বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ও বিচার বিভাগ
101. কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কিরূপ?
- ক. এটি অর্থনৈতিক উন্নতি সাধন করে
- খ. এটি কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব মোচন করে
- গ. এটি জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায়
- ঘ. সবগুলো
উত্তরঃ সবগুলো
102. 'ব্যাক্তির জন্যই রাষ্ট্র, রাষ্ট্রের জন্য ব্যাক্তি নয়' এটি কিসের মূল কথা?
- ক. সামরিকতন্ত্রের
- খ. সমাজতন্ত্রের
- গ. নৈরাজ্যবাদের
- ঘ. ব্যাক্তিস্বতন্ত্র্যবাদের
উত্তরঃ ব্যাক্তিস্বতন্ত্র্যবাদের
103. ব্যাক্তিস্বাতন্ত্র্যবাদের মূল দার্শনিক হিসেবে বিবেচিত হন--
- ক. ফেডারিল হেগেল
- খ. জন স্টুয়ার্ট মিল
- গ. জেমস মিল
- ঘ. জেরিমি বেন্থাম
উত্তরঃ জেরিমি বেন্থাম
105. 'যে সরকার কম শাসন করে সে সরকারই উত্তম'- উক্তিটি কার?
- ক. লাস্কি
- খ. জন স্টুয়ার্ট মিল
- গ. উইলোবি
- ঘ. জেমস মিল
উত্তরঃ জন স্টুয়ার্ট মিল
106. কে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক?
- ক. চার্লস ফুরিয়ের
- খ. রবার্ট ওয়েন
- গ. ফ্রেডারিক এঙ্গেলস
- ঘ. কার্ল মার্কস
উত্তরঃ কার্ল মার্কস
107. কে উদ্বৃত্ত মূল্যতত্ত্বের কথা বলেন?
- ক. ভি ই লেলিন
- খ. রবার্ট ওয়েন
- গ. ফ্রেডারিক এঙ্গেলস
- ঘ. কার্ল মার্কস
উত্তরঃ কার্ল মার্কস
108. 'মানবসমাজের ইতিহাস অবিরাম শ্রেণি সংগ্রামের ইতিহাস' উক্তিটি কার?
- ক. ভি ই লেলিন
- খ. জেরেমি বেন্থাম
- গ. মাও সেতুং
- ঘ. কার্ল মার্কস
উত্তরঃ কার্ল মার্কস
109. মিশ্র অর্থনীতিতে--
- ক. সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান
- খ. ভোক্তার স্বাধীনতা স্বীকৃত
- গ. ভোক্তাগণ ইচ্ছামত দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
110. কোন দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে?
- ক. চীন
- খ. জাপান
- গ. বাংলাদেশ
- ঘ. আমেরিকা
উত্তরঃ বাংলাদেশ
111. কোনটি জনসাধারণের প্রাত্যাহিক নূন্যতম চাহিদা পূরণের জন্য কাজ করে?
- ক. জাতীয় রাষ্ট্র
- খ. কল্যাণরাষ্ট্র
- গ. আধুনিক রাষ্ট্র
- ঘ. রাষ্ট্র
উত্তরঃ রাষ্ট্র
112. নাগরিকতা কি?
- ক. রাষ্ট্রের মর্যাদা
- খ. ব্যাক্তির মর্যাদা
- গ. রাজনৈতিক অধিকার
- ঘ. রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা
উত্তরঃ ব্যাক্তির মর্যাদা
113. কোথায় রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারীদের নাগরিক বলা হতো?
- ক. যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে
- খ. সিসিলি দ্বীপে
- গ. রোমান সাম্রাজ্যে
- ঘ. প্রাচীন গ্রিক নগররাষ্ট্রে
উত্তরঃ প্রাচীন গ্রিক নগররাষ্ট্রে
114. 'নাগরিকতা হলো সর্বজনীন কল্যাণের জন্য ব্যাক্তির লদ্ধ বিচারবুদ্ধির প্রয়োগ।'- এ কথাটি কে বলেছেন?
- ক. ডাইসি
- খ. গেটেল
- গ. ফাইনার
- ঘ. লাস্কি
উত্তরঃ লাস্কি
115. 'যারা সক্রিয়ভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করত তারাই ছিল নাগরিক'- এ উক্তিটি কার?
- ক. লাস্কির
- খ. প্লেটোর
- গ. সক্রেটিস
- ঘ. এরিস্টটল
উত্তরঃ এরিস্টটল
117. কোনটি নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি?
- ক. জন্মস্থান নীতি ও অনুমোদনসূত্র
- খ. জন্মনীতি ও অনুমোদনসূত্র
- গ. জন্মনীতি ও জন্মস্থান নীতি
- ঘ. জন্মসূত্র ও অনুমোদনসূত্র
উত্তরঃ জন্মসূত্র ও অনুমোদনসূত্র
118. কোন নীতি অনুযায়ী পিতা-মাতার নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারণ করা হয়?
- ক. রাষ্ট্রনীতি
- খ. অনুমোদনসূত্রে
- গ. জন্মস্থান নীতি
- ঘ. জন্মনীতি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
119. কোন দেশে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি অনুসরণ করা হয়?
- ক. জাপান
- খ. ব্রিটেন
- গ. আমেরিকা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ জাপান
120. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসৃত হয় কোন দেশে?
- ক. ইতালি
- খ. আমেরিকা
- গ. ফ্রান্স
- ঘ. রাশিয়া
উত্তরঃ আমেরিকা
121. বাংলাদেশে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে--
- ক. সচ্চরিত্রবান হতে হয়
- খ. বিবাহ করতে হয়
- গ. স্থায়ীভাবে বসবাস করতে হয়
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
- ক. পাকিস্তান
- খ. আমেরিকা
- গ. ইতালি
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ আমেরিকা
- ক. বিদেশী রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিলে
- খ. যদি কেউ নিজ রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে
- গ. দীর্ঘ দিন নিজ রাষ্ট্রে অনুপস্থিত থাকলে
- ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ওপরের সবগুলো
124. অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কত বছর স্থায়ীভাবে বসবাস করতে হয়?
- ক. 7 বছর
- খ. ৩ বছর
- গ. ৫ বছর
- ঘ. ২ বছর
উত্তরঃ ৫ বছর
125. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়?
- ক. জন্মস্থান নীতি ও অনুমোদনসূত্র
- খ. জন্মনীতি ও অনুমোদনসূত্র
- গ. জন্মনীতি ও জন্মস্থান নীতি
- ঘ. শুধু জন্মস্থান নীতি
উত্তরঃ জন্মনীতি ও জন্মস্থান নীতি