃ 1 November 2007
- ক. মাজদার হোসেন বনাম বাংলাদেশ
- খ. হালিমা খাতুন বনাম বাংলাদেশ
- গ. আকবর হোসেন বনাম বাংলাদেশ
- ঘ. আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ
উত্তরঃ মাজদার হোসেন বনাম বাংলাদেশ
14. বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী -
- ক. মোস্তফা কামাল
- খ. আমিরুল ইসলাম
- গ. মাজদার হোসেন
- ঘ. ড. কামাল হোসেন
উত্তরঃ মাজদার হোসেন
15. নিম্ন আদালতে বিচারক নিয়োগের কার্যাবলী যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তা হলো -
- ক. পাবলিক সার্ভিস কমিশন
- খ. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
- গ. জুডিসিয়াল সার্ভিস কমিশন
- ঘ. সুপ্রিম কোর্টের আপীল বিভাগ
উত্তরঃ জুডিসিয়াল সার্ভিস কমিশন
16. বিচার বিভাগ পৃথকীকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব নেন -
- ক. হাইকোর্টের
- খ. লেবার কোর্টের
- গ. নিম্ন দেওয়ানি আদালতের
- ঘ. নিম্ন ফৌজদারি আদালতের
উত্তরঃ নিম্ন ফৌজদারি আদালতের
17. কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ধারায় যে কাউকে গ্রেফতাঁর করতে পারে ?
- ক. ৫৪ ধারা
- খ. ১৪৪ ধারা
- গ. ৪২০ ধারা
- ঘ. ১৬৪ ধারা
উত্তরঃ ৫৪ ধারা
18. মানুষের চলাচল, আচরণ ও কর্মকান্ডের ওপর বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারী করা হয় -
- ক. ১৪৪ ধারা
- খ. ৫৪ ধারা
- গ. ৪২০ ধারা
- ঘ. ১৬৪ ধারা
উত্তরঃ ১৪৪ ধারা
19. FIR এর পূর্ণ অভিব্যক্তি কি ?
- ক. First Information Report
- খ. First Investigation Report
- গ. First Intelligence Report
- ঘ. Federal Investigation Report
উত্তরঃ First Information Report
20. FIR কার নিকট দায়ের করা যায় ?
- ক. স্থানীয় ম্যাজিস্ট্রেট
- খ. বিচারকারী আদালত
- গ. স্থানীয় থানা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ স্থানীয় থানা
- ক. মামলা বাতিল ও মুক্তি
- খ. আদালতের আদেশে মুক্তি
- গ. নির্বাহী আদেশে মুক্তি
- ঘ. জামিনে মুক্তি
উত্তরঃ নির্বাহী আদেশে মুক্তি
24. আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কোনটি? (The largest division in Bangladesh is -)
- ক. Dhaka
- খ. Chittagong
- গ. Rajshahi
- ঘ. Sylhet
উত্তরঃ Chittagong
25. বাংলাদেশে জেলার সংখ্যা কত ? (The number of administrative districts in Bangladesh are -)
- ক. 21
- খ. 64
- গ. 460
- ঘ. 490
উত্তরঃ 64